শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল,বাবা গ্রেফতার

0
146
Jhenidah-Dro-22-7-p-2
শিশু নির্যাতনের ঘটনায় বাবা গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে শিশু নির্যাতনের ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

নিজের দুইটি অবুঝ শিশু সন্তানকে নির্দয় ভাবে পিটমোড়া দিয়ে বেঁধে পিটিয়েছে বাবা। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া গ্রামে। উক্ত নির্যাতনের ঘটনায় পাষন্ড পিতা হাবিবুর রহমান শিমুলকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য মতে, মাদকসেবী স্বামী শিমুলের অমানবিক নির্যাতনে অসহ্য হয়ে ঘর ছেড়ে পিতার বাড়িতে আশ্রয় নেন স্ত্রী শিরিন সুলতানা। বেশ কিছুদিন স্ত্রী বাড়িতে ফিরে না আসায় দুই শিশু সন্তানকে চেয়ারের সাথে বেঁধে মারধর শুরু করে এবং তা ভিডিও করে স্ত্রীর কাছে পাঠিয়ে দেয় স্বামী। স্ত্রী শিরিন সুলতানা নিজ সন্তানদ্বয়ের নির্যাতনের ভিডিও দেখে ঠিক থাকতে পারেননি। তিনি ফেসবুকে ভিডিওটি পোষ্ট করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

মঙ্গলবার ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারের ঘটনাটি নজরে আসলে তিনি দ্রুতই শিশু নির্যাতনকারী পিতাকে গ্রেফতারের নির্দেশ দেন। নির্যাতনের ভিডিওটিতে দেখা যায়, নিজের দুই সন্তানকে চেয়ারের সাথে বেঁধে লাঠি দিয়ে মারধর করছে পিতা শিমুল। একই সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে তোর মা আমার কথা শোনে না কেন? শিশু সন্তানকে দিয়ে শিমুল ঘর মোছানোর কাজও করাচ্ছেন।

শিরিন সুলতানা বলেন, বিয়ের পর থেকে শিমুল মারধর করত। এ নিয়ে কয়েক বার শালিস বৈঠক হয়েছে। তার স্বভাব পরিবর্তন না হওয়ায় আমি তাকে তালাক দিয়ে পিতার বাড়িতে চলে এসেছি। কিন্তু এখন ওদের বাবা তাদের উপর চরম অত্যাচার শুরু করেছে। শিমুল নেশা করে। আমার শ্বশুরও বলেছে তুমি এখানে আসলে শিমুল তোমাকে খুন করে ফেলবে।

সোমবার সাবেক স্বামী শিমুল সন্তানদের নির্যাতনের ভিডিও করে আমার কাছে পাঠায়। আমি ফেসবুকে ভিডিওটা পোষ্ট করে প্রতিকার চেয়েছি। এখন আমি আমার বাচ্চাদেরকে আমার কাছে রাখতে চাই।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার খবরের সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে দ্রুত ব্যাবস্থা গ্রহন করা হবে। শিশু নির্যাতনকারী পিতাকে থানায় আনা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ছেলে ২টিকে উদ্ধার করা হয়েছে। পিতা শিমুলকে আটক করে থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ, ঝিনাইদহ শহর সংলগ্ন ধানহাড়িয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে হাবিবুর রহমান শিমুলের সাথে বিয়ে হয় শহরের আরাপপুর এলাকার শিরিন সুলতানার। তবে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে শিরিন সুলতানা দুই বছর আগে স্বামীকে তালাক দেয়।

https://www.youtube.com/watch?v=VKQUfLdSLmA