স্পট পাটুরিয়া ঘাটঃপারাপারের অপেক্ষায় ৬শ’ ট্রাক

0
130
Untitled-2-samakal-Dro-24-7-p-15
সংগৃহিত ছবি

স্টাফ রিপোর্টার

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে পারাপারের অপেক্ষায় আছে ৬শ ট্রাক।

নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচলে একটু বেশি লাগার কারনে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গত তিনদিন ধরে প্রায় ৬শ’ ট্রাক পারাপারের অপেক্ষায় পথ চেয়ে আছে।

এ নৌ-রুটে বর্তমানে চলাচলকারী ১৬টি ফেরির মধ্যে ২টি বিকল হয়ে পড়ে থাকার দরুন ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারপার করা হচ্ছে বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন সূত্রে জানা গেছে।

পাটুরিয়া ঘাট এলাকায় যানজট দেখা দেওয়ায় বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কোচ পারাপার করায় পণ্যবাহী ট্রাক চালকদের ২-৩ দিন করে ঘাটেই থাকতে হচ্ছে।

মতিঝিল থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামী ট্রাক চালক আরমান শেখ জানান, তিনি বুধবার সকালে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচল ব্যহত ও যানবাহনের চাপ বৃদ্ধির কারণে ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। ঘাটে যানজটের কারণে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরির টিকিট পাননি তিনি।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, এ নৌ-রুটে ফেরি চলাচলে সময় বেশি লাগায় ঘাট এলাকায় গত কয়েক দিন ধরে ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।