সুনামগঞ্জে সাংবাদিকে গাছে বেঁধে নির্যাতন

0
137
REPOTER-DRO-01-P2

দ্রোহ অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের তাহিরপুরে স্থানীয় এক সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে মারধর ও নির্যাতন করেছে সন্ত্রাসীরা। আহত সাংবাদিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে তাহিরপুর উপজেলার বাদাঘাট জাদুকাটা নদীর ঘাগটিয়া এলাকায় সাংবাদিক কামাল হোসেন এর উপর এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিক কামাল হোসেন দৈনিক সংবাদ ও সিলেটের আঞ্চলিক পত্রিকা দৈনিক শুভ প্রতিদিনের তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।

কামাল হোসেন জানিয়েছেন, তিনি সোমবার দুপুরে উপজেলার জাদুকাটা নদীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদের জন্য ছবি নিতে সেখানে গিয়েছিলেন। কাজ শেষে তিনি এলাকার একটি দোকানে বসে অন্যদের সঙ্গে কথা বলছিলেন। তখন ঘাগটিয়া গ্রামের মাহমুদুল ইসলাম, দীন ইসলাম ও রইস উদ্দিন গিয়ে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। পরে তারা তাকে ধরে এনে বাজারের একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন।

তিনি বলেন, দুপুর আড়াইটার বাদাঘাট ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাদাঘাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, তারা খবর পেয়ে কামাল হোসেনের পরিবারের সদস্যদের নিয়ে সেখানে গিয়েছিলেন। পরে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। তারা ঘটনাটি তদন্ত করে দেখেছেন।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে তিনি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।