রাজবাড়ীতে ক্যাপসিকাম চাষ পরিদর্শন করলেন ডিসি-এসপি

0
148
RAJBARY-DC-SP-DROHO-8-P8

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বেনীনগর গ্রামে ক্যাপসিয়াম চাষ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

সোমবার সকালে খেত পরিদর্শন কালে উপস্থিত ছিলেন , জেলা প্রশিক্ষণ অফিসার মুনিরুজ্জামান, সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার বাহাউদ্দিন সেখ, সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার প্রমুখ।

জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, ক্যাপসিকাম চাষ আমরা জানতাম এই বাইরে চাষ হয়। কিন্তু এখন আমরা দেখছি রাজবাড়ীর একজন উদ্যেক্তা এই সবজি চাষ করছে এবং এটা ১৬টা জেলায় এখান থেকে যাচ্ছে। এতে করে পরবর্তী প্রজম্মের মানুষকে কৃষিতে এগিয়ে আসতে উৎসাহী করবে। আমাদের প্রচলিত যে কৃষিগুলো আছে তার সাথে যদি আমরা নতুন কিছু চাষ করি তাহলে কৃষি আরো সমৃদ্ধিশালী হবে।

পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, কৃষি সমাজ ব্যবস্থা কি করে কৃষিতে ভর করে আরো উন্নতিতর অবস্থার দিকে যেতে পারে সেটার বাস্তব উদাহারণ হচ্ছে এই ক্যাপসিকামের খামার।

ক্যাপসিকাম চাষী শহীদুল ইসলাম বলেন, ক্যাপসিকাম একটা লাভজনক ফসল। যারা বেকার যুবক আছে তারা বসে না থেকে এই ক্যাপসিকাম চাষ করলে তারাও অর্থ আয় করতে পারবে। ক্যাপসিকাম চাষে প্রতিবিঘা খরচ হয় ১লক্ষ ৫০ হাজার টাকা। আর প্রতিবছর বিক্রি হয় ৪ লক্ষ ৫০ হাজার টাকা। দেশে এর চাহিদা রয়েছে প্রচুর। দাম ও ভালো পাওয়া যায়।