শৈলকুপায় পৌরসভার কাউন্সিলর প্রার্থী ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীর ভাই নিহত

0
117
নিহত কাউন্সিলর প্রার্থী বাবু(বায়ে) প্রতিদ্বন্দ্বি প্রার্থীর নিহত ভাই বল্টু (ডানে)

ঝিনাইদহ ও শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় পৌরসভার নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীর ভাই খুনের সাড়ে চার ঘন্টার ব্যবধানে কুমার নদ থেকে একই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি কাউন্সিলর প্রার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রার্থী নিহত হওয়ার ঘটনায় নির্বাচন কমিশন ওয়ার্ডটির কাউন্সিলর পদের ভোট স্থগিত করেছে।

শৈলকুপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিহত কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবু কবিরপুর গ্রামের জালাল খানের ছেলে। বুধবার দিনগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার বারুইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কুমার নদ থেকে কাউন্সিলর প্রার্থী বাবুর লাশ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার জেলা নির্বাচন ও রির্টানিং অফিসার মোঃ রোকুনুজ্জামান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের ভোট গ্রহন স্থগিত করা হয়েছে। তবে ১৬ জানুয়ারী শনিবার শৈলকুপা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, ভোটের দুই দিন আগে বুধবার রাতে শৈলকুপা পৌরসভার আসন্ন নির্বাচন কেন্দ্র করে কাউন্সিলর প্রার্থী শওকত আলীর ভাই ডিস ব্যবসায়ী ও উমেদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন বল্টু (৫০) প্রতিপক্ষে হামলায় নিহত হন। এ হত্যাকান্ডের সাড়ে চার ঘন্টার ব্যবধানে বুধবার রাতে প্রতিদ্বন্দ্বি কাউন্সিলর প্রার্থীর লাশ উদ্ধারের পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। নিহত দুই জনই স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।

নিহত কাউন্সিলর প্রার্থী বাবুর স্ত্রী ফজিলতুন্নেছা ইতি দাবি করেন, এটা পরিকল্পিত হত্যাকান্ড। বল্টু নিহত হবার পর বাবু তার স্ত্রীকে ফোন করে জানিয়েছিলো ‘আমি নিরাপদে যাচ্ছি’ কেউ বাড়ি এসে দরজা খুলতে বললে যেনো না খোলা হয়। এটাই ছিল স্ত্রীর সঙ্গে বাবুর শেষ কথা। এর কিছুক্ষন পরই বাবুল লাশ মেলে কুমার নদে।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, দুটি মৃত্যুর ঘটনায় এখনো কেউ মামলা করেনি। তাই গ্রেফতারও নেই। আইনশৃংখলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শহরের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।