রাজবাড়ীতে গরুর দাম কম, তবু নেই ক্রেতা

0
110
cow-rajbari-Dro-30-7-p-19
রাজবাড়ীর পশু হাট

রাজবাড়ী প্রতিনিধিঃ

ঈদুল আজাহাকে ঘিরে রাজবাড়ীতে বসেছে পশুর হাট। জেলার বিভিন্ন উপজেলা থেকে কোরবানির পশু জেলা শহরে এলেও বাজারে গরুর দাম কম , নেই ক্রেতা।

বৃহস্পতিবার রাজবাড়ীর পশুর হাট ঘুরে দেখা যায় কোরবানির পশু প্রচুর আমদানী থাকলেও ক্রেতাদের সংখ্যা ছিলো খুবই কম।

গরু বিক্রেতা জয়নাল ব্যাপারী বলেন , ৯ টা গরু কিনে হাটে বিক্রির জন্য নিয়ে এসেছি। গরুর দাম হাটে খুবই কম। ক্রেতাও হাটে আগের বছরের মত নেই। ৮০ হাজার টাকা দিয়ে যে গরু কিনে এনেছি সেটা এই হাটে ৫০ হাজার টাকা দাম বলে। তাতে দেখা যাচ্ছে ৬ লক্ষ টাকার গুরু কিনে এবার আমার ২ থেকে ৩ লক্ষ টাকার মত ক্ষতি হবে।

ছাগল বিক্রেতা রহিম মোল্লা বলেন , ১টা ছাগল বিক্রির জন্য নিয়ে এসেছি কিন্তু ছাগল এর দাম তুলনামূলক বাজারে কম। যদি ভালো বাজার থাকতো তাহলে আমার ছাগল ১৭ হাজার টাকা মত বিক্রি হতো। কিন্তু হাটে ১০ -১২ হাজার টাকা দাম বলছে ক্রেতারা।

আরও দেখুনঃ খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

ক্রেতারা জানান , এবার হাটে বিভিন্ন জয়গা থেকে প্রচুর কোরবানির পশু এসেছে। । তবে গত বছরের তুলনায় এবার হাটে গরু- ছাগলের দাম অনেক কম রয়েছে । হাট থেকে কম টাকায় গরু ছাগল কিনতে পারবে ক্রেতারা।

রাজবাড়ীর কোরবানির পশুর হাটের ইজারাদার শাকিল আহম্মেদ সবুজ বলেন , হাটে প্রচুর পশু এসেছে। দামও আগের বছরের তুলনায় অনেক কম। কিন্তু ক্রেতা নেই। করোনা ভাইরাস ও বন্যার কারণে কোরবানির পশু বেচাকেনা কম বলে তিনি জানান।