রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Home Blog

জামায়াতে ইসলামীর উলামা সম্মেলন অনুষ্ঠিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জামায়াতের উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া উলামা বিভাগের আয়োজনে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড.মাওলানা খলিলুর রহমান মাদানী।

কুষ্টিয়া জেলা উলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন।

জামায়াতে ইসলামীর উলামা বিভাগের সেক্রেটারি ইয়াসির আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন তাফসীরকারক হাফেজ মাওলানা মুফতি আমির হামজা।

অন্যান্যের মধ্যে মজলিসেস কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, ইসলামী আন্দোলনের কুষ্টিয়া জেলা সভাপতি মাও আহম্মদ আলী, জামায়াতের কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়াদ্দার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা জামায়াতের নায়েবে আমির মোঃ আব্দুল গফুর, তালিমুল কোরআন এর জেলা সভাপতি ড. মাওলানা শহিদুল বারী, অধ্যক্ষ মাওলানা তারিকুল ইসলাম, মসজিদ মিশনের জেলা সভাপতি হাফেজ রফিক উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের সভাপতি আহমদ আলী, জেলা ছাত্র শিবিরের সভাপতি খাজা উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন –  খোকসার একই ব্যক্তি দুই পদে চাকরি করছেন

সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মইনুল হক আহসানী।

আরও পড়ুন – খোকসার একই ব্যক্তি দুই পদে চাকরি করছেন

উপস্থিত ছিলেন জামায়াতের খোকসা কুমারখালীর নমীনী মোঃ আফজাল হোসেন, দৌলতপুর আসনের নমীনী মাওঃ বেলাল উদ্দিন, উলামা বিভাগের নেতা মাওঃ আব্দুল আলিম, হাফেজ মাওঃ আক্তারুজ্জামান, হাফেজ মাওঃ ওসমান গনি, মাওঃ মতিউর রহমান নাটোরী, মাওঃ রুহুল আমিন, মাওঃ আনিসুর রহমান শহীদ, হাফেজ মাওঃ হারুুন অর রশীদ, মাওঃ হাবিবুর রহমান, মাজহারুল ইসলাম মোমিন, এনামুল হক, হাফেজ মাওঃ সেলিম রেজা প্রমুখ।

 খোকসার একই ব্যক্তি দুই পদে চাকরি করছেন

0

স্টাফ রিপোর্টার

একই ব্যক্তি মাধ্যমিক শিক্ষার উন্নয়ন প্রকল্প ও একটি মাদ্রাসায় আরবি প্রভাষক পদে চাকরি করে চলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে যোগসাযোসে প্রতি মাসে দুই প্রতিষ্ঠান থেকে মোটা অংকের সরকারী বেতন ভাতাসহ সব সুবিধা ভোগ করছেন। দুই প্রতিষ্ঠানের দূরত্ব শত কিলোমিটার হলেও অধ্যক্ষ এবং মাধ্যমিক শিক্ষা অফিসার বললেন তিনি নিয়মিত অফিস করেন।

কুষ্টিয়ার খোকসা উপজেলার চাঁদট এম.বি. মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মোঃ রেজাউল করিমের বিরুদ্ধে জালিয়াতি করে দুই প্রতিষ্ঠানে চাকরি ও বেতন ভাতা গ্রহণের অভিযোগ উঠেছে। তিনি চাঁদট গ্রামের ভাদু বিশ্বাসের ছেলে। এনটিআরসির মাধ্যমে নিয়োগে পেয়ে ১ ফেব্রæয়ারি ২০২২ সালে তিনি ওই মাদ্রাসায় আরবি প্রভাষক পদে যোগদান করেন। এই চাকুরিতে তিনি গাজীপুরের ঠিকানার জাতীয় পরিচয় ব্যবহার করেছেন। একই ব্যক্তি (মোঃ রেজাউল করিম) মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এসইএসডি উন্নয়ন প্রকল্পের অধীন ২০১২ সালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার পদে যোগদান করেন। ১৫ জুন ২০১৫ সাল থেকে তিনি (মোঃ রেজাউল করিম) মাগুড়ার মহম্মদপুর উপজেলায় কর্মরত রয়েছেন। সরকারী প্রকল্পের চাকুরিতে ব্যবহার করেছেন খোকসার চাঁদট গ্রামের ঠিকানার জাতীয় পরিচয় পত্র। খোকসার চাঁদট গ্রাম থেকে মাগুড়ার মহম্মদপুরের দূরত্ব ১০০ কিলোমিটারেরও বেশী।

নাম প্রকাশ না করার শর্তে ওই মাদ্রাসার একাধিক শিক্ষক জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসার সাবেক সভাপতি বাবুল আকতারের লোক হওয়ায় রেজাউল করিম মাসের পর মাস মাদ্রাসায় অনুপস্থিত থেকে বেতন নিয়েছেন। তিনি ২০২২ সাল থেকে চলতি ২০২৫ সালের ফেব্রæয়ারি মাসের শেষ এমপিওতেও বেতন তুলেছে।

মাগুড়ারর মহম্মদপুর উপজেরা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, একাডেমিক সুপার ভাইজার রেজাউল করিম চলতি বছরের মার্চ মাস পর্যন্ত সরকারী বেতন ভাতা নিয়েছেন। গত একমাস যাবত তিনি অপারেশন জনিত কারণে ছুটি নিয়েছেন। তবে মাঝে মধ্যে অফিস করছেন।

দুই পদে চাকুরীরত রেজাউল করিমের সাথে কথা বলা হলে তিনি স্বীকার করেন দুই পদে চাকুরি করার কথা। তবে মাদ্রাসা থেকে তিনি বেতন উত্তোলন করেননি বলে দাবিও করেন। তিনি আরও জানান, মাধ্যমিক অধিদপ্তরের যে প্রকল্পে চাকুরি করতেন সে প্রকল্পটি ইতোমধ্যে মেয়াদ শেষ হয়ে গেছে। এ ছাড়া একাডেমিক সুপারভাইজার পদের চাকুরি থেকে তিনি যে বেতন গ্রহন করেছেন তা সরকারী তহবিলে ফেরত দেওয়ার ব্যাপারে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে। তিনি টাকা ফেরত দেবেন।

চাঁদট এম.বি.মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মহম্মদ শহিদুজ্জামান মুঠো ফোনে বলেন, আরবি প্রভাষক রেজাউল করিম এনটিআরসির মাধ্যমে নিয়োগ পেছেন। তিনি যোগদানের পর থেকে নিয়োমিত ক্লাস করছেন। সাথে বেতন ভাতার সুবিধা পাচ্ছেন।

মাগুড়ার মহম্মদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহম্মদ আনোয়ার হোসেনের সাথে ফোনে কথা বলা হলে তিনি জানান, একাডেমিক সুপারভাইজার রেজাউল করিম নিয়োমিত চাকরি করে আসছেন। সরকারী বেতন ভাতার সুবিধা পাচ্ছেন। পাইলস অপারেশনের কারনে গত একমাস ছুটিতে কাটিয়েছেন। তবে মাঝে মাঝে অফিস করছেন।

আরও পড়ুন – যৌথ অভিযানে ১৪টি দেশীয় পাখি উদ্ধার

খোকসা উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ সম্পর্কে তিনি শুনেছেন। মাদ্রাসা গুলো তাদের নিয়ন্ত্রনের বাইরে। এখানে তাদের কিছু করার থাকে না। তবে উপজেলা নির্বাহী কর্মাকর্তা ওই শিক্ষককে ডেকেছিলেন। সেখানে কি কথা হয়েছে তা জানা নেই।

আরও পড়ুন – তিন ভারতীয় চোরাকারবারি আটক, মাদক উদ্ধার

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দ্বিপন বলেন, অভিযোগ পাওয়া যায়নি। তবে জালিয়াতির ঘটনার সত্যতা পাওয়া গেছে। মাগুড়ার সাথে সমন্বয় করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

যৌথ অভিযানে ১৪টি দেশীয় পাখি উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় বন বিভাগ ও বিবিসিএফ এর যৌথ অভিযানে খাঁচাবন্দি ১৪টি দেশি পাখি উদ্ধার হয়েছে। পাখিগুলোর মধ্যে রয়েছে-একটি ঝুঁটি শালিক, ২টি দেশি টিয়া, ৬টি চন্দনা টিয়ার বাচ্চা, ৫টি দেশি ময়না।

এসময় পাখি শিকারের ফাঁদ ও খাঁচা জব্দ করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক বা জরিমানা করা হয়নি।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার পোড়াদহ বাজার সংলগ্ন বটতলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, পোড়াদহ অঞ্চলের বিশিষ্ট পাখি ব্যবসায়ী “কাউছার ভাই” নামের এক পাখি ব্যবসায়ী দীর্ঘদিন ধরে দেশি পাখি বিক্রি করে আসছিল।

আরও পড়ুন – তিন ভারতীয় চোরাকারবারি আটক, মাদক উদ্ধার

এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার কাউছার এর সাথে ক্রেতা সেজে কথা বলা হয় এবং ৬ টি টিয়া এবং ময়না পাখির অর্ডার দেওয়া হয়। এরপর শনিবার দুপুরে কাউছার পোড়াদহ বটতলা এলাকায় আসতে বলে পাখি ডেলিভারি নিতে। সেখানে গেলে কাউছার না এসে নাসিম নামে তার একজন সহযোগীকে পাঠায়। নাসিম ১টি টিয়া ও ২টি ময়নার বাচ্চা বিক্রি করতে নিয়ে আসলে তাকে হাতেনাতে ধরে ফেলে বন বিভাগের কর্মকর্তারা। এরপর পাখি ব্যবসায়ী কাউসারের বাড়ি এবং তার আশপাশের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে টিয়া, ময়না শালিকসহ মোট ১৪টি পাখি উদ্ধার করে বন বিভাগ ও বিবিসিএফ এর সদস্যরা।

আরও পড়ুন – গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি

অভিযানে কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলমের নির্দেশনায় ভেড়ামারা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, বিবিসিএফ‘র সহ সভাপতি শাহাবউদ্দিন মিলন, মিরপুর উপজেলা বন কর্মকর্তা মোঃ জুয়েল আহমেদ, সাংবাদিক নাব্বির আল নাফিজ, মীর কুশল, ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন- ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ছাফওয়ানুর রহমান, সাধারণ সম্পাদক শাহরিয়ার সাগর, সহসভাপতি মেঘদাদুল হক, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, অর্থ সম্পাদক, মাজহারুল ইসলাম, বন বিভাগের কাজি গোলাম মওলা, শামসুল হক, সুরুজ আলী, হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

তিন ভারতীয় চোরাকারবারি আটক, মাদক উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়াার দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তিন ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়া পৃথক দুটি অভিযানে মালিকবিহীন অবস্থায় আরও ১৪ কেজি গাঁজা ও ৪৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়ার বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকালে দৌলতপুর উপজেলার চরচিলমারী ইউনিয়নের ৮৪/২ সীমান্ত পিলারসংলগ্ন ডিগ্রীরচর এলাকায় মো. মহেশ উদ্দিন মন্ডলের ছেলে মো. নিজাম মন্ডল (৪৫) এর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ভারতের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা মো. জুয়েল মন্ডল (২৫), মো. রাকিবুল মন্ডল (৩৫) ও মো. বাপন মন্ডলকে (৩২) কে ৬৯ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। তবে ওই সময় দুই বাংলাদেশি নাগরিক মো. নিজাম মন্ডল (৪৫) ও মো. শরীফ মন্ডল (২৫) কৌশলে পালিয়ে যায়।

আরও পড়ুন – গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি

অন্যদিকে, সীমান্তের হাটপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৪ কেজি ভারতীয় গাঁজা এবং চরচিলমারী আকন্দপাড়া এলাকা থেকে ৪৮৫ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবির তথ্যমতে, উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২২ হাজার ১০০ টাকা।

আরও পড়ুন – সাংবাদিক কাঙাল হরিনাথের ১২৯ তম প্রয়ান দিবস চলে গেলে নিরবে

এদিকে আটককৃত ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়নের সদর দফতরের মাদক স্টোরে সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান।

গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার দূর্বাচারায় এক বিএনপি নেতার বাড়িতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শামীম টোকেন নামে ওই বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। টোকেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সার্চ কমিটির সদস্য। তার বাবার নাম বীর মুক্তিযোদ্ধা মৃত এ.কে.এম ফজলুল হক।

ঘটনার পর পুলিশ ও র‌্যাবের উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিএনপি নেতা শামীম টোকেন সাংবাদিকদের বলেন, আমি ঘুমাচ্ছিলাম। “মাঝরাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা বাড়িতে এসে গেটে ধাক্কা দিয়ে খুলতে বলে। আমি গেট না খুললে তারা বেশ কয়েক রাউন্ড গুলি করে বকাবকি করতে থাকে। এর কিছুক্ষণ পর দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়।

টোকেন বলেন, বিএনপি করার কারণে এর আগে চারবার আমার বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে আমি চরমভাবে নির্যাতিত। এই ঘটনা যারা ঘটাতে পারে এমন কয়েকজনকে সন্দেহ করছি। পুলিশকে তথ্য দিয়েছি। তারা বিষয়টি নিয়ে কাজ করছে।

টোকেনের বোন দৌলতআরা ফেরদৌস লাকী বলেন, ঘটনার শুরু রাত ১টা ২০ মিনিট থেকে। আমি ও আমার মেয়ে জেগেই ছিলাম। ঢাকাতে ছেলের সাথে মোবাইলে কথা শেষ করে বিছানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় গুলি শব্দ শুনতে পাই। চারিদিক থেকে তারা আমাদের বাড়ি ঘিরে নিয়েছিল। কাল ওরা আমার ভাইকে মেরেও ফেলতে পারতো। আমিও ঢাকায় থাকি। ভাই পরিবার নিয়ে গ্রামেই থাকে। এ ঘটনায় জড়িত যারা তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।।

আরও পড়ুন – সাংবাদিক কাঙাল হরিনাথের ১২৯ তম প্রয়ান দিবস চলে গেলে নিরবে

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দল থেকেও খোঁজ খবর নেওয়া হচ্ছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

আরও পড়ুন – ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

ওসি মেহেদী হাসান বলেন, দুর্বৃত্তরা ৫ রাউন্ড গুলি ছুড়েছে। ঘটনাস্থল থেকে ১টি তাজা গুলি ও ৫টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। দেশের পরিবর্তীত পরিস্থিতির পর ওই এলাকায় বিভিন্ন পক্ষের মধ্যে রাজনৈতিকভাবে জটিলতা রয়েছে। সব কিছু মাথায় রেখে তদন্ত চলছে।

সাংবাদিক কাঙাল হরিনাথের ১২৯ তম প্রয়ান দিবস চলে গেলে নিরবে

0

কুষ্টিয়া প্রতিনিধি

গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদারের ১২৯তম প্রয়াণ দিবস ছিল ১৮ এপ্রিল। কিন্তু কর্মকর্তার বিয়ে থাকায় নিরবে নিভৃতে চলে গেল দিবসটি।

১৮৯৬ সালের ১৮ এপ্রিল তিনি মারা যান। তিনি ছিলেন একাধারে সাংবাদিক, সমাজ সংস্কারক, নারী শিক্ষার পথিকৃৎ, বাউল, সাধক ও সাহিত্যিক। তবে কাঙাল হরিনাথের প্রয়াণ দিবসে কুষ্টিয়ার কুমারখালী কাঙাল হরিনাথ স্মৃতিজাদুঘরে নেই কোনো আয়োজন। এছাড়াও উপজেলা প্রশাসন বা কোনো প্রেসক্লাবের পক্ষেই নেই কোনো আয়োজন।

শুধু জাদুঘরে অবস্থিত তাঁর ম্যুরালে জাদুঘরের কর্মচারীরা দায়সারাভাবে পুষ্পস্তবক অর্পণ ও ফুলের মালা দিয়েছেন। এতে চরম ক্ষোভ প্রকাশ করেন কাঙাল হরিনাথের বংশধররা।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কুমারখালী পৌরসভার কার্যালয়ের পাশে অবস্থিত গ্রামীণ সাংবাদিকততার পথিকৃৎ সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদারের স্মৃতি জাদুঘরের সরেজমিন গিয়ে দেখা যায়, সুনসান নিরাবতা। প্রধান গেটে ঝুলছে তালা। চত্বরে অবস্থিত ম্যুরালে ফুলের মালা ও পুষ্পস্তবক রয়েছে।

এ সময় জাদুঘরের নিরাপত্তা কর্মী রুহুল আমিন বলেন, জাদুঘরের তত্ত্বাবধায়ক তাপস কুমার মন্ডল চলতি মাসের ৫ তারিখ যোগদান করেছেন। আজ(শুক্রবার) কাঙাল হরিনাথের প্রয়াণ দিন। আবার আজই স্যারের ( তত্ত্বাবধায়ক) বিয়ে। সেজন্য আলোচনা সভা ও অন্যান্য অন্ষ্ঠুান পিছানো হয়েছে। পরে করা হবে।’

কোনো আয়োজন না থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন কাঙাল হরিনাথের চতুর্থ বংশধর স্বর্গীয় অশোক মজুমদারের স্ত্রী গীতা রানী মজুমদার। তিনি বলেন, ‘কাঙাল ভাঙিয়ে কতজন বড় লোক হয়েছে। তবে সেই কাঙাল কাঙালই আছে। কাঙালের মতন যাচ্ছে তাঁর তিরোধান দিবস।’

তিনি আক্ষেপ করে বলেন, মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন কাঙাল হরিনাথ। কিন্তু আজ কাঙালই বঞ্চিত। আমরাই সবচেয়ে বঞ্চিত, অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করতে হয়। অরক্ষিত কাঙালের সমাধি ও ব্যবহৃত তৈসজপত্র। প্রশাসন তো দুরের কথা সাংবাদিকরাও এখন আর খোঁজ খবর নেয়না।’

গীতা রাণীর ছেলে দেবাশীষ মজুমদার আক্ষেপ করে বলেন, সাংবাদিকরা কাঙালকে গুরু দাবি করে। কিন্তু গুরুকে শুধু চার দেওয়ালের মধ্যে রেখে স্মরণ করলেই হবেনা। কাঙালের সকল অন্ষ্ঠুান জাতীয়ভাবে পালন করতে হবে।

কাঙাল হরিনাথ ১৮৩৩ সালের ২২ জুলাই কুমারখালীর কুন্ডুপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৮৬৩ সালের এপ্রিল মাসে কুমারখালী থেকে প্রামবার্তা প্রকাশিকা নামের একটি মাসিক পত্রিকা প্রকাশ শুরু করেন। তার স্মরণে কুমারখালীতে একটি স্মৃতি জাদুঘর নির্মাণ হয়েছে। কিন্তু অযতœ-অবহেলায় নষ্ট হচ্ছে তাঁর বাস্তুভিটা ও সমাধি।

আরও পড়ুন – ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

এ বিষয়ে জানতে কাঙাল হরিনাথ স্মৃতিজাদুঘরের তত্ত্বাবধায়ক তাপস কুমার মন্ডলকে ফোন দেওয়া হয়। তার ফোনটি অন্য একজন রিসিভ করে বলেন, ‘তাপসের বিয়ের অনুষ্ঠান চলছে। পরে কথা বলে নিয়েন।’

আরও পড়ুন – খোকসায় ছেলেসহ আওয়ামী লীগ নেতা আটক

কাঙাল হরিনাথের অনুষ্ঠান গুলো সাধারণত জাদুঘর কর্তৃপক্ষ করে থাকে বলে ফোনে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, আয়োজনের বিষয়টি জাদুঘর কর্তৃপক্ষ কিছু জানায়নি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় রেহেনা খাতুন (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের আটমাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ ঘটনা ঘটে।

রেহেনা খাতুন একই ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামের মন্টু সরদারের স্ত্রী। এ ঘটনায় হাইওয়ে থানা-পুলিশ ট্রাকটি জব্দ করে চালক ও তাঁর সহযোগীকে হেফাজতে নিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্বামী মন্টু সরদারের সঙ্গে স্থানীয় এক কবিরাজের কাছে যান রেহানা খাতুন। সেখান থেকে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের আটমাইল এলাকায় বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা দেয়। এতে রাস্তুায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই রেহানার মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় মন্টু সরদারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন – খোকসায় ছেলেসহ আওয়ামী লীগ নেতা আটক

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও তাঁর সহযোগী পুলিশের হেফাজতে রয়েছেন। লিখিত অভিযোগ পেলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন – পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

খোকসায় ছেলেসহ আওয়ামী লীগ নেতা আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও তার ছেলে কে থানা পুলিশ আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে থানা পুলিশের একটি দল শোমসপুর এলাকায় অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম খান (৫৮) ও তার ছেলে শাওন মাহমুদ খান রবিন (৩৩)কে আটক করে। আটক কৃতদের খোকসা থানায় দায়ের কৃত পৃথক মামলায় আটক দেখানো হয়েছে।

শাওন মাহমুদ খান রবিন কে খোকসা থানা ১ ডিসেম্বর দায়ের কৃত ২ নম্বর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ রহিম খান (৫৮) কে ৯ ফেব্রæয়ারি তারিখে খোকসা থানায় দায়েকৃত ৪ নম্বর মামলায় আটক দেখানো হয়েছে।

আরও পড়ুন – পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শাওন মাহমুদ রবিন খানের আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের সদস্য পদও নেই বলে দলীয় সূত্র গুলো নিশ্চিত করেছে।

আরও পড়ুন – সেচ পাম্প নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৯

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাঈমুল ইসলাম জানান, এই মামলা ছাড়াও রহিম খানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা আছে। এ ছাড়া তার ছেলে বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছে।

পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পলিটেকনিকের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে তারা শহরের মজমপুর মোড়ে সড়ক অবরোধ করেছেন।

অবরোধে পলিটেকনিক ইনস্টিটিউটের শতশত শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এক ঘন্টাব্যাপী অবরোধের কারণে যানজট সৃষ্টি হয়েছে। এতে সড়কে চলাচলকারী মানুষ পড়েছেন সীমাহীন দুর্ভোগে।

শিক্ষার্থীরা বলেন, আমারা ছয় দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আগেও আমরা একই দাবিতে একাধিকবার কর্মসূচি পালন করেছি। তবে আমাদের দাবি মানা হচ্ছে না। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবি না মানা হলে আগামীতে কঠোর আন্দোলন কর্মসূচিতে যাবো আমরা।

পথচারী ও যানজটে আটকে পড়া গাড়িচালকরা বলেন, ঘন্টাব্যাপী সড়ক বন্ধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এতে দীর্ঘ যানজট তৈরি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছি আমরা।

শিক্ষার্থীরা যে ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন, এর মধ্যে আছে, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

দ্বিতীয় দাবি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে। উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালু করতে হবে এবং একাডেমিক কার্যক্রম পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যমে করতে হবে।

তৃতীয় দাবি, উপসহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্তে¡ও যেসব সরকারি, রাষ্ট্রীয়, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

চতুর্থ দাবি, কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুগভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোয় অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ ও সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

আরও পড়ুন – সেচ পাম্প নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৯

শিক্ষার্থীদের পঞ্চম দাবি, স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করতে হবে।

আরও পড়ুন – যাত্রীবাহী ট্রেনে পাওয়া গেলো ৪ কোটি টাকার এলএসডি ও জুয়েলারি

আর ষষ্ঠ দাবি, পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে।

সেচ পাম্প নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৯

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে কৃষি সেচ পাম্প নিয়ে স্থানীয় শেখ গ্রæপের সঙ্গে মোল্লা গ্রæপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ৮ টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের উত্তর কয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়ে কুমারখালী ও কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শেখ গ্রæপের আহতরা হলেন- মৃত বদর উদ্দিনের ছেলে হামিদুল শেখ (৫০), তার ছেলে নাঈম শেখ (২২), মৃত ইছাহকের ছেলে ইব্রাহিম শেখ (৬৫), আসলাম শেখের ছেলে ইয়ামিন শেখ (১৯) ও ইউনুসের ছেলে আলম শেখ (২০)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাদের হাতে ও মাথায় আঘাতের ক্ষত রয়েছে।

অপর দিকে মোল্লা গ্রæপের আহতরা হলেন – মৃত নওশের মোল্লার ছেলে ছমসের আলী মোল্লা (৫৫), রবিউল আলম মোল্লার ছেলে রুহুল আলম (৬০) ও শামসুল আলম (৫৮) এবং নান্নু মোল্লা (৫০)। তারা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদেরও মাথা, হাত ও পায়ে ক্ষত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, প্রায় ছয় বছর ধরে উত্তর কয়া গ্রামের রবিউল আলম মোল্লা তার কৃষি কাজের সেচ পাম্পটি হামিদুল শেখের কাছে ভাড়া দিয়েছিলেন। হামিদুল দুই বছর অন্তর অন্তর বৈশাখ মাসে ৩৬ হাজার টাকা ভাড়া প্রদান করে থাকেন রবিউলকে। তবে এবছর থেকে রবিউল পাম্পটি ইজারা দেবেন না বলে তালা লাগিয়ে দেন। তবুও বুধবার সকালে হামিদ্লু শেখ তার লোকজন নিয়ে জোর পূর্বক তালা খুলতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর মোল্লা গ্রæপের অন্তত চারটি বাড়ি ভাঙচুর করেন প্রতিপক্ষরা।

পাম্প ভাড়া নেওয়া হামিদুল শেখ বলেন, দুই বছর অন্তর অন্তর ৩৬ হাজার টাকা ইজারা দিয়ে আসছি রবিউলকে। এখনও দুইমাস মেয়াদ আছে। তবুও তারা তালা লাগিয়ে দিয়েছে। আবার আমাদেরই মাথা ফাঁটিয়েছে। আমি বিচার চাই। থানায় মামলা করব।

আরও পড়ুন – যাত্রীবাহী ট্রেনে পাওয়া গেলো ৪ কোটি টাকার এলএসডি ও জুয়েলারি

পাম্প মালিক রবিউল মোল্লার স্ত্রী জাহানারা খাতুন বলেন, পহেলা বৈশাখেই মেয়াদ শেষ হয়েছে ইজারার। ছেলে পেলে নাতিপুতি বড় হয়েছে। এখন নিজেরায় পাম্প চালাবো। কিন্তু হামিদুলরা জোর করেই পাম্প নিতি না পেরে আমাদের লোকজনকে মারধর করেছে। কুপায়ছে। বাড়িতে ভাঙচুর করেছে। আমি সুষ্ঠু বিচার চাই।

আরও পড়ুন – কাপড়ের হাটে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

কুমারখালী থানার মো. সোলায়মান শেখ বলেন, সেচ পাম্পের ইজারা বা মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বেশকিছু লোকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কয়েকটি বাড়িতে হালকা ভাঙচুরের ঘটনাও ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

জামায়াতে ইসলামীর উলামা সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জামায়াতের উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া উলামা বিভাগের আয়োজনে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত...

 খোকসার একই ব্যক্তি দুই পদে চাকরি করছেন

স্টাফ রিপোর্টার একই ব্যক্তি মাধ্যমিক শিক্ষার উন্নয়ন প্রকল্প ও একটি মাদ্রাসায় আরবি প্রভাষক পদে চাকরি করে চলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে যোগসাযোসে...

যৌথ অভিযানে ১৪টি দেশীয় পাখি উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় বন বিভাগ ও বিবিসিএফ এর যৌথ অভিযানে খাঁচাবন্দি ১৪টি দেশি পাখি উদ্ধার হয়েছে। পাখিগুলোর মধ্যে রয়েছে-একটি ঝুঁটি শালিক,...

তিন ভারতীয় চোরাকারবারি আটক, মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়াার দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তিন ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ৬৯ বোতল...

গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সদর উপজেলার দূর্বাচারায় এক বিএনপি নেতার বাড়িতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা...