বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Home Blog Page 20

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলীর বিরুদ্ধে চাঁদাবাজি-নির্যাতন সহ বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

শনিবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে ফরিদা ইয়াসমিন নামে এক ভুক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলন করেছেন।

লিখিত বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, আমি ফরিদা ইয়াসমিন, আমার বাসা কুমারখালী। আমি একজন সিঙ্গেল মাদার। আমার সন্তান নিয়ে ভাইদের বাসায় বসবাস করি। আমার সন্তানের নাম মোজবাউর হক হৃদয়। ছেলে যখন খুব ছোট তখন আমি আমার বাবার বাসায় চলে আসি। আমি একটি প্রি-ক্যাডেট স্কুলে চাকরি করে আমার সন্তানকে লেখাপড়া করাচ্ছি। আমার ছেলে কুষ্টিয়া পরিটেকনিক কলেজে ৬ষ্ঠ সেমিস্টারে লেখাপড়া করছে। আমার স্বল্প আয়ে ছেলের পড়ালেখার খরচ নির্বাহ করতে না পারায় কুমারখালী এম.এন পাইলট হাইস্কুল সংলগ্ন পার্কে অবস্থিত একটি ক্যাফেতে চাকরির ব্যবস্থা করি। আমার ছেলে সেখানে চাকরি করতো।

আমার ছেলের সাথে সমন্বয়ক আসাদুজ্জামান আলী কুষ্টিয়া স্কুলে লেখাপড়া করা কালীন সময় থেকে পরিচিত। ক্যাফের মালিক আমার ছেলের বিশ্বস্ততার কারনে ক্যাফের কার্যক্রম ও টাকা পয়সা আমার ছেলের নিকট রাখত। এ বিষয়টি আসাদুজ্জামান আলী জানতে পেরে গত এক মাস পূর্বে আমার ছেলের নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবি করে আলী। আমার ছেলে দিতে অস্বীকার করায় গত ৯ ফেব্রæয়ারি কয়েকজন পুলিশ সহ একটি ছেলের সাথে নিয়ে বাসায় আসে এবং আমার ছেলেকে থানায় নিয়ে যেতে চাই। কেন নিয়ে যাচ্ছে আমি জানতে চাইলে বলে, কিছুক্ষণ পর চলে আসবে। তারপরে আমার ছেলে না আসলে আমি আলীকে ফোন করিলে বলে আমার এলাকায় চুরি হয়েছে তাই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে, সকালে ছেড়ে দিবে। কিন্তু সকালে ছেড়ে না দিলে আমি সকালে থানায় যায় দেখি আলী বসে আছে। কি হয়েছে জানতে চাহিলে আলী বলে, কোর্টে যান। হৃদয়ের বিরুদ্ধে একটি ছোট মামলা হচ্ছে জামিন করে নিয়ে আসবেন। আমি কোর্টে যাওয়ার পরেও আমার ছেলে না পাঠালে আমি আবার আলীকে ফোন দিই, সে তখন জানায় আমার ছেলের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। সেই থেকে আমার ছেলেটা জেল হাজতে আছে। পরবর্তীতে আমার সাথে আলীর দেখা হলে আমার ছেলের সাথে এমনটি কেন করেছ জানতে চাইলে আলী বলে চাঁদার টাকা চেয়েছিলাম দেন নি এখন বুঝেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। দ্রæত আমি আমার ছেলে মেজবাউল হক হৃদয়ের মুক্তি চাই। একই সাথে আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

গত ৯ ফেব্রæয়ারি মেজবাউল হক হৃদয়কে (২১) গ্রেপ্তার করে কুমারখালী থানা পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে পদ্মপুকুর ঘাট এলাকা থেকে কুমারখালী পৌর ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক মেজবাউল হক হৃদয়কে আটক করা হয়।

এজাহার সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মপুকুর ঘাট এলাকায় নাশকতার প্রস্তুুতি নিচ্ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে হৃদয়কে আটক করা হয়। পরবর্তীতে তাকে নাশকতা ও বিস্ফোরক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এসব অভিযোগ অস্বীকার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলী বলেন, আমার বিরুদ্ধে প্রতিপক্ষের লোকজন বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমার বিরুদ্ধে তারা যেসব অভিযোগ তুলেছেন, তাদের সব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমুলক। আমাকে হেয়প্রতিপন্ন করতে ও ফাঁসাতে এসব করা হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার বেলা ১২টার দিকে প্রতিপক্ষের প্রায় ২০০ থেকে ৩০০ মানুষ আমার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করে। জামায়াত এবং বিএনপির নেতাকর্মীদের এই হামলার জন্য দায়ী করা হয়। অবশ্য জামায়াত এবং বিএনপির স্থানীয় নেতারা এই ঘটনায় তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করে বৈষম্য বিরোধী ছাত্রনেতা আলী ও তার পিতা পাখির বিরুদ্ধে চাঁদাবাজি হয়রানি সহ নানা অপকর্মের অভিযোগ তোলেন।

আরও পড়ুন – পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০

হৃদয়কে গ্রেপ্তারের বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান শেখ বলেন, বিষয়টি নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্ত করে দেখা হবে। এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১ মার্চ) সকালে জেলার শৈলকুপা উপজেলার রয়েড়া গ্রামে এই ঘটনা ঘটে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইউপি সদস্য আবু সালেহ মুসার সঙ্গে একই এলাকার মোকাদ্দেস হোসেনের সমর্থকদের বিরোধ চলে আসছিল।

আরও পড়ুন – রাতে স্বামীর জন্মদিন পালন আর সকালে নদীতে মিলল গৃহবধূর লাশ

তিনি জানান, শুক্রবার রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুসার সমর্থক আকমলের সঙ্গে মোকাদ্দেসের সমর্থক সুজনের কথা কাটাকাটি হয়। এরই জেরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আবারও সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

রাতে স্বামীর জন্মদিন পালন আর সকালে নদীতে মিলল গৃহবধূর লাশ

0

কুষ্টিয়া প্রতিনিধি

রাতে শাশুড়ী ও স্বজনদের নিয়ে স্বামীর জন্মদিনের কেক কাটেন তরুণী আঞ্জুমান মায়া (১৬)। এরপর মধ্যরাত থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলনা। পরদিন সকালে পদ্মা নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে শনিবার (১ মার্চ) সকাল ৯ টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের কালোয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।

এরপর দুপুর দুইটার দিকে খবর পেয়ে মরদেহটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে নৌপুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন নৌ পুলিশের উপ-পরিদর্শক মো. মনির উদ্দিন।

নিহত আঞ্জুমান মায়া ওই এলাকার আজিজ শেখের ছেলে আসিফ শেখের (১৮) স্ত্রী। আসিফ কয়া মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র ও একটি বেসরকারি কোম্পানির খাদ্য পরিবেশক। আঞ্জুমান কুষ্টিয়া সদরের ত্রিমোহনী বারখাদা এলাকার আজিম উদ্দিনের একমাত্র মেয়ে।

শ্বশুর বাড়ির লোকজনের ভাষ্য, তার উপস্বর্গজনিত রোগ ছিল। উপস্বর্গ রাতে ঘর থেকে বের করে নিয়ে নদীতে ফেলে মারেছে। আর বাবা বাড়ির লোকজনের অভিযোগ, ৩ লাখ টাকা চেয়ে না পেয়ে আঞ্জুমানকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে স্বামী আসিফ।

স্বজন ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কয়া ইউনিয়নের রাঁধানগর এলাকায় আঞ্জুমানের নানা বাড়ি। প্রায় সাত মাস আগে নানাবাড়িতে বেড়াতে এসে আসিফের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এ সম্পর্কের প্রায় দুই মাস পরে ঘর ছেড়ে তারা পালিয়ে বিয়ে করেন। পালানোর সপ্তাহখানেক পরে বউ নিয়ে নিজ বাড়িতে ওঠেন আসিফ। পরে দুই পরিবার মিলেমিশে পুনরায় তাদের সামাজিকভাবে বিয়ে দেন। এরপর বেশ ভালই চলছিল তাদের দাম্পত্য জীবন।

গতকাল শুক্রবার ছিল আসিফের জন্মদিন। বাড়িতে ছিল বন্ধু ও স্বজনদের আনাগোনা। বিকেলে আঞ্জুমান তার স্বামীকে নিয়ে বাজার থেকে কেক কিনেন। রাত ৮ টার দিকে স্বামী ও শাশুড়ীকে নিয়ে ধুমধাম করে কেক কাটেন। রাতে স্বজনদের সঙ্গে খাওয়া দাওয়া শেষে রাত ১০ টার দিকে ঘুমিয়ে পড়েন স্বামী। আর তখনও আঞ্জুমান স্মার্টফোনে ব্যস্ত ছিলেন। এরপর রাত এক টার দিকে আসিফ জেগে দেখেন তার স্ত্রী ঘরে নেই। ঘরের দরজা খোলা। সেসময় তিনি স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে রাতভর সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও স্ত্রীকে পাননি। পরে শনিবার সকাল ৬ টার দিকে বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দুরে পদ্মা নদীতে ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা।

সরেজমিন গিয়ে দেখা যায়, আসিফের বাড়ির পিছনে আমগাছের নিচে রাখা রয়েছে আঞ্জুমানের নিথর দেহ। তার চারিদিকে স্বজন ও প্রতিবেশীরা ভিড় করেছে। পাশের আরেকটি বাগানে রয়েছেন পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা। আর ঘরে বসে আছেন স্বামী আসিফ। তাকেও ঘিরে রয়েছেন স্বজনরা।

এ সময় আঞ্জুমামানের শাশুড়ী ফেরদৌসি খাতুন বলেন, প্রেম করে বিয়ে করলেও সংসারে কোনো অশান্তিু ছিলোনা। শুক্রবার রাতেও সবাই মিলেমিশে জন্মদিন পালন করা হলো। সকলে একসাথেই রাতে খেয়েছিলাম। পরে রাত একটার দিকে ছেলের কাছ থেকে শুনি বউ ঘরে নেই। এরপর সবাই মিলে সারারাত খুঁজেও কোথাও পাইনি। পরে সকালে নদীতে লাশ পাইছি। তার ভাষ্য, আঞ্জুমানের উপস্বর্গজনিত রোগ ছিল। প্রায়ই ঘর থেকে হারিয়ে যেত। উপস্বর্গই তাকে মারেছে।

দুইমাস প্রেমের পর ঘর ছেড়ে প্রায় পাঁচ মাস আগে আমরা বিয়ে করেছিলাম বলে জানিয়েছেন স্বামী আসিফ শেখ। অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সংসার খুব ভাল চলছিল। রাতে ধুমধাম করে আমার জন্মদিন পালন করি। খেয়েদেয়ে রাত ১০ টার দিক শুয়ে পড়ি আমি। তখনও মায়া ফোন চালাচ্ছিল। এরপর রাত এক টার দিকে জেগে দেখি মায়া নেই। রাতে খোঁজাখুঁজি করে না পেলেও সকালে নদীতে লাশ পেয়েছি। তিনিও দাবি করেন যে, তার স্ত্রীর উপস্বর্গজনিত রোগ ছিল।

কয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর সদস্য শহিদুল ইসলাম বলেন, রাতে নিখোঁজ ছিল ওই গৃহবধূ। সকালে নদীতে স্থানীয়রা দেখতে পান মাছধরা জালের সঙ্গে আটকে আছে তার লাশ। কি ঘটেছে তা ময়নাতদন্ত করলেই জানা যাবে।

মেয়ে হারানোর শোকে অসুস্থ হয়ে পড়েছেন আঞ্জুমানের মা পারভিন খাতুন। এ সময় বিলাপ করতে করতে তিনি বলেন, আসিফ আমার মেয়েকে ছলাকলা করে বিয়ে করেছে। তিনদিন আগে ব্যবসা করার জন্য তিন লাখ টাকা চেয়েছিল। টাকা না পেয়ে মেয়েকে নদীতে ডুবিয়ে ডুবিয়ে হত্যা করেছে। আমার মেয়ের কোনো উপস্বর্গ ছিলোনা। আমি মেয়ে হত্যার বিচার চাই।

সকালে নদীতে এক গৃহবধূর মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ। তিনি বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌপুলিশ আইনগত ব্যবস্থা নিবেন।

শিমুল বনে পাখিরা

0

ফাগুনের আগুন ঝড়া শিমুল ফুলের বনে পাখিরা খাবারের সন্ধানে এসেছে। আছে প্রেম বিরহও। কুষ্টিয়ার খোকসার বেতবাড়িয়া ইউনিয়নের বেতবাড়িয়া থেকে শনিবার ছবিটি তোলা।

আরও পড়ুন – সৌদি আরবে শনিবার রোজা শুরু

আরও পড়ুন – চুয়াডাঙ্গায় প্রায় ৩ কোটি টাকার সোনার বার উদ্ধার

সৌদি আরবে শনিবার রোজা শুরু

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে শনিবার (১ মার্চ) থেকে রোজা শুরু হচ্ছে। শুক্রবার সৌদির কর্তৃপক্ষ আনুষ্ঠনিকভাবে এই তথ্য জানিয়েছে।

এর আগে পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হচ্ছে তা প্রথম দেশ হিসেবে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, শনিবার (১ মার্চ) রমজানের প্রথম দিন। তাই ২৮ ফেব্রæয়ারি হতে যাচ্ছে সাবান মাসের শেষ দিন।

অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অব ইমামস এবং ফতোয়া ও শরিয়াহ আরবিট্রেশন কাউন্সিলের সঙ্গে সমন্বয় করে এই ঘোষণা দেন।

ভৌগোলিক অবস্থান ও টাইম জোন সুবিধার কারণে অস্ট্রেলিয়া রমজান শুরুর ঘোষণাকারী প্রথম দেশগুলো মধ্যে একটি।

অন্যদিকে মালয়েশিয়ায় রবিবার (২ মার্চ) থেকে রোজা শুরু। শুক্রবার (২৮ ফেব্রæয়ারি) দেশটি আনুষ্ঠনিকভাবে এই ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন – চুয়াডাঙ্গায় প্রায় ৩ কোটি টাকার সোনার বার উদ্ধার

ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, দেশটিতে শনিবার (১ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

সূত্র: গাল্ফ নিউজ

চুয়াডাঙ্গায় প্রায় ৩ কোটি টাকার সোনার বার উদ্ধার

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদার উপজেলার গ্রামের এক বসতবাড়ির পরিত্যক্ত গোয়ালঘর থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের চারটি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। বারগুলো অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে জানা গেছে।

শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের বিজিবি-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান সীমান্তবর্তী একটি বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘরে লুকিয়ে রাখার সংবাদ পায় বিজিবি। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় হুদাপাড়া বিওপির একটি দল হুদাপাড়া গ্রামের মৃত রমজান আলী খানের ছেলে হারুনের বসতবাড়ীর অদূরে পরিত্যক্ত গোয়াল ঘরে তল্লাশি চালায়।

অভিযান চলাকালে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক হারুন কৌশলে পালিয়ে যান। বিজিবি টহলদল গোয়ালঘরের ভেতর ঝুলানো একটি ব্যাগ থেকে দুই দশমিক ৩৩৫ কেজি ওজনের চারটি বার উদ্ধার করে।

আরও পড়ুন – তেপান্তরের পাকুড়

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৮৪ লক্ষ ৩০ হাজার ১৫০ টাকা। এ ঘটনায় নায়েক ইকবাল হোসেন বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা করেছেন। জব্দকৃত সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

আত্মপ্রকাশের পর জাতীয় নাগরিক পার্টির পদ ঘোষনা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছাত্র-জনতার সমাবেশে দলটির আত্মপ্রকাশ ঘটে। জুলাই আন্দোলনে শহীদ মো. ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেন। এরপর দলটির আংশিক কমিটি ঘোষণা করেন আখতার হোসেন।

আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলম (উত্তরাঞ্চল), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, মাহবুব আলম, সারওয়ার তুষার, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, তুজরুবা জাবিন, সুলতান মুহাম্মদ জাকারিয়া, ড. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহদি, অর্পিতা শ্যামা দেব, তানজিল মাহমুদ, অনিক রায়, খালেদা সাইফুল্লাহ, জাবেদ রাসিম, এহতেশাম হক ও হাসান আলী।

দলের দপ্তরে সংযুক্ত রয়েছেন আলাউদ্দিন মুহাম্মদ, ফরিদ উদ্দীন, মোহাম্মদ ফারহাদ আলম ভূঁইয়া, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, মোহাম্মদ মইনুল ইসলাম তুহিন, মুশফিকুর সালেহিন, ড. জাহিদুল ইসলাম, জহিরুল ইসলাম মুসা, হুমায়রা নুর, মুশফিকুর রহমান জুহান, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, শাগুপ্তা বুশরা বিসমা, আহনাফ সাঈদ খান, আবু সাঈদ মোহাম্মদ সুজাউদ্দিন, মীর আরশাদুল হক, ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, মশিউর রহমান, জয়নাল আবেদিন শিশির, মোহাম্মদ মুনতাসির রহমান, গাজী সালাউদ্দিন তানভীর, তামিম আহমেদ ও তাহসিন রিয়াজ।

আংশিক এই কমিটিতে যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হিসেবে মোহাম্মদ আতাউল্লাহ, ডা. মাহমুদা মিতু, মোল্লা রহমতুল্লাহ, এম এম শাহরিয়ার ও জোবায়ের আরিফ এবং যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হিসেবে সাইফুল্লাহ হায়দার, আলী নাসের খান, সাকিব মাহদি, মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ, সাদিয়া ফারজানা দিনা, অলিক মৃ ও হানিফ খান সজীব রয়েছেন।

এছাড়া যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম। এর বাইরে যুব উইংয়ে রয়েছেন ডা. আব্দুল আহাদ, দিলশানা পারুল, আবু হানিফ, আব্দুস জাহের, মাজহারুল ইসলাম ফকির, কৃষিবিদ গোলাম মোর্তজা সেলিম, আশিকিন আলম, ডা. জাহিদুল বারী, কৈলাশ চন্দ রবিদাস, ডেভিড রাজু, শেখ মো. শাহ মইন উদ্দিন, মারজুক আহমেদ ও সাদ্দাম হোসেন।

বিকাল সোয়া ৪টার দিকে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর জুলাই আগস্টে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং নিজ নিজ ধর্মমতে তাদের জন্য দোয়া করা হয়।

এর আগে ¯েøাগানে ¯েøাগানে মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হন বিপুলসংখ্যক ছাত্র-জনতা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘিরে পতাকা হাতে মিছিল নিয়ে উচ্ছ্বাস করেন তারা। দেশের বিভিন্ন জেলা, উপজেলা, মহানগর, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে হাজির হন ছাত্র-জনতা। কানায় কানায় পূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউ।

আরও পড়ুন – শৈলকুপায় মারামারি ঠেকাতে গিয়ে একজন নিহত

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজকের আয়োজনকে কেন্দ্র করে মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশ রুম, পুলিশ বুথ, নারীদের জন্য বুথ, ভিআইপি বুথ ও পানির ব্যবস্থা করা হয়েছে। সংবাদকর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

তেপান্তরের পাকুড়

0

ফাগুনে নতুন পুষ্প পল্লবের সভীত হবে তেপান্তরের পাকুড় গাছটিও। খোকসার কাদিপুর – হুদামহম্মদ পুর বিলের মেঠো পথ ও পাতা ঝড়া পাকুড় গাছটি।

আরও পড়ুন – শৈলকুপায় মারামারি ঠেকাতে গিয়ে একজন নিহত

আরও পড়ুন – একটি অগ্নিকান্ড ও দুর্ভোগ

শৈলকুপায় মারামারি ঠেকাতে গিয়ে একজন নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় বিবাদমান জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ ঠেকাতে গিয়ে প্রতিবেশী নিহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার বন্দেখালী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা সুত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইদ্রিস আলী (ইদুর) সাথে তার ভাই শাকেন আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে বিরোধপুর্ণ জমি দখল করতে যায় ইদ্রিস আলী। সেসময় শাকেন ও তার পরিবারের লোকজন বাঁধা দিলে মারামারি শুরু হয়। এক পর্যায়ে প্রতিবেশী সুফী শেখ তাদের ঠেকাতে গেলে তাকেসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর আহত করে ইদ্রিস আলী। সেখান থেকে আহতদের উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সুফী শেখের শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় সুফী পথমধ্যে মারা যায়।

আরও পড়ুন – একটি অগ্নিকান্ড ও দুর্ভোগ

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ঘটনার সংবাদ শুনেই এলাকা পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একটি অগ্নিকান্ড ও দুর্ভোগ

0

মুহুত্যের মধ্যে আগুন কেড়ে নিয়েছে দিনমুজুর রওশন-রাজিয়া দম্পতির স্বপ্ন। পরনের একটুরা কাপড় ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই। প্রতিবেশীদের দেওয়া পলিথিনের নিচে তাদের রাত কাটে। নতুন শুরু শুরু হয়েছে বাঁচার লড়াই। খোকসার শোমসপুর ইউনিয়নেন ৯ নম্বর ওয়ার্ডের বি-মির্জাপুর গ্রামে ১৯ ফেব্রæয়ারি বিদ্যুতের শট সাকিট থেকে লাগা আগুনে ক্ষতিগ্রস্ত দিনমুজুর পরিবারের কিছু ছবি।

আরও পড়ুন – দলিল জালিয়াতির ঘটনায় সাব রেজিস্ট্রার সুব্রত কারাগারে

আরও পড়ুন –খোকসায় আগুনে পোড়া পরিবারটি পলিথিন টাঙ্গিয়ে বাস করছে

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়াল

চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গায় ফের মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই...

দৌলতপুর সীমান্ত থেকে স্বর্ণসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে এক কেজি ৩৪০ গ্রাম স্বর্ণসহ এক চোরাকারবারীকে বিজিবি‘র আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর...

খোকসায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা রকি বিশ্বাসকে আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যায় আটক রকি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক...

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

দ্রোহ অনলাইন ডেস্ক ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার ভ্যাটিকানের...

শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

দ্রোহ অনলাইন ডেস্ক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার রোন শেখ রেহানা সিদ্দিকসহ তার পরিবারে ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত (লক) করেছে নির্বাচন কমিশনের...