শৈলকুপার মার্কেটে উপচেপড়া ভীড়

0
86
SHOYLOKUPA-DRO-19-P-4-compressed
ফাইল ছবি।

শিহাব মল্লিক

করোনা ভাইরাসের চরম প্রার্দুভাবের মধ্যেই ঈদকে সামনে রেখে সীমিত আকারে ঝিনাইদহের শৈলকুপার সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। এর পর স্বাস্থ্য বিধি না মেনে বেচা-কেনা করছেন ক্রেতা-বিক্রেতারা। এতে ভাইরাস সংক্রমণের ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে।

গত ১০ মে থেকে ব্যবসায় প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষনা দেওয়া হয়। আগের দিন থেকে শৈলকুপায় শুরু হয় ধুমচে বেচা-কেনা। সীমিত আকারে বলা হলেও পুরোদমে খুলতে শুরু করে দোকান পাট। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌর শহরের পাইলট স্কুল মার্কেট, জনতা ব্যাংক মার্কেট, মদিনা সুপার মার্কেট, লালন সুপার মার্কেট, বিশ^াস সুপার মার্কেট, আলহাজ¦ মার্কেট ও ব্রীজ রোড মার্কেট সহ ফুটপাতের দোকানগুলোতে ভীড় করছে নানা শ্রেণী পেশার মানুষ।

সরেজমিনে এসব মার্কেট ঘুরে দেখা যায়, দোকানীরা মাস্ক ও হ্যান্ডগ্লভস পরছেন না।

ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন মার্কেট বন্ধ থাকায় জরুরি অনেক কিছুই কিনতে পারেননি। এ কারণে বাধ্য হয়ে শহরে এসেছেন নিজের ব্যবহারি কিছু মালামাল কিনতে। আর কদিন পরেই ঈদ। বুঝতে পারছি মার্কেটে আসা স্বাস্থ্যের জন্য বিপদজনক হলেও কিছু করার নেই।

ব্যাংগুলোতেও জন¯্রােতের একই ভয়াবহ চিত্র। অধিকাংশ গ্রাহকদের মুখে নেই মাস্ক ও সামাজিক দুরত্ব রক্ষা চিত্র চোখে পড়েনি।

সামাজিক দুরত্ব বিষয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এবিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।