শৈলকুপার ইউপি চেয়ারম্যানের বাড়িতে অস্ত্র উদ্ধার

0
128
Shailkupa-droho-22-p2

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় ২ কারিগরকে আটক করা হয়।

মঙ্গলবার উপজেলার ১০নং বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ৪৭টি সড়কি, ১৭টি ঢাল ও বেশ কিছু বেত সহ এসব তৈরীর অন্যান্য সরঞ্জাম।

পুলিশ জানায়, আশির দশক থেকেই সন্ত্রাস অধ্যষিত ১০ নং বগুড়া ইউনিয়নে সম্প্রতি রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় আওয়ামী লীগের বিবাদমান দু’গ্রুপে গ্রাম্য দাঙ্গা-হাঙ্গামা লেগেই থাকে। প্রতিপক্ষ গ্রুপকে ঘায়েল করতে চলে দেশীয় অস্ত্র-শস্ত্র আমদানীর মহড়া।

গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগীতায় শৈলকুপার হাটফাজিলপুর ক্যাম্প ইনচার্জ এসআই ফারুখ হোসেন অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র উদ্ধার হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামের বগুড়া গ্রামের বাড়ি থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় বেতের ঢাল তৈরী করা অবস্থায় দুই কারিগরকে চেয়ারম্যানের বাড়ি থেকে আটক করা হয়।