সাবেক মেয়র কামরান আর নেই

0
107
Kamran-Dro-15-p-1 (2)-compressed
সাবেক মেয়র কামরান

দ্রোহ অনলাইন ডেস্ক

সিলেট সিটি করর্পোরেশনের একাধিকবার নির্বাচিত সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান আর নেই।

রবিবার দিনগত গভীর রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করে বলে তার ছেলে ও ব্যক্তিগত সহকারী নিশ্চিত করেন। (ইন্নালিল্লাহি.. রাজিউন)।

সাবেক মেয়র কামরানের ছেলে ডাঃ আরমান আহমদ শিপলু তার পিতার মৃত্যু সংবাদ নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার বাবা সাবেক মেয়রকে ঢাকায় আনার পর চিকিৎসকরা তাকে ‘প্লাজমা থেরাপি’ দিয়েছিলেন। সিএমএইচে এ চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ৫ জুন ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সাবেক মেয়র কামরানের শরীরে করোনা শনাক্ত হয়। প্রথমে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। গত ৬ জুন সকালে বমি আর জ্বর নিয়ে তিনি নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। তবে বমি ও জ্বর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও শারীরিক অবস্থার কোন পরিবর্তন হয়নি।

পরে প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবাহিনীর একটি বিমানে কামরানকে ঢাকার সিএমএইচে নেওয়া হয়। সেখানে প্রাথমিক পর্যবেক্ষণের পর চিকিৎসকরা তার দেহে করোনাজয়ী একজনের শরীর থেকে সংগৃহিত ‘এ’ পজেটিভ রক্তের প্লাজমা থেরাপি দেওয়ার সিদ্ধান্ত নেন। এতে কামরানের শারীরিক অবস্থার একটু উন্নতি হয়।

রবিবার মধ্যরাতের পর থেকে কামরানের শারীরিক অবস্থার অবনতি হয়। করোনায় আক্রান্ত কামরান দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস, হার্টসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

প্রয়াত মেয়র কামরানের স্ত্রী মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসমা কামরানও করোনা আক্রান্ত। গত ২৭ মে আসমা কামরানের করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

আরও পড়ুন:

বনানী কবরস্থানে মায়ের পাশেই শায়িত হলেন নাসিম