লঙ্কাকাণ্ডের পর বিড়ালটি পাওয়া গেলো

0
169
CAT-SHE-DROHO-29-P1
কণ্ঠশিল।পী সিঁথি সাহা

কুষ্টিয়া প্রতিনিধি

রবীন্দ্রসংগীত, লোকসংগীত ও চলচ্চিত্রের গান করেন সিঁথি সাহা। তার পোষা বিড়াল নিয়ে লঙ্কাকাণ্ড ঘটে গেলো।

কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় শিল্পীর বাবার বাড়ি থেকে বুধবার তার পোষা বিড়াল নিখোজ হয়। এ নিয়ে থানা পুলিশ, মাইকে প্রচার, এ বাড়ি সে বাড়ি তল্লাসীর মত লঙ্কাকাণ্ড ঘটেছে।

কণ্ঠশিল্পী সিঁথি সাহা জানান, অনেকদিন ধরে তিনি একটি বিড়াল পুষছেন। বিড়ালটি তার খুব আদরের। দুর্গাপূজা উপলক্ষে কয়েকদিন আগে ঢাকা থেকে কুষ্টিয়ায় বাবার বাসায় এসেছিলেন তিনি। যথারীতি পোষা বিড়ালটিও তার সঙ্গে ছিল। বুধবার বেলা ১১টার দিকে শহরের আমলাপাড়ার বাসা থেকে হঠাৎ বিড়ালটি উধাও হয়ে যায়।

তিনি কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাতকে ফোন করে বিড়াল খুঁজে পেতে সাহায্য চান। দুপুর ২টার দিকে কুষ্টিয়া মডেল থানায় গিয়ে জিডি করেন।

এর পর থানা পুলিশের এসআই সুমন কাদেরী এলাকায় গিয়ে বিড়ালটির বিষয়ে খোঁজখবর নিতে থাকেন। এক পর্যায়ে সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি দেখতে পান, বাড়ির দরজার সামনে বিড়ালটি দাঁড়িয়ে আছে। এতে মনটা ভরে ওঠে তার। তিনি ধারণা করছেন- কেউ হয়তো বিড়ালটি ধরে নিয়ে গিয়েছিল। পরে পুলিশের তৎপরতায় বিড়ালটি ফিরে পেয়েছেন।