১ জানুয়ারি শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ

0
122
PRIMARY-ED-DROHO-29-P1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি শিক্ষার্থীদের নতুন বই তুলে দেওয়ার জন্য প্রাথমিকের সব শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

নির্দেশে বলা হয়েছে, অন্যান্য বছরের মতো ২০২১ সালের ১ জানুয়ারি প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শতভাগ শিক্ষার্থীর মাঝে নতুন বই তুলে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে সংশ্নিষ্টদের ওই দিন বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। তবে অসুস্থতা ও সন্তানসম্ভবা শিক্ষকদের উপস্থিত থাকতে হবে না।

সোমবার প্রকাশিত অধিদপ্তরের চিঠিতে বিভাগীয় উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়।