বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Home Blog Page 21

খোকসায় আগুনে পোড়া পরিবারটি পলিথিন টাঙ্গিয়ে বাস করছে

0

স্টাফ রিপোর্টার

বিদ্যুতের শট সার্কিটের আগুনে কৃষি শ্রমিক রওশন আলী ও তার দুই পুত্রের বসত ঘর, সমিতি থেকে ঋণ করে এনে রাখা নগদ টাকা সহ সব ভস্ম হয়ে গেছে। তার পর থেকে এক সপ্তাহের বেশী সময় ধরে খোলা আকাশের নিচে পলিথিন টানিয়া পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন। তাদের সাহার্যে এগিয়ে আসেনি রসকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

খোকসা উপজেলা শোসপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বি-মির্জাপুর গ্রামের হতদরিদ্র কৃষি শ্রমিক রওশন আলী বুধবার (১৯ ফেব্রæয়ারি) দুপুরে নাতি নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করে তার বাড়ির বিদ্যুতের শট সার্কিট থেকে মিটারের আগুন লাগে। মুহুত্যের মধ্যে আগুন ছড়িয়ে তার গোটা বাড়িতে। ভস্মে পরিণত হয় ৫ রুমের আধাপাকা বসত ঘর, খাওয়ার জন্য রাখা ধান, পাট, আসবাবপত্র, সমিতি থেকে ঋণ করে এনে রাখা প্রায় ২ লাখ নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল। অগ্নিকান্ডের সময় ঘর থেকে কিছুই বেড় করতে পারেনি স্থানীয় উদ্ধার কারীরা। পরনের কাপড় ছাড়া এই পরিবারের সদস্যদের আর কিছুই নেই।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কৃষি শ্রমিকের ছোট ছেলে টিপু। সে পাখি ভ্যান কেনার জন্য তিন দিন আগে সমিতি থেকে ঋণ করে প্রায় ৭০ হাজার টাকা ঘরে রেখে ছিলেন। ভ্যানের জন্য কিছু টাকা বায়নাও করে ছিলেন। বাঁকী সব টাকাই পুড়ে গেছে। বড় ছেলে মহম্মদ আলীরও পুড়ে গেছে ব্যবসার প্রায় শোয়া লাখ টাকা।

বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখাযায়, কৃষি শ্রমিক রওশন আলীর পোড়া ঘরের প্রায় অর্ধশতাধিক সিমেন্টের খুটি দাঁড়িয়ে আছে। পশ্চিমের পাশের বারান্দায় প্রতিবেশীদের দেওয়া পুরাতন পলিথিন টাঙ্গিয়ে ছোট ছেলে টিপু তার স্ত্রী কে নিয়ে বসবাস করছেন। ঘর পোড়া আগুনের ধুয়ায় বড় ছেলে মহম্মদ আলীর একমাত্র ছেলে অসুস্থ হয়ে পরায় সে এক প্রতিবেশীর বাড়ির আশ্রয় নিয়েছেন। নিকট আত্মীয়রা ছায় সরিয়ে পোড়াটিন ও আসবাব পত্রের অবশিষ্ট অংশ বের করে উঠানে স্তুপ দিচ্ছেন।

গৃহকর্তার স্ত্রী বৃদ্ধা রাজিয়া জানান, তিনি পুকুরে গোসল করতে গিয়ে ছিলেন। প্রতিবেশীদের চিৎকারে তিনি ছুটে বাড়ির দিকে আসেন। ততক্ষনে আগুন তার গোটা বাড়িতে ছড়িয়ে পরেছে। গরু ছাগল ছুটা ছুটি করছিলো। লোকে লোকারণ্য হয়ে গেছে তার বাড়ির চার পাশ। তিল তিল করে গড়া ঘরবাড়ি চোখের সামনে পুরতে দেখেছেন, আর ডুক্কার পেরে কেঁদে ছিলেন।

আগুনে ক্ষতিগ্রস্ত রওশন আলীর ছোট ছেলে ভ্যান চালক টিপু জানান, ব্যাটারি চলা নতুন একটা ভ্যান কেনার জন্য দুই সমিতি থেকে প্রায় পৌনে এক লাখ টাকা লোন নিয়েছিলেন। তার প্রায় সব টাকাই পুড়ে গেছে। তার নতুন ভ্যান কেনার স্বপ্ন স্বপ্নই রয়ে গেলো। মাঝখানে কিছু দেনা হলেন।

রওশন আলী বলেন, জীবন নিয়ে বেঁচে ফিরেছেন এটাই বড় কথা। তিনি নাতি নিয়ে ঘরে শুয়ে ছিলেন। প্রতিবেশীদের চিৎকারে তার ঘুম ভাঙ্গে। ঘর থেকে বেড় হতে না হতেই তার জীবনের সব অর্জন পুড়ে ছাই হয়েগেলো।

তিনি আরও জানান, ঘর-বাড়ি পোড়ার পর প্রতিবেশীদের দেওয়া খাবার খেয়ে বেঁচে আছেন। তারাই কিছু কাপড় দিয়েছেন। সরকারি কোন সহায়তা তিনি পান নি।

আরও পড়ুন – দলিল জালিয়াতির ঘটনায় সাব রেজিস্ট্রার সুব্রত কারাগারে

শোমসপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর আনারুল জানান, বাড়ির পাশেই ক্ষতিগ্রস্ত কৃষি শ্রমিক রওশন আলীর বাড়ি। অগ্নি কান্ডের সময় তিনি নিজের উদ্ধার কাজে ছিলেন। তার পিঠেও আগুনের আঁচ লেগেছে। পরিবারটির সবই পুড়ে গেছে। তাদের সরকারী সাহার্য পাওয়া খুবই জরুরী।

দলিল জালিয়াতির ঘটনায় সাব রেজিস্ট্রার সুব্রত কারাগারে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার সদর উপজেলায় স্বাক্ষর জালিয়াতি ও ভুয়া দলিলের মাধ্যমে দুই বোনের প্রায় ১০ কোটি টাকা মূল্যের সম্পত্তি জবরদখলের ঘটনায় কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক সাব রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তপন রায় তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যার দিকে তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।

সুব্রত কুমার সিংহ (৪৬) বর্তমানে দিনাজপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার হিসেবে কর্মরত। তিনি যশোরের মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের দূর্গাপদ সিংহের ছেলে। কুষ্টিয়ায় কর্মরত অবস্থায় তিনি এ দুর্নীতি অনিয়ম করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

এ মামলার অন্যান্য আসামিরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়ন ভূমি অফিসের সাবেক কর্মকর্তা মেসবাহুর রহমানের (৫৫)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার দুর্বচরা গ্রামের মৃত শাহ উজির উদ্দিনের ছেলে। একই উপজেলার লাহিনী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শামসুল ইসলাম (৩০), দুর্বাচারা গ্রামের শাহ খলিলুর রহমানের ছেলে শাহ ইউসুফ হোসাইন (৩২), লাহিনী গ্রামের আক্তার খাঁর ছেলে সাদ্দাম খাঁ (৩১), লাহিনী গ্রামের মৃত সামাদ খার ছেলে আক্তার হোসেন (৬১), একই গ্রামের আব্দুল খালেকের ছেলে তানভির হোসেন (২৩), নড়াইল জেলার মাধবপাশা গ্রামের হামিদুল হকের ছেলে এসএম জিয়াউর রহমান (৪১), তার স্ত্রী সুমনা (৩০), কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক সাব রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ, একই অফিসের অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুল, পিয়ন নুরুল ইসলাম খোকন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

ভুক্তভোগীরা হলেন- কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের বেড়বাড়াদী গ্রামের মৃত নিয়ামত আলী শেখের মেয়ে জামিলা নাহার শেখ ও জুবাইদা নাহার শেখ। জুবাইদা নাহার শেখ অস্ট্রেলিয়া প্রবাসী এবং জামিলা নাহার শেখ চাকরিজীবী। মামলার বাদী জুবাইদা নাহার শেখ।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ মার্চ ও একই বছরের ১৯ জুন বিকালে কুষ্টিয়া সাব রেজিস্ট্রার অফিসে ভূমি অফিস ও তহসিল অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে ভুয়া দলিলের মাধ্যমে নামজারি তৈরি করে দুই বোনের প্রায় দশ কোটি টাকার মূল্যের ২৮ বিঘা পৈতৃক জমি ও পেট্রলপাম্পের জমি আত্মসাতের চেষ্টা করে। তাদের জালিয়াতির বিষয়টি জানাতে পেরে ভুক্তভোগীরা আদালতের দ্বারস্থ হন।

আদালতের নির্দেশে মামলাটি কুষ্টিয়া পিবিআই অনুসন্ধান শুরু করে। মামলাটি অনুসন্ধানে নেমে কেঁচো খুড়তে বেড়িয়ে আসে সাপ। ভুক্তভোগী দুই বোনের স্বাক্ষর ও টিপসই জাল জালিয়াতি করা হয়। দুই বোনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা দীর্ঘ তেইশ বছরের বিশ্বস্ত কর্মচারী এসএম জিয়াউর রহমান ও তার প্রথম স্ত্রী সুমনাকে বিক্রেতা সাজিয়ে গুলশানের একটি বাড়ীতে জালিয়াত চক্রের উপস্থিতিতে (একজনকে দিয়েই) দুইজন দাত্রীর স্বাক্ষর ও টিপসহি প্রদান করে। জালিয়াত চক্র জমির নামজারী সম্পন্ন করে। তারপর জালিয়াত চক্রের সদস্য ও দলিল গ্রহীতাগণ কয়েকগুন উচ্চ মূল্যে অন্যান্যদের নিকট পেট্রোল পাম্পসহ জমি বিক্রি করে বিপুল অংকের টাকা আত্মসাৎ করে।

তদন্তে ১১ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পান তদন্তকারী কর্মকর্তা পিবিআই কর্মকর্তা রবিউল আলম। তদন্ত শেষে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন তিনি। স্বাক্ষর জালিয়াতি ও ভুয়া দলিলের মাধ্যমে দুই বোনের প্রায় ১০ কোটি টাকা মূল্যের সম্পত্তি জবরদখলের চেষ্টা করেন আসামিরা।

আরও পড়ুন – খোকসায় ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রিুপিং ক্যাম্প

আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম, আদালত পুলিশ ও সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, সাব রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহকে গত ২৬ জানুয়ারি হাইকোর্ট থেকে চিফ জুডিশিয়াল আদালতে ৬ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার আদেশ প্রদান করা হয়। বুধবার তিনি আদালত হাজির হলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

খোকসায় ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রিুপিং ক্যাম্প

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে একদিনের ফ্রি ব্লাড গ্রিুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে খোকসা সরকারী ডিগ্রী কলেজ ক্যাম্পাসের সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কার্যক্রম চলে। খোকসা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের এ ক্যাম্পে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের ব্লাড গ্রিুপিং করান।

কুষ্টিয়া জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি খাজা আহমেদ ফ্রি ব্লাড গ্রিুপিং ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন।

আরও পড়ুন – খোকসায় মন্দিরে মন্দিরে শিব চতুর্দশী পুজা শুরু

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকসা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আবু বক্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক আহসানুল্লাহ কিরণ, খোকসা কলেজ শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক সাবিলিল্লাহ প্রমুখ।

খোকসায় মন্দিরে মন্দিরে শিব চতুর্দশী পুজা শুরু

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার বিভিন্ন পূজামন্দিরে শিব চতুর্দশী পুজা অর্চনা শুরু হয়েছে। তবে ঈশ্বরদীর একটি মন্দিনে পূজা ও উ’সব চলবে চার দিন ব্যাপী।

বুধবার এ উপলক্ষে দুপুরে উপজেলা ঈশ্বরদী পাগলা বাবার ধাম থেকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রা। এই মন্দিরে চার দিন ব্যাপী শিব চতুর্দশী পুজার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

মঙ্গল শোভাযাত্রাটি ঈশ্বরদী পাগলা বাবার ধাম থেকে শুরু হয়ে ইচলাট বটতলা প্রদক্ষিন শেষে সিরাজপুর হাওর নদীর নাগরপাড়া ঘাটে বাবা মহাদেবের পূন্য¯œান অনুষ্ঠিত হয়। পূন্য¯œান ও মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহন করেন ঈশ্বরদী পাগলা বাবার ধামের প্রধান ভক্ত হৃদি বিশ্বাস, সন্যাসী সুমন কুমার মন্ডল, পানু সরকার, কৃষ্ণ সরকার, নিভির সরকার, দেবাশিষ সরকার, ধামের ভক্ত সাধন বিশ্বাস, কানু সরকার, মৃনাল বিশ্বাস, অঞ্জন সরকার সহ দুই শতাধীক ভক্তবৃন্দ।

ঈশ্বরদী পাগলা বাবার ধাম সূত্রে জানা যায়, বুধবার রাতে ৪ প্রহরে বাবা মহাদের পুজা, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার ভক্তিমূলক গান ও লীলা কির্তণ ও প্রসাদ বিতরন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন – বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম পরিবর্তন

একই সময়ে খোকসা কালীবাড়ি শিব মন্দিরে শিব চতুর্দশী উপলক্ষে পূজা-অর্চনা শুরু হয়েছে। চলবে বুধবার দিনগত রাত ভোর।

বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম পরিবর্তন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করেছে অন্তর্র্বতীকালীন সরকার।

বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

নতুন নাম অনুযায়ী, বঙ্গবন্ধু সেতুর পরিবর্তে এটি এখন “যমুনা সেতু” নামে পরিচিত হবে, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নতুন নামকরণ করা হয়েছে “কর্ণফুলী টানেল”।

উল্লেখ্য, যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু ১৯৯৮ সালের ২৩ জুন চালু হয়। অনেকেই এটিকে যমুনা সেতু নামেই ডাকতেন। এমনকি গুগল ম্যাপেও প্রথমদিকে সেতুটির নাম “যমুনা সেতু” হিসেবে দেখানো হয়েছিল, যা পরবর্তীতে বঙ্গবন্ধু সেতু নামে পরিবর্তিত হয়।

আরও পড়ুন – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৮ নেতা বহিষ্কার

অন্যদিকে, চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ২০২৩ সালের ২৮ অক্টোবর উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৮ নেতা বহিষ্কার

0

কুষ্টিয়া প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা ও কুমারখালী কমিটির আট নেতাকে বহিষ্কার ও পাঁচজনকে শোকজ করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।

মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন– কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বায়েজিদ খান হিমু, সদস্য ইমরান খান রানা, কুমারখালী উপজেলা শাখার সংগঠক আতিকুল হাসান আসিফ, যুগ্ম সদস্যসচিব সাকিব হাসান সাব্বির, সদস্য রায়হান হোসেন, আপন, রাজু আহমেদ, রাতুল রায়হান।

শোকজ পাওয়া নেতারা হলেন – কুষ্টিয়া জেলা শাখার সংগঠক আশিক খান, সদস্য সাগর উদ্দিন, আমির হামজা, কুমারখালী উপজেলা শাখার সদস্যসচিব আসাদুজ্জামান খান আলী ও যুগ্ম আহ্বায়ক কাজল হোসেন। তাদের তিন দিনের মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

আরও পড়ুন – পুলিশ সদস্যের নিজের ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় আটজনকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সঙ্গে অসদাচরণ ও বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পাঁচজনকে শোকজ করা হয়েছে।

পুলিশ সদস্যের নিজের ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে নিজের বাড়ির থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।

বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার কাতলামারি এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে মিরপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।

নিহত রাকিবুল ইসলাম কনস্টেবল পদে ছিলেন। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। রাকিবুল কাতলামারি গ্রামের সামু আলীর ছেলে।

জানা গেছে, রাকিবুল ইসলাম বুধবার সকালে শয়নকক্ষের দরজা বন্ধ করে দিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকাল ১০টার দিকে তাকে ডেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিলো না। পরে পরিবারের সদস্যরা দেখেন সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন পুলিশ৷

আরও পড়ুন- ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, রাকিবুল ইসলামের ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো না। তার বাবা একটা ব্যবসা করতেন। তার কাছে বিভিন্ন লোকজন টাকা-পয়সা পায়। একারণে চাপ দেন তারা। মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যার এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শোভাযাত্রা

0

নদীতে আনুষ্ঠানিক পূন্যস্নান শেষে শিব চর্তুদশী যাপনের উদ্দেশ্যে শোভাযাত্রাসহ মন্দিরে চলেছেন কয়েকশ সনাতন ধর্মালম্বী পূর্ণার্থী নারী-পুরুষ। বুধবার দুপুরে কুষ্টিয়ার খোকসার জানিপুর ইউনিয়নের ঈশ্বরদী গ্রাম থেকে ছবিটি তোলা।

আরও পড়ুন – ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

আরও পড়ুন – পলাশ বন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

0

ইবি প্রতিনিধি

কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে বাস উল্টে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থীবাহী আহত হয়েছে।

মঙ্গলবার সকালে ক্যাম্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এতে অন্তত ২০ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। পরে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে, ইবি চিকিৎসাকেন্দ্র ও বাজার সংলগ্ন ডিনপেনসারিগুলোতে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

জানা গেছে, প্রায় ৪০ শিক্ষার্থী নিয়ে কুষ্টিয়ার কাষ্টম মোড় থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে ‘সুহাইল’ নামক বাসটি। চালক অতিরিক্ত গতিতে চালাচ্ছিলেন এবং অন্য গাড়ি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বৃত্তিপাড়া নামক স্থানে রাস্তার ডান পাশে বাসটি উল্টে যায়।

ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী বলেন, চালক অনেক গতিতে চালাচ্ছিলেন। বাসটি রাস্তার বাম পাশেই ছিল। সামনের একটা বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাস থেকে বের হয়ে শিক্ষার্থীরা ড্রাইভারের দোষ দেন। উনার বিরুদ্ধে অনেক অভিযোগ।

আরও পড়ুন – কবর খুঁড়ে দাদি-নাতির কঙ্কাল চুরির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ১২ শিক্ষার্থীকে কুষ্টিয়া মেডিকেলে নেওয়া হয়েছে। এর মধ্যে আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। চারজন একটু বেশি আহত। তাদের ভর্তি করা হয়েছে। আমি আছি এখানেই।

পলাশ বন

0

“লালে লাল ওই পলাশ বন, মন হলো আজ উচাটন, মন মেতেছে মোহল ফুলের বাসে।” মঙ্গলবার কুষ্টিয়ার খোকসা কালীবাড়ি থেকে ছবিটি তোলা।

আরও পড়ুন – কবর খুঁড়ে দাদি-নাতির কঙ্কাল চুরির অভিযোগ

আরও পড়ুন – বৈষম্যবিরোধী ছাত্র নেতার বাড়িতে হামলা

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়াল

চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গায় ফের মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই...

দৌলতপুর সীমান্ত থেকে স্বর্ণসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে এক কেজি ৩৪০ গ্রাম স্বর্ণসহ এক চোরাকারবারীকে বিজিবি‘র আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর...

খোকসায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা রকি বিশ্বাসকে আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যায় আটক রকি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক...

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

দ্রোহ অনলাইন ডেস্ক ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার ভ্যাটিকানের...

শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

দ্রোহ অনলাইন ডেস্ক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার রোন শেখ রেহানা সিদ্দিকসহ তার পরিবারে ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত (লক) করেছে নির্বাচন কমিশনের...