২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

0
97
Corona-Dro-28-p-5
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশে শেষ ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে।

২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৪০ জন। দেশে করোনায় একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ যাবৎ করোনায় মোট মৃতের সংখ্যা ৬৫০ জনে পৌঁছাল। নতুন করে মারা যাওয়া ৪০ জনের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ৭ জন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা জানান,
গত চব্বিশ ঘণ্টায় ২ হাজার ৫৪৫ জনের শরীরে নতুন করে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ১৫৩ জনে পৌঁছালো। একই সময়ে ৪০৬ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সর্বমোট ৯ হাজার ৭৮১ জন সুস্থ হয়েছেন।

তিনি আরও বলেন, দেশের ৫২টি ল্যাবে ১১ হাজার ৮৭৬ জনের করোনা পরীক্ষা করা হয়। এ অব্দি পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯৪০টি নমুনা। দেশে সুস্থতার হার ২০ দশমিক ৭৪ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ।