শ্রীপুরে ঈদ জামাত ও বাড়িতে হামলা

0
122
Magura-Dro-26-p-3-compressed
প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্থ বাড়ি ঘর।

দ্রোহ অনলাইন ডেস্ক

মাগুরার শ্রীপুর উপজেলায় ঈদের নামাজ নিয়ে প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শতাধিক বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কমপক্ষে ৫০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে।

উপজেলার শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান মোতাসসিম বিল্লাহ সংগ্রাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গ্রামবাসী আসাদ শেখ বলেন, সকালে পূর্ব পরিকল্পিতভাবে ঈদের নামাজ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটা-কাটির ঘটনা ঘটে। এ সময় শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান মোতাসসিম বিল্লাহ সংগ্রামের সমর্থকেরা প্রতিপক্ষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির মোল্লার সমর্থকদের বাড়িতে আক্রমণ করে।

এক পর্যায়ে ঈদের নামাজে দাঁড়ানো মুসল্লিদের উপর প্রতিপক্ষ হামলা করে। এ হামলায় আবু তালেব, ওসমান, ফুয়াদসহ কমপক্ষে ১০ জনকে কুপিয়ে আহত করে হামলাকারীরা। এ সময় প্রায় শতাধিক বাড়িঘর ভাংচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ অন্তত ৫০ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি চালায়। ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে।