রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Home Blog Page 5

অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ভাতের হোটেল পুড়িয়ে দিলো এলাকাবাসী

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার ১১ মাইলে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে পার্শ্ববর্তী চারটি ভাতের হোটেল পুড়িয়ে দিয়েছেন এলাকাবাসী। অভিযোগ রয়েছে, এসব হোটেলে ভাতের ব্যবসার আড়ালে অসামাজিক কার্যকলাপ করা হতো।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার (৬ এপ্রিল) বিকালে একদল এলাকাবাসী ওই এলাকার চারটি ভাতের হোটেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। টিনের বেড়া ও চালা দিয়ে নির্মিত ঘরগুলো মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ বলছে, প্রায় দুই বছর ধরে এখানে প্রকাশ্যে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়ে আসছিল। কয়েক দফা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্কও করা হয়েছে। কয়েকদিন আগেও চারজনকে ধরে চালান দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন, ‘এলাকার যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছিল। যারাই এই কাজ (ভাঙচুর-অগ্নিসংযোগ) করেছেন ভালো করেছেন। প্রশাসনের নাকের ডগায় অনৈতিক কাজ হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

যে চারটি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে তার মালিক ওই এলাকার শেকম মন্ডল, জাহাঙ্গীর মন্ডল, হারুন বিশ্বাস ও ওহেদ। কথা বলার জন্য তাদের খুঁজে পাওয়া যায়নি।

আরও পড়ুন – রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামত আলী গ্রেপ্তার

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, কিছুদিন আগেও এসব হোটেল থেকে চার নারীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া হোটেল মালিকদের পঞ্চাশোর্ধ্ব নারীদের হোটেলের কাজে রাখার বিষয়েও বলা হয়। রমজানে হোটেলগুলো বন্ধ ছিল।

আরও পড়ুন – হাত পাখা

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ দেখে কারা ভাঙচুর চালিয়েছেন তা শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন – শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি

রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামত আলী গ্রেপ্তার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজবাড়ী-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) রাজধানী ঢাকার মহাখালী থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তার বিরুদ্ধে ঢাকা ও রাজবাড়ীতে একাধিক মামলা রয়েছে। এর যেকোনো একটি মামলা তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার (৭ এপ্রিল) আদালতের সোপর্দ করা হবে।

আরও পড়ুন – হাত পাখা

গত ৩১ আগস্ট কাজী কেরামত আলী, তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন – শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি

রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন সদর উপজেলার কাউরিয়া গ্রামের বাসিন্দা ও কোটা সংস্কার আন্দোলনের অংশগ্রহণকারী রাজিব মোল্যা। মামলায় আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন – খোকসায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে বিএনপির দুই নেতা আহত

হাত পাখা

0

তালপাতার হাত পাখা নিয়ে গ্রাম বাংলায় নানা স্তুতিবাক্য রয়েছে। গরমের দিনে তালপাতার পাখা কাছে না পাওয়া বন্ধুর সাথে তুলনা করেছেন অনেকেই। এক দিকে তাপদাহ, অন্যদিকে পল্লী বিদ্যুতের লোডসেডিং বেড়েছে। ফলে বাজারে তালপাতার হাত পাখার চাহিদা বাড়ছে। পাইকারী বিক্রেতার কাছ থেকে এক ব্যবসায়ী পাখা কিনছেন। রবিবার দুপুরে খোকসার প্রধান বাজার থেকে তোলা ছবি।

আরও পড়ুন – শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি 

আরও পড়ুন – খোকসায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে বিএনপির দুই নেতা আহত

আরও পড়ুন – খোকসা ব্লাড ডোনার্স সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এক ব্যক্তিকে গণপিটুনি দেয়া হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) বেলা ১২টার দিকে এ ঘটনায় স্থানীয়রা এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর দেওয়া হলে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, গণপিটুনির শিকার ছবির শেখের (৪৫) বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ ছিল। ধর্ষণ মামলায় তিনি দীর্ঘদিন জেলও খেটেছেন। ছবির মিরপুর উপজেলার নওদাপাড়া এলাকার খবির শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পাঁচ বছরের দুই শিশু বাড়ির পাশে নদীতে কচুরিপানা নিয়ে খেলছিল। এ সুযোগে ছবির শেখ এক শিশুকে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়।

আরও পড়ুন – খোকসায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে বিএনপির দুই নেতা আহত

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ছবিরকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে ছবিরকে আটক করে নিয়ে যায়।

আরও পড়ুন – খোকসা ব্লাড ডোনার্স সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ওসি মমিনুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন -’ ভাই-ভাতিজার হামলায় আহত শহিদুল মারা গেছেন

খোকসায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে বিএনপির দুই নেতা আহত

0
আহত উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান রাজিব

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপির নেতাদের মধ্যে দফাই দফাই হামলা পাল্টা-হামলায় দুই নেতা আহত হয়েছেন। আহত এক নেতার অভিযোগ নেই। তিনি বললেন “ আমারা একই দলের লোক। ওরা ছোট ভাই মানুষ। আজ গন্ডোগোল হয়েছে কাল ঠিক হয়ে যারে”।

রবিবার দুপুরে উপজেলার খোকসা ইউনিয়নের মোড়াগাছায় জমি মাপা কেন্দ্র করে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান রাজিবের উপর হামলা করে প্রতি পক্ষ ইউনিয়ন বিএনপির এক নেতার সমর্থকরা। এ হামলার ঘটনা কেন্দ্র করে খোকসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাইসারুল আলম সৈয়ুদ বিশ্বাসের হামলা করে প্রতিপক্ষ। এ সময় তিনি উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। ভাংচুর করা হয় তার ব্যবসা প্রতিষ্ঠানটি। পৃথক ঘটনায় আহত যুবদল ও বিএনপি নেতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় যুবদল নেতার পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে। তবে প্রতিপক্ষ এ নিয়ে কথা বলতে রাজি হয়নি।

প্রতিপক্ষের ভাংচুর করা বিএনপি নেতা কাইসারুল আলম সৈয়ুদের ব্যবসা প্রতিষ্ঠান।

হাসপাতালে চিকিৎসাধীন উপজেলা যুবদল নেতা যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান রাজিব জানান, তিনি তার ইউনিয়নের সাবেক এক মহিলা মেম্বর ও বর্তমান মেম্বরের বিবাদমান জমি মেপে সমাধান করার উদ্যোগ নিই। কিন্তু এ ঘটনায় খোকসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাইসারুল আলম সৈয়ুদ বিশ্বাসের লোকজন তার উপর হামলা করেন। হাসমলা কারী তাকে আটকে শরীরের বিভিন্ন স্থানে বস্তা সেলাই করার ভ্রমর বিধিয়ে দিয়ে নির্যাতন করেছে। তার উপর হামলা কারীরা প্রত্যেকে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এসেছিল। হামলায় তার শরীরে কমপক্ষে ১০ সেলাই দিতে হয়েছে।

যুবদল নেতা রাকিবুল হাসান রাজিব আরও জানান, রাজনৈতিক বিরোধের জের ধরে তাকে হত্যার পরিকল্পনায় হামলা করা হয়। তার স্ত্রী বাদি হয়ে থানায় মামলা দিতে গেছেন।

আরও পড়ুন – খোকসা ব্লাড ডোনার্স সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাসপাতালে চিকিৎসাধীন খোকসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাইসারুল আলম সৈয়ুদ এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি। তিনি বললেন “ আমারা একই দলের লোক। ওরা ছোট ভাই মানুষ। আজ গন্ডোগোল হয়েছে কাল ঠিক হয়ে যারে”।

আরও পড়ুন – ভাই-ভাতিজার হামলায় আহত শহিদুল মারা গেছেন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আয়শা খাতুন বলেন, দুইজনের অবস্থা বেশ গুরুতর। তারা ভর্তি আছেন। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষন করা হচ্ছে।

আরও পড়ুন – খোকসায় ধর্ষীত শিশুর বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাঈনুল ইসলাম জানান রাত সাড়ে ৯টা পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা।

খোকসা ব্লাড ডোনার্স সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা ব্লাড ডোনার্স সোসাইটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

শনিবার সকালে খোকসা উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ আবির হোসেন সোহাগ, খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম, বিশ্বজিৎ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুমন আজিম।

আরু পড়ুন – ভাই-ভাতিজার হামলায় আহত শহিদুল মারা গেছেন

অনুষ্ঠান শেষে সংগঠনের নিয়মিত রক্তদাতা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আরু পড়ুন –খোকসায় ধর্ষীত শিশুর বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভাই-ভাতিজার হামলায় আহত শহিদুল মারা গেছেন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক বিরোধের জেরে আপন ছোট ভাই ও ভাতিজার হামলার আহত হওয়ার ৪২ দিন শহিদুল বিশ্বাস (৬০) মারা গেছেন।

থানা পুলিশ বলছে, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে শহিদুল নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়।

শনিবার (৫ এপ্রিল) বিকালে নিজ বাড়িতে মারা গেছেন হামলায় আহ শহিদুল। সে উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামের বাসিন্দার ছিলেন।

স্থানীয় ও অভিযোগ সুত্রে জানাযায়, গত ২৩ ফেব্রæয়ারি রাতে বাড়ির ভেতর দিয়ে পানি গড়ানোকে কেন্দ্র করে শহিদুল বিশ্বাসের সঙ্গে তার ছোট ভাই জাহাঙ্গীর (৫৫) ও ভাতিজা সুইট (২৮), সিয়াম (২৫) সহ আরও চারজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা শহিদুল ও তার পরিবারের সদস্যদের ওপর ধারালো অস্ত্র, লাঠি, রড ও হাতুড়ি দিয়ে হামলা চালায়। এতে শহিদুল বিশ্বাস গুরুতর আহত হন। তার ডান চোখের পাশে ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবণতি হলে শহিদুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে ১৫ দিন আগে তিনি বাড়ি ফেরেন।

তবে হামলার ঘটনার পরদিন, ২৪ ফেব্রæয়ারি শহিদুলের আরেক ভাই আকবর আলী (৫১) দৌলতপুর থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ ১ মার্চ অভিযোগটি আমলে নিয়ে মামলা রেকর্ড করে এবং কয়েকজনকে আটক করে। তবে বর্তমানে অভিযুক্তরা জামিনে রয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন – খোকসায় ধর্ষীত শিশুর বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান, “আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ডাক্তারি প্রতিবেদন ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়। তবে পারিবারিক বিরোধের জেরে আগেই একটি মামলা হয়েছে, যা তদন্তাধীন রয়েছে।”

খোকসায় ধর্ষীত শিশুর বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় রাতে নিরাপদে বাড়ি পৌচ্ছে দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে পথমধ্যে ধর্ষীত ৮ বছরের শিশুর বাবার শেষ আশ্রয় বসত বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ একজনকে থানায় এনে জিজ্ঞাসাবারদ করছে। ঘর পোড়ানোর ঘটনায় নতুন আর একটি মামলাও হয়েছে।

গত শুক্রবার গভীর রাতে আকষ্মিক আগুনে ভষ্মে পরিনত হয় ধর্ষীতা শিশুর মাথাগোজার একমাত্র টিনের ছাপড়া ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। বাড়িতে না থাকায় জীবন রক্ষ পেয়েছে গোটা পরিবারের সদস্যদের।

খোকসা থানা পুলিশ বলছে, ধর্ষীতার বাবার ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষন মামলার আসামীর ছেলে তারেক কাজীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতোমধ্যে অগ্নি সংযোগের ঘটনায় আর একটি মামলা হয়েছে।

শনিবার সন্ধ্যায় গোপগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খদ্দোসাধুয়া গ্রামে সরেজমিন গিয়ে ধর্ষীত ৮ বছরের শিশু ও তার মা কে পাওয়া যায়নি। মাথা গোজার একমাত্র ছাপড়া ঘর ও পাশের রান্নার জায়াগার খুপড়ি ঘরটির সব পুড়ে গেছে। সামান্য কিছু বাঁশের খুটি দাঁড়িয়ে আছে। ঘরের মাঝখানে কিছু বিছনা বালিশের আংশিক পোড়া অবস্থায় পরে আছে।

শিশুটির বৃদ্ধা দাদি জানান, রাতে তারা সবাই ছোট ছেলের ঘরে ঘুমিয়ে ছিলেন। পাশের বাড়ির অনুষ্ঠানের লাইটের লোকরা দূর থেকে আগুন দেখে চিৎকার করে। এ সময় গ্রামের মানুষ এগিয়ে এসে আগুর নেভায়। আগুন লাগার সময় ঘরে কেউ ছিলেন না।

তিনি আরও দাবি করেন, তার ৮ বছরের নাতিন ধর্ষন হয়েছে। এ নিয়ে মামলা হয়েছে। ওই মামলার একমাত্র আসামী আফজাল কাজীর লোকজন আগুন দিতে পারে। আবার অন্য কেউ আগুন দিতে পারে।

শিশুটির চাচা বলেন, কয়েকদিন ব্যস্ত থাকায় শুক্রবার সন্ধ্যা রাতেই ঘুমিয়ে পরেন। পরে লোজনের শোর-চিৎকারে তিনি জেগে দেখেন তার ভাইয়ের আর কিছুই নাই। সবই পুড়ে ছাই হয়ে গেছে।

গোপগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর সোবাহান আলী জানান, কেউ আগুন ধরিয়ে দিয়েছে। তা ছাড়া ওই বাড়িতে গভীর রাতে আগুন লাগবে কি করে। তিনিও ওই শিশু ধর্ষনের বিচার দাবি করে। এ নিয়ে নানা মুখি সড়যন্ত্র চলছে বলেও তিনি মন্তব্য করেন।

ঘটনা স্থলে দায়িত্বরত পুলিশের এসআই তারিকুল ইসলাম বলেন, তারা এলাকায় শন্তি রক্ষায় কাজ করছেন। এ ব্যাপারে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করেছেন। বাঁকি টুকু ওসি সাহেব বলতে পারবেন।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাঈমুল ইসলাম বলেন, ধর্ষন ঘটনা শোনার কয়েক ঘন্টার মধ্যে ধর্ষক আফজাল কাজীকে খোকসা রেল ষ্টেশন থেকে আটক করা হয়। মামলা হয়। শনিবার শিশুটির ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে। হঠাৎ করে ধর্ষীতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে শোনা মাত্র সেখানে গিয়ে তারেক কাজী নামের এক সন্ধেহ ভাজনকে থানায় এনে জ্ঞিাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পৃথক মামলা রেকর্ড করে তদন্ত করা হচ্ছে। দোষীরা পার পাবে না।

উল্লেখ্য, মঙ্গলবার (১ এপ্রিল) দিনগত রাতে খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের খদ্দোসাধুয়া গ্রামে ৮ বছরের শিশু ধর্ষনের ঘটনা ঘটে। প্রায় ২০ ঘন্টা পর বুধবার (২এপ্রিল) সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হয়। রাতেই ক্ষুদ্ধ গ্রামবাসী ধর্ষককে গ্রেপ্তারের দাবিতে তার (ধর্ষকের) বাড়ি ঘেরাও করে। এ সময় ধর্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন – প্রেরণা

মঙ্গলবার সকালে ৮ বছর বয়সী ওই শিশুসহ বেশ কয়েকজনকে পেঁয়াজ কাটার জন্য আফজাল কাজী তার বাড়িতে ডেকে নিয়ে যায়। অন্য শিশুরা দিনের ভাগে বাড়ি ফেরে। তবে ৮ বছর বয়সী ওই মেয়ে শিশুটি পেঁয়াজ কাটতেই থাকে। রাত ৮ টার দিকে শিশুকে নিরাপদে বাড়ি পৌচ্ছে দেওয়ার কথা বলে আফজাল কাজী তাকে নিয়ে রওনা হয়। পথের মধ্যে রাস্তার পাশে নির্জন স্থানে শিশুটিকে ধর্ষন করে বৃদ্ধ আফজাল কাজী। পরে তাকে (শিশুকে) নিজ বাড়িতে পৌচ্ছে দিয়ে যায় ধর্ষক নিজে।

প্রেরণা

0

নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে দশ বছরের ধারাবাহিকতায় এবারও ঈদুল ফিতরে আন্তঃ ব্যাচ ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত হয়ে গেলে। ২০০১ থেকে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের ১৯টি ব্যাচ এই আন্তঃ ব্যাচ ক্রিকেট এ টুনামেন্টে অংশ গ্রহন করে। শুক্রবার বিকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুনামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচ শেষে চাম্পিয়ন ও রানার আপ দলসহ সেরা খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন। এ সময় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান লিটন ও খোকসা যুব সংঘের সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান রাজুসহ ক্রিড়া সংগঠক এবয় আয়োজকরা উপস্থিত ছিলেন। প্রতিবছর দুটি ঈদে খোকসা স্টুডেন্টস আ্যাসোসিয়েশন ঢাকা’র আয়োজনে ১৯টি ব্যাচের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন সৃষ্টির লক্ষে এ আয়োজন করা হয়ে থাকে। সফল আয়োজন দৃঢ় করেছে ভ্রাতৃত্বের বন্ধন। এটি একটি প্রেরণা হয়ে উঠেছে।

আরও পড়ুন –  রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি লাগালো দুর্বৃত্তরা

আরও পড়ুন – ঝিনাইদহে বাস ভাড়া নিয়ে নৈরাজ্য, কর্মস্থলে ফেরত যাত্রীরা শিকার

রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি লাগালো দুর্বৃত্তরা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী সীমান্তে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালো রঙের কালি লাগিয়ে চিত্র বিকৃতি করে দিয়েছে দুর্বৃত্ত¡রা। এছাড়াও নামের বানানও বিকৃতি করা হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাতে সোস্যাল মিডিয়ায় কালি লাগানো একটি ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন রবীন্দ্র ভক্তবৃন্দ। তবে কে বা কারা কবে কখন এ ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি।

শুক্রবার দেখা যায়, আঞ্চলিক মহাসড়কের পূর্বপাশে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরাল। ম্যুরালে থাকা কবির ছবির মুখমন্ডল কালো রঙে ঢাকা। রবীন্দ্রনাথ ও ঠাকুর বানান দুটিও বিকৃতি করা। দীর্ঘদিন ধরে রক্ষাণাবেক্ষণের অভাবে ম্যুরাল চত্বরটিতে জন্মেছে আগাছা ও লতাপাতা। চটে গেছে রঙ। সিসি ক্যামেরা স্থাপন করা থাকলেও বেশ কিছুদিন ধরে তা অকেজো। ঘটনাস্থল পরিদর্শন করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার।

এসময় সহকারী কমিশনার বিজয় কুমার জোয়ার্দার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কে বা কারা কখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি লাগিয়েছে তা জানা যায়নি। অপরাধীদের আইনের আওতায় আনা হবে। এছাড়াও খুব দ্রæতই ম্যুরালটির সংস্কার কাজ করা হবে।

জানতে চাইলে স্থানীয় কবি ও সাহ্যিতিক লিটন আব্বাস বলেন, রবীন্দ্রনাথ নয়, এ কালি পুরো বাঙালি জাতির মু্েখ লেগেছে। কে বা কারা কি উদ্দেশ্যে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে প্রকাশ্যে আনার দাবি তাঁর।

কুমারখালীর রবীন্দ্র গবেষক ও ভক্ত রেফুল করিম আক্ষেপ করে বলেন, যে স্থানে বসে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্য গ্রন্থের সিংহভাগ রচনা করেছিলেন। সেখানের মানুষের বিকৃত মস্তিষ্ক উদ্ভাসিত হল কিভাবে?

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন – ঝিনাইদহে বাস ভাড়া নিয়ে নৈরাজ্য, কর্মস্থলে ফেরত যাত্রীরা শিকার

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, ঈদের ছুটিতে দুর্বৃত্তরা হয়তো এ ঘটনা ঘটাতে পারে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

জামায়াতে ইসলামীর উলামা সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জামায়াতের উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া উলামা বিভাগের আয়োজনে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত...

 খোকসার একই ব্যক্তি দুই পদে চাকরি করছেন

স্টাফ রিপোর্টার একই ব্যক্তি মাধ্যমিক শিক্ষার উন্নয়ন প্রকল্প ও একটি মাদ্রাসায় আরবি প্রভাষক পদে চাকরি করে চলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে যোগসাযোসে...

যৌথ অভিযানে ১৪টি দেশীয় পাখি উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় বন বিভাগ ও বিবিসিএফ এর যৌথ অভিযানে খাঁচাবন্দি ১৪টি দেশি পাখি উদ্ধার হয়েছে। পাখিগুলোর মধ্যে রয়েছে-একটি ঝুঁটি শালিক,...

তিন ভারতীয় চোরাকারবারি আটক, মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়াার দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তিন ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ৬৯ বোতল...

গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সদর উপজেলার দূর্বাচারায় এক বিএনপি নেতার বাড়িতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা...