সীমিত পরিসরে অফিস চলবে ৩ আগস্ট অব্দি

0
106

দ্রোহ অনলাইন ডেস্ক

মহামারী করোনা পরিস্থিতি দিনের পর দিন অবনতি হওয়ায়, যেভাবে সীমিত পরিসরে অফিস চলছে, তা আগামী ৩ আগস্ট অব্দি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। মানুষকে সচেতন করতে স্বাস্থ্য সেবা বিভাগ এবং তথ্য মন্ত্রণালয় প্রচার-প্রচারণা চালাবে।

মঙ্গলবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

আরও দেখুন  বিল পরিশোধের তিন দিনের মাথায় রাস্তা গেলো নদীর জলে

প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে আদেশ জারি করা হবে বুধবার। করোনা ভাইরাসের বিস্তার রোধে ২৬ মার্চ থেকে দীর্ঘ ৬৬ দিনের লকডাউন তুলে নেবার পর ৩১ মে থেকে ১৫ জুন অব্দি সীমিত পরিসরে অফিস খোলার পাশাপাশি গণপরিবহনও চলাচালের অনুমতি দিয়েছে সরকার। পরে আরেক দফায় ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হয় সরকার ঘোষিত আদেশ। মঙ্গলবার এ সময় শেষ হচ্ছে তাই নতুন করে বুধবার ১ জুলাই থেকে এর মেয়াদ বৃদ্ধি করে ৩ আগস্ট অব্দি বর্ধিত করা ঘোষণা আসছে বলে জানান তিনি।