সীমিত আকারে চলার অনুমতি পেল গণপরিবহন

0
91
bus-Dro-28-p-3-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকার ঘোষিত সাধরণ ছুটির শেষ হওয়ার পর দিন থেকে সীমিত আকারে গণপরিবহন চলার অনুমতিও দেওয়া হয়েছে।

সীমিত আকারের গণপরিবহন চালুর ব্যাপারে বুধবার রাতে নতুন সিদ্ধান্তে জানানো হয়। ৩১ মে থেকে সীমিত পরিসরে যাত্রীবাহী বাস, নৌযান ও ট্রেন চলবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিজ ব্যবস্থাপনায় সীমিত আকারে খুলতে পারবে। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্য বিভাগের ১৩ দফা মানতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান আপাতত বন্ধই থাকবে। তবে অনলাইন বা অন্যান্য ভার্চ্যুয়াল ক্লাস অব্যাহত থাকবে। বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী কর্মীরা কর্মস্থলে যাওয়া থেকে বিরত থাকবেন।

বুধবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই নির্দেশনা দিয়েছেন বলে জানান সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী জানান, ৬৭ দিনের সরকার ঘোষিত সাধরণ ছুটি শেষ হচ্ছে ৩০ মে। স্বাস্থ্যবিধি মেনে অর্থনৈতিক কর্মকান্ড সচল রেখে নাগরিক জীবনের সুরক্ষা নিশ্চিত করতে সীমিত আকারে অফিস-আদালতসহ গণপরিবহন খুলে দেওয়া হবে।