হ্যাক সম্ভাবনায় সতর্ক করবে গুগল

0
117
DROHO-14-10-2020-P4
প্রতিকী ছবি

দ্রোহ ডেস্ক

বারংবার বদলাচ্ছেন পাসওয়ার্ড, তারপরেও হ্যাকারদের নিশানা থেকে মিলছে না ছুটকারা। আর গ্রাহকদের সেই সমস্যার কথা মাথায় রেখেই গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রক্ষার্থে নতুন ফিচার নিয়ে এল এই সার্চ ইঞ্জিন জায়ান্ট।

সম্প্রতি একটি ব্লগ পোষ্টে ক্রোমের সিনিয়র প্রডাক্ট ম্যানেজার আবদেলকরিম মার্দিনি লিখছেন,‘পাসওয়ার্ড হ্যাক হয়েছে কী না, তা জানার জন্য ক্রোম আপনার ইউজারনেম ও পাসওয়ার্ডগুলির একটি কপি বিশেষ এনক্রিপশনের মাধ্যমে গুগলকে পাঠায়। গুগল এই এনক্রিপটেড কপি থেকে আপনার ইউজারনেম বা পাসওয়ার্ড দেখতে না পারলেও, তা হ্যাক হয়েছে কী না তা সহজেই আপনাকে বলে দিতে পারবে। অ্যান্ড্রয়েড ও আইওএস-এর জন্য ক্রোম ৮৬ আপডেটে এই ফিচারটি উপলব্ধ। আর এরই সঙ্গে ক্রোম অ্যান্ড্রয়েডের জন্য সেফ ব্রাউজিংয়ের সুবিধাও আনছে। ম্যালওয়্যার অ্যাটাক এবং অন্যান্য ক্ষতিকারক ওয়েবসাইট থেকে কিছু ডাউনলোড করার হাত থেকে রক্ষা করবে। কী ভাবে? গুগল তার এই সেফ ব্রাউজিং সার্ভিসের সাহায্যে গ্রাহকের কাছে সব ডেটা পৌঁছে দেবে।