শিক্ষার্থীরা পেলো ঝকঝকে নতুন বই

0
111
BOOK-DROHHHHHO-1-JUN-P-5
নতুন বই নিয়ে বাড়ি ফিরছে শিশুরা, ছবিটি খোকসা থেকে তোলা।

দ্রোহ অনলাইন ডেস্ক

সব সংশয় কাটিয়ে করোনা মহামরির মধ্যেও নতুন বছরের প্রথম দিনে উপহার হিসেবে বিনা মূল্যের পাঠ্যবই পেয়েছে সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় চার কোটি শিক্ষার্থী।

সরকারের ঘোষনা মত শুক্রবার সকালে দেশের প্রতিটি স্কুল-মাদ্রাসায় শিশু শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করা হয়।

মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে স্কুলে গিয়ে প্রাথমিকে শিক্ষার্থীদের পক্ষে অভিভাবকেরা আর মাধ্যমিকের ক্ষেত্রে শিক্ষার্থীরা নিজে ঝকঝকে নতুন বই সংগ্রহ করে।

সকালে স্বাস্থ্যবিধি মেনে কুষ্টিয়ার খোকসার ৮৭ টি প্রাথমিক বিদ্যালয়, ৩৬ টি মাধ্যমিক-নিন্মমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষর্থী ও অভিভাবকের হাতে নতুন ঝকঝকে বই তুলে দেয়া।

অভিভাবকের হাতে প্রাথমিক বিদ্যালয়ের বই তুলে দিচ্ছেন আল হেলাল সরকারী প্রাথমিক বিধ্রালয়ের প্রধান শিক্ষক বলাই চন্দ্র মোদক

শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, উপজেলায় প্রাথমিক স্তরের প্রায় ২৪,৩০০ সেট বই নতুন বছরের প্রথম দিনে অভিভাবক ও শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। এ কার্যক্রমের পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাবিবুর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাজী সদর উদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নাজনীন আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হুসাইন মহম্মদ বেলাল, শিপ্রা বিশ্বাস প্রমুখ।

মাধ্যমিকের প্রতিটি শ্রেণির বই বিতরণের জন্য তিন দিন করে সময় দেওয়া হয়েছে। ষষ্ঠ থেকে নবম- এ চারটি শ্রেণিতে সপ্তাহে তিন দিন করে মোট ১২ দিনে পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে। প্রথম তিন দিন বিতরণ করা হবে নবম শ্রেণির বই। এর পর ধাপে ধাপে অষ্টম শ্রেণি, সপ্তম শ্রেণি ও ষষ্ঠ শ্রেণির বই দেওয়া হবে। আর প্রাথমিকের শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে অভিভাবকদের হাতে বই তুলে দেওয়া হবে। তবে শিশুরা এলে তাদের ফিরিয়ে দেওয়া হবে না।

২০২১ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত চার কোটি ১৬ লাখ ৫৫ হাজার ২২৬ শিক্ষার্থীকে ৩৪ কোটি ৩৬ লাখ ৬২ হাজার ৪১২টি বিনামূল্যের বই দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে দুই কোটি ৩০ লাখ ৭৯ হাজার ৭৭৩ জনকে ১০ কোটি ২৫ লাখ ৮২ হাজার ৫৫৫টি এবং ইবতেদায়ি, দাখিল, কারিগরি ও মাধ্যমিক স্তরে এক কোটি ৮৫ লাখ ৭৫ হাজার ৪৫৩ শিক্ষার্থীকে ২৪ কোটি ১০ লাখ ৭৯ হাজার ৮৫৭টি বই দেওয়া হচ্ছে।