শ্রীমঙ্গলে ‘লাল-ঘাড় ডোরা’ সাপ উদ্ধার

0
419
LAL-GAR-SENIX-DRO-1-P4

দ্রোহ অনলাইন ডেস্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল কলাবাজার থেকে বিপন্ন প্রজাতির একটি ‘লাল-ঘাড় ডোরা’ সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকালে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ এটি উদ্ধার করে নিয়ে আসে।

বন্যপ্রাণী ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, ‘হঠাৎ সাপটি দেখে লোকজন আতঙ্কিত হয়ে তাকে ফোন দেয়। পরে শ্রীমঙ্গল শহরের কলাবাজারে গিয়ে তিনি সাপটি নিয়ে আসেন। কলার ছড়ির ভেতরে করে সাপটি প্রাকৃতিক বন থেকে এখানে আসতে পারে।

তিনি আরও জানান, সাপটির ইংরেজি নাম রেড-নেক কিলব্যাক (Red-nack Keelback)। ‘লাল-ঘাড় ডোরা সাপ’ ছাড়াও বাংলায় একে ‘লাল-ডোরা সাপ’ বলে। এরা দিনেরবেলা বিচরণ করে। উত্তেজিত হলে গোখরা সাপের মতো মাথা উঁচু করে ফণা তুলতে পারে। এরা বিষধর এবং তাদের কামড়ে তীব্র বিষ লক্ষ্য করা যায়।

চট্টগ্রাম ও সিলেট বিভাগের মিশ্র চিরসবুজ বনের পরিত্যক্ত জলাশয়, আর্দ্র তৃণভূমি প্রভৃতিতে এদের দেখা যায়। এরা বিপন্ন প্রজাতি। শিগগিরই লাউয়াছড়া বনে সাপটি অবমুক্ত করা হবে বলে জানান বন্যপ্রাণী ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।