৯ আগস্ট একাদশ শ্রেণিতে ভর্তি শুরু

0
108
admission-Dro-19-7-p-13
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি ২০২০-২০২১ শিক্ষাবর্ষে দেশের কলেজ গুলোতে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম ৯ আগস্ট শুরু হচ্ছে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

রবিবার শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সভাপতিত্বে এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত হয়। ভর্তির যাবতীয় তথ্য মিলবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে।

আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের

মহামরী করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর ৩১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল দেওয়া হলেও মহামারী পরিস্থিতির উন্নতি না হওয়ায় একাদশ শ্রেণিতে ভর্তি পিছিয়ে যায়।

এ বছর সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ, যা গতবছর থেকে দশমিক ৬৭ শতাংশ বেশী। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন, আগের বছর পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।

আরও দেখুন–খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

এবার এসএসসি-সমমান পরীক্ষায় ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন পাস করেছে। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্যমতে, সারাদেশে উচ্চ মাধ্যমিকে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে মোট ১৮ লাখ ৪৬ হাজার ৭৬৫টি আসন রয়েছে। এর মধ্যে সাধারণ শাখায় রয়েছে প্রায় ১৩ লাখ। মাদ্রাসায় রয়েছে এক লাখ আট হাজার। এই সংস্থাটির দেওয়া তথ্যমতে, এ বছর অনেক আসন খালি থেকে যাবে।

ঢাকা শিক্ষাবোর্ডের হিসাব বলছে, সারাদেশের কলেজ, কারিগরি ও মাদ্রাসা মিলিয়ে প্রায় সাড়ে চার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে মোট আসন সংখ্যা ১৯ লাখ ৬৬ হাজার। আর এবার পাস করেছে মোট ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন। সে হিসেবে উচ্চ মাধ্যমিকে আসন ফাঁকা থাকবে দুই লাখ ৭৫ হাজার ৫৭৭টি।