দৌলতপুর সীমান্ত থেকে স্বর্ণসহ চোরাকারবারী আটক

0
4

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে এক কেজি ৩৪০ গ্রাম স্বর্ণসহ এক চোরাকারবারীকে বিজিবি‘র আটক করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান গণমাধ্যমকর্মীদের কাছে প্রেরণ করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২ টা ৫ মিনিটের দিকে টহল কমান্ডার নায়েক মো: শাহজালালের নেতৃত্বে বিজিবি‘র একটি টিম দৌলতপুর সীমান্তের চরচিলমারি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/৩-এস হতে আনুমানিক ৩শ গজ উত্তরে, শূণ্য লাইন হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খারিজাথাক মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে।

এ সময় মুন্সীগঞ্জ সদর উপজেলার রমজান বেগ গ্রামের মৃত সুধির মন্ডলের ছেলে চোরাকারবারী শ্রী রিপন মন্ডলকে (৪২) এক কেজি ৩৪০ গ্রাম ওজনের ১২ টি স্বর্ণের বারসহ হাতে নাতে আটক করে। এ সময় তার সঙ্গী অপর চোরাকারবারী দৌলতপুর উপজেলার চরচিলমারী খারিজাথাক গ্রামের মুজা সরকারের ছেলে মো: নুর আলম সরকার (৩৫) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি আটানব্বই লক্ষ বাইশ হাজার ছয়শত বিশ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ কুষ্টিয়া জেলা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন – খোকসায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

একই সাথে আটক চোরাকারবারীকে ওদৗলতপুর থানা পুলিশের হাতে হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন – পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধসহ সব ধরনের অবৈধ কার্যক্রমের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও চোরাকারবারীসহ চোরাচালানী মালামাল আটকে বিজিবি‘র পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।