সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস

0
118
SHED-BOUDHE-DROHO-13

দ্রোহ অনলাইন ডেস্ক

মুক্তিযুদ্ধে চুড়ান্ত বিজয়ের দুই দিন আগে ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের হাতে পরিকল্পিত হত্যাকা-ের শিকার বুদ্ধিজীবীদের স্মরণে সোমবার পালিত হতে যাচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

দেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, লেখক ও সাংবাদিকসহ অন্যান্য মেধাবী ব্যক্তিদের ১৯৭১ সালের এ দিনে বাড়ি থেকে অজ্ঞাত স্থানে ধরে নিয়ে নৃশংসভাবে নির্যাতন ও হত্যা করা হয়। পরে তাদের মরদেহ রাজধানীর রায়েরবাজার ও মিরপুরসহ বিভিন্ন বধ্যভূমিতে পাওয়া যায়।

পরাজয় নিশ্চিত জেনে ঠান্ডা মাথায় পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল বদর ও আল শামস সদস্যরা এ গণহত্যা চালায়। তাদের উদ্দেশ্য ছিল স্বাধীনতার পর বাংলাদেশ যাতে মেধাশুন্য হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।

করোনাা কারণে এ বছর ১৪ ডিসেম্বরের এ দুঃখজনক ঘটনার স্মরণে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন দিবসটি উপলক্ষে ভার্চুয়ালি সেমিনার ও আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। দিবসটির গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে।