রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Home Blog Page 699

দৃশ্যমান হল পদ্মা সেতুর ৪ হাজার ৩৫০ মিটার

0

দ্রোহ অনলাইন ডেস্ক
পদ্মাসেতুর ২৯তম স্প্যান বসানো হয়েছে। এতে করে মূল সেতুর ৪ হাজার ৩৫০ মিটার দৃশ্যমান হলো। সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে স্প্যানটি বসানোর কাজ সুষ্ঠুভাবে শেষ হয়। ২৮তম স্প্যান বসানোর ২৩ দিনের মাথায় এটি বসানো হলো।

পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের স্প্যান বসানোর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকায় সেতুর ২৯তম স্প্যানটি সকালে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পিলার-১৯ এবং ২০ এর উপর সঠিকভাবে স্থাপন করা সম্ভব হলো।

এর আগে রোববার সকাল ৮টার দিকে মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নেওয়া হয় পদ্মাসেতুর ১৯ ও ২০ নম্বর পিলারের কাছে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে।

তিনি জানান, পদ্মাসেতুতে আর বাকি থাকলো মাত্র ১২টি স্প্যান স্থাপনের কাজ।

মূল সেতুটি নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়।

বাংলাতে VFX টিউটোরিয়াল!

0

এটি বাংলা ভিডিও টিউটোরিয়াল। এই ভিডিওতে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি ব্যবহার করে VFX টিউটোরিয়াল দেখানো হয়েছে..ভিডিও দেখার পর যদি বুঝতে সমস্যা হয় তাহলে ইউটিউবে ভিডিও টার নিচে টিউমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলে Subscribe করবেন প্লীজ।

ইন্টারনেটে আপনি কি নিরাপদ ? ভিডিও

0

এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে ইন্টারনেটে আপনি নিরাপদ থাকবেন..

ভিডিও দেখার পর যদি বুঝতে সমস্যা হয় তাহলে ইউটিউবে ভিডিও টার নিচে টিউমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলে Subscribe করবেন প্লীজ।

ব্লুটুথ ব্যবহার করে মোবাইলে অডিও ভিডিও রেকর্ড করুন

0

লিখে কিংবা স্ক্রীন শট দিয়ে এ ধরনের টিউটোরিয়াল বুঝানো সম্ভব না কাজেই ভিডিও টিউটরিয়াল বানালাম। সব পর্বেই আমি এই একই কথা লিখি! কারণ আমি ভিডিও টিউটোরিয়াল বানাতেই বেশি পছন্দ করী।
ভিডিও দেখার পর যদি বুঝতে সমস্যা হয় তাহলে ইউটিউবে ভিডিও টার নিচে টিউমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলে Subscribe করবেন প্লীজ।

সেরা ভিডিও এডিটিং সফটওয়্যার

0

লিখে কিংবা স্ক্রীন শট দিয়ে এ ধরনের টিউটোরিয়াল বুঝানো সম্ভব না কাজেই ভিডিও টিউটরিয়াল বানালাম। সব পর্বেই আমি এই একই কথা লিখি! কারণ আমি ভিডিও টিউটোরিয়াল বানাতেই বেশি পছন্দ করী।
ভিডিও দেখার পর যদি বুঝতে সমস্যা হয় তাহলে ইউটিউবে ভিডিও টার নিচে টিউমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলে Subscribe করবেন প্লীজ।

জামায়াত নেতাদের নিয়ে গঠিত দল ‘সন্দেহের ঊর্ধ্বে নয়’

0

করোনা মহামারির মধ্যেও জামায়াতে ইসলামীর মতো বাংলাদেশের স্বাধীনতা-মুক্তিযুদ্ধ ও সমাজ-প্রগতি বিরোধী একটি দলের সাবেক নেতাকর্মীদের হাতে নতুন একটি দলের আত্মপ্রকাশ কখনোই সন্দেহের ঊর্ধ্বে যেতে পারে না। এমনটি জানিয়েছে সেক্টর কমান্ডারস্ ফোরাম।

রোববার (০৩ মে) গণমাধ্যমে পাঠানো সেক্টর কমান্ডরস্ ফোরাম- মুক্তিযোদ্ধা’৭১ এর প্রচার সম্পাদক মাহমুদুল ইসলাম জেমস্ স্বক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশসহ সারাবিশ্বে ভয়াবহ করোনা মহামারির এ দুর্যোগপূর্ণ সময়ে স্বাধীনতাবিরোধী সংগঠন জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে আসা ও বহিষ্কৃতদের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াটি কখনোই একটি সুস্থ ও স্বাভাবিক আচরণ বলে ভাবার সুযোগ নেই।’

বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও সাবেক সচিব সোলায়মান চৌধুরীকে আহ্বায়ক এবং দল থেকে বহিষ্কৃত ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মন্জুকে সদস্য সচিব করে গত ২ মে ‘আমার বাংলাদেশ পার্টি’ নামের একটি নতুন দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, ‘অকার্যকর রাষ্ট্রের পুনর্গঠন’-এর উদ্দেশ্যে ‘নতুন রাজনীতির’ প্রয়োজনে দলটির আত্মপ্রকাশ ঘটানো হয়েছে।

ফোরাম মনে করে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেকোনো দল ও মতের মানুষ নির্বিঘ্নে তাদের রাজনীতি চর্চার অধিকার রাখেন। কিন্তু বাংলাদেশের স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর মতো মুক্তিযুদ্ধ ও সমাজ-প্রগতিবিরুদ্ধ একটি দলের সাবেক নেতাকর্মীদের হাতে ভয়াবহ মহামারির সময়ে একটি দলের আত্মপ্রকাশ কখনোই সন্দেহের ঊর্ধ্বে যেতে পারে না। বিশেষত এই দলের প্রকাশ্য নেতাদের অনেকেই যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধীদের বিচার প্রক্রিয়ায় শীর্ষ আভিযুক্তদের পক্ষে আইনি সহায়তার কাজে যুক্ত ছিলেন।

ফোরামের নেতৃবৃন্দ বলেন, জামায়াতে ইসলামীর সাবেক এই নেতৃবৃন্দ সত্যিকারের বোধোদয় থেকে নতুন রাজনৈতিক দল গঠন করেছে, নাকি কৌশলগত কারণে নতুন মোড়কে রাজনীতির মঞ্চে প্রবেশ করতে চাইছে, সে ব্যাপারে সকল সচেতন মহলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

বিবৃতিতে স্বাক্ষর করেন সেক্টর কমান্ডারস্ ফোরামের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ, মহাসচিব হারুন হাবীবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে আসা এবং দলটির বহিষ্কৃতদের সমন্বয়ে শনিবার (২ মে) ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’- এবি পার্টি নামের সংগঠনটি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে।

চিন্তার স্বাধীনতার বাহনই গণমাধ্যমের স্বাধীনতা

0

গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে জড়িয়ে আছে মানবপ্রগতির ধারা। জীবন ও জগতকে জানার স্বাধীনতা থেকেই জন্ম নেয় চিন্তার স্বাধীনতা। চিন্তার স্বাধীনতার কারণে মানবজাতির উৎকর্ষতা ও অগ্রগতি নিশ্চিত হয়েছে। চিন্তার স্বাধীনতার বাহনই হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা।

রোববার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রতি বছর ৩ মে সারা বিশ্বে এই দিবসটি পালিত হয়ে। তামাম দুনিয়াজুড়ে করোনা ভাইরাসের এই দুর্যোগে মানবজাতি হতচকিত সন্ত্রস্ত। এই ভয়াল পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন সাংবাদিকরা। বাংলাদেশে এই দিবসটির গুরুত্ব খুবই অর্থবহ।

‘গণমাধ্যমের স্বাধীনতা সার্বজনীন এক দাবি। গণতন্ত্র, মানবতা, ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নিতে হবে। এ বছরেরওয়ার্ল্ড প্রেস ফ্রিডমের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘ভয় বা পক্ষপাতিত্ববিহীন সাংবাদিকতা’। এবারের এই স্লোগান ঘিরে বাংলাদেশে গড়ে উঠুক ভয়ভীতিহীন স্বাধীন সাংবাদিকতার ভিত্তিভূমি।

বিএনপি মহাসচিব বলেন, করোনা দুর্যোগেও জীবনের ঝুঁকি উপেক্ষা করেই নাগরিকদের বস্তুনিষ্ঠ তথ্যপ্রাপ্তি নিশ্চিত ও জনসচেতনতা বৃদ্ধিতে সাহসী ভূমিকা পালন করছেন সাংবাদিকরা। ইতোমধ্যে কোভিড ১৯ এ দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন মারা গেছেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

তিনি বলেন, ইতোমধ্যে অনেক সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। কর্মহীন দুস্থদের ত্রাণ বিতরণে ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্টদের দুর্নীতির-সংবাদ সংগ্রহ ও প্রকাশে গণমাধ্যমকর্মীদের বিভিন্নভাবে বাধা, হয়রানি ও নির্যাতন, ডিজিটাল নিরাপত্তা আইনের যথেচ্ছ অপপ্রয়োগের মাধ্যমে সংবাদ প্রকাশ থেকে বিরত রাখাও সাংবাদিকদের সেল্ফ সেন্সরশিপে বাধ্য করার প্রয়াস চলছে।

গণমাধ্যম সাংবাদিকদের স্বাস্থ্যনিরাপত্তা ও নিয়মিত বেতনভাতার পাশাপাশি আপদকালীন ঝুঁকিভাতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।

যে সিনেমার জন্য সত্যজিৎ মহারাজা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

উপমহাদেশের গন্ডি ছাড়িয়ে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম পথিকৃৎ পরিচালক সত্যজিৎ রায়। আন্তর্জাতিক আঙিনায় বাংলা চলচ্চিত্রকে প্রতিষ্ঠা করেছেন। তিনি বিংশ শতাব্দীর একজন সেরা পরিচালক। ২ মে সিনেমার এ মহারাজার জন্মদিন ছিল। বিশেষ দিনে তার সেরা পাঁচটি ছবি নিয়ে এ আয়োজন। যে ছবিগুলো এখনও কালজয়ী হিসেবে দেখছেন চলচ্চিত্রের মানুষরা।

পথের পাঁচালী
সত্যজিৎ রায়ের অন্যতম কালজয়ী সৃষ্টি পথের পাঁচালী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি পথের পাঁচালী সত্যজিতের পরিচালিত প্রথম চলচ্চিত্র। সিনেমাটি মুক্তি পায় ১৯৫৫ সালের ২৬ আগস্ট। এতে অভিনয় করেছেন কানু বন্দ্যোপাধ্যায়, করুণা বন্দ্যোপাধ্যায়, রুমকি বন্দ্যোপাধ্যায়, সুবীর বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এটি অপু ত্রয়ীর প্রথম সিনেমা। এই চলচ্চিত্রের অভিনেতারা সেই অর্থে জনপ্রিয় তারকা ছিলেন না। অন্য কলাকুশলীরাও যথেষ্ট অনভিজ্ঞ ছিলেন। কিন্তু তা সত্ত্বেও পথের পাঁচালী সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়াতে সম হয়। বাংলার এক প্রত্যন্ত গ্রামাঞ্চলে অপু ও তার পরিবারের জীবনযাত্রার কথাই পথের পাঁচালী সিনেমার মুখ্য বিষয়। স্বাধীন ভারতে নির্মিত আন্তর্জাতিক খ্যাতি অর্জনকারী প্রথম চলচ্চিত্র। ১৯৫৬ কান ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটি ‘বেস্ট হিউম্যান ডকুমেন্ট’ পুরস্কার লাভ করে। এর ফলে সত্যজিৎ রায়ও আন্তুর্জাতিক অঙ্গনে প্রভাবশালী পরিচালক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। এটি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিচার ফিল্ম ও ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিচার ফিল্ম বাংলাসহ ১৭টি দেশের আন্তুর্জাতিক পুরস্কার পায়।

অপুর সংসার
এটি অপু ট্রিলজির শেষ সিনেমা। মুক্তি পায় ১৯৫৯ সালে। অপু ট্রিলজির সিনেমাগুলো যথাক্রমে- পথের পাঁচালী, অপরাজিত ও অপুর সংসার। এই সিনেমাগুলোর মধ্যে সর্বশেষ সিনেমা অপুর সংসার ১৯৫৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। ১৯৬০ সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট পুরস্কার লাভ করে। সৌমিত্র চ্যাটার্জি এবং শর্মিলা ঠাকুর এই সিনেমায় প্রথম অভিনয় করেন। অপু আইএ পাস করেছে বটে, কিন্তু চাকরি এখনো জোটাতে পারেনি, চাকরির সন্ধানে কলকাতায় ভাড়া বাড়িতে থেকে টিউশন করে সে পেট চালায়। অপুর সংসারের প্রথম দৃশ্যে অপু নিজের কলেজের এক শিকের কাছে চারিত্রিক সনদপত্র নিতে যায়। বাড়িওয়ালা বকেয়া ভাড়া চাইতে এলে তার সঙ্গে পাক্কা শহুরে লোকের মতো ঝগড়া করে অপু।

গুপী গাইন বাঘা বাইন
মূলত ছোটদের জন্য নির্মিত হলেও গুপী গাইন বাঘা বাইন সব বয়সের দর্শকের কাছেই উপভোগ্য। সিনেমার মূল আকর্ষণ হলো- সত্যজিৎ রচিত গানগুলো, সাড়ে ছয় মিনিটের ভূতের নৃত্যের একটি দৃশ্য ও ভারতীয় স্টাইলে নির্মিত বিশেষ কয়েকটি স্পেশাল এফেক্ট। মুক্তির ছয় মাসের মধ্যে সিনেমাটি সারা বাংলায় শুধু জনপ্রিয়তাই অর্জন করে না, বাংলার জনপ্রিয় সংস্কৃতির একটি স্থায়ী আইকনে পরিণত হয়। গুপী চরিত্রে অভিনয় করেন তপেন চট্টোপাধ্যায় আর বাঘা চরিত্রে অভিনয় করেন রবি ঘোষ। চলচ্চিত্রটি ১৯৬৮ সালে শ্রেষ্ঠ পরিচালনা পুরস্কার, ১৯৭০ সালে রাষ্ট্রপতির স্বর্ণ ও রৌপ্যপদক লাভ করে।

হীরক রাজার দেশে
‘গুপী গাইন বাঘা বাইন’ মুক্তি পাওয়ার ১১ বছর পর ‘হীরক রাজার দেশে’ সিক্যুয়াল তৈরি করেন। ছবিটিতে রূপকের আশ্রয় নিয়ে কিছু ধ্রুব সত্য ফুটিয়ে তোলা হয়েছে। এর একটি বিশেষ দিক হচ্ছে মূল শিল্পীদের সব সংলাপ ছন্দের তালে করা হয়েছে। তবে শুধু একটি চরিত্র ছড়ার ভাষায় কথা বলেননি। তিনি হলেন শিক। এ দ্বারা বোঝানো হয়েছে একমাত্র শিক মুক্ত চিন্তার অধিকারী, বাদবাকি সবার চিন্তাই নির্দিষ্ট পরিসরে আবদ্ধ। এই সিনেমার গানগুলোই এই সিনেমার মূল আকর্ষণ। ১৯৮০ সালে ‘ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট মিউজিক ডিরেকশন’ এবং ‘আহা কি আনন্দ আকাশে-বাতাসে’ গানটি ‘ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট লিরিক’ পুরস্কার লাভ করে। হীরক রাজার চরিত্রে অভিনয় করেন উৎপল দত্ত এবং উদয়ন প-িত চরিত্রে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

২০ কোটি ব্যবহারকারীকে ফেসবুক ছাড়ার সুবিধা দেওয়া হচ্ছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস মহামারির এ সময়ে ফেসবুকের ব্যাপক ব্যবহার বেড়েছে। তবে যেসব মার্কিন বা কানাডীয় নাগরিক ফেসবুক ছাড়ার পরিকল্পনা করছেন তাঁদের জন্য তল্পিতল্পা গুটিয়ে সহজে ফেসবুক ছাড়ার ব্যবস্থা করে দিচ্ছে।

ফোর্বস অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ফেসবুক ব্যবহারকারীদের মিডিয়াতে বাঁধন হালকা করে দিচ্ছে।

আয়ারল্যান্ডে পরীা চালানোর পর ফেসবুক তাদের ডেটা ট্রান্সফার প্রজেক্ট (ডিটিপি) টুলটি যুক্তরাষ্ট্র ও কানাডার ২০ কোটি ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করছে। ডিটিপি টুলটি ব্যবহারকারীদের বর্তমানে ফেসবুকে সংরণ করা সমস্ত ছবি এবং ভিডিও সরাসরি গুগল ফটোতে স্থানান্তর করতে দেয়। এর অর্থ, পৃথক আইটেমগুলি সংরণ করার জন্য একের পর এক ডাউনলোড করার দরকার নেই।

ধারণা করা হচ্ছে, এই মূল্যবান স্মৃতিগুলো সুরতিভাবে ফেসবুকের সার্ভার থেকে দূরে সরিয়ে রাখার সঙ্গে সঙ্গে ফেসবুক ব্যবহারকারীদের আর অ্যাকাউন্টে আটকে রাখতে পারবে না। গুগলে তথ্য সরিয়ে নেওয়ার জন্য বিশেষ পেজ ডিজাইনও করেছে ফেসবুক। ফেসবুকের ডিটিপি পেজ থেকে সহজে ছবি ও ভিডিও করা যাবে। অবশ্য এজন্য গুগলে ভেরিফিকেশন লাগবে।

ধারণা করা হচ্ছে, ডিটিপি সেবাটি অন্য দেশেও শিগগিরই চালু করতে পারে ফেসবুক।

জুনের আগে অফিস খুলবে না গুগল

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

সুরার কথা ভেবে কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছে গুগল এবং ফেসবুক। লকডাউন উঠলে অনেক প্রতিষ্ঠানের কর্মী কাজে যোগ দেওয়ার কথা ভাবছেন। তবে গুগল জানালো ১ জুনের আগে কোনো কর্মীকে অফিসে আসার প্রয়োজন নেই।

এই নির্দেশ জারি করেছেন সিইও সুন্দর পিচাই। সম্প্রতি কর্মীদের ই-মেইলের মাধ্যমে এই বিষেেয় জানানো হয়েছে।

ই-মেইলে সুন্দর পিচাই বলেছেন, দীর্ঘদিন বাড়িতে কাজ করার পরে কর্মীদের অফিসে আসার ইচ্ছা হতেই পারে। তবে ১ জুনের আগে তা সম্ভব নয়।

পিচাই তার কর্মীদের বিশেষ নির্দেশ দিয়েছেন। যেখানে কর্মীদের নিজের সাথে তাদের পরিবারের সদস্যদের যতœ নেওয়ার কথা বলা হয়েছে।

এছাড়াও যাদের পরিবারে কোনও সমস্যা আছে তাদের অফিসে না আসতে বলা হয়েছে। এ জন্য তাদের ম্যানেজারের সাথে কথা বলে সুবিধামত বাড়ি থেকে কাজ করতে বলা বলেছে।

পিচাই কর্মীদের কাছে পাঠানো মেইলটিতে লিখেছেন, ‘সবাই একসাথে অফিসে যাবে না এবং অফিসের প্রত্যেকের জন্য আলাদা জায়গা থাকবে। যার গাইডলাইনও আলাদা হবে।

সর্বশেষ সংবাদ

জামায়াতে ইসলামীর উলামা সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জামায়াতের উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া উলামা বিভাগের আয়োজনে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত...

 খোকসার একই ব্যক্তি দুই পদে চাকরি করছেন

স্টাফ রিপোর্টার একই ব্যক্তি মাধ্যমিক শিক্ষার উন্নয়ন প্রকল্প ও একটি মাদ্রাসায় আরবি প্রভাষক পদে চাকরি করে চলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে যোগসাযোসে...

যৌথ অভিযানে ১৪টি দেশীয় পাখি উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় বন বিভাগ ও বিবিসিএফ এর যৌথ অভিযানে খাঁচাবন্দি ১৪টি দেশি পাখি উদ্ধার হয়েছে। পাখিগুলোর মধ্যে রয়েছে-একটি ঝুঁটি শালিক,...

তিন ভারতীয় চোরাকারবারি আটক, মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়াার দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তিন ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ৬৯ বোতল...

গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সদর উপজেলার দূর্বাচারায় এক বিএনপি নেতার বাড়িতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা...