মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
Home Blog Page 33

খোকসার কালীপূজা ও মেলা শুরু

0

স্টাফ রিপোর্টার

খোকসার কালীর বার্ষিক পূজা ও সপ্তাহ ব্যাপী মেলা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।

মঙ্গলবার বিকালে কালী বাড়ির বার্ষিক পূজা মন্দিরে বিশালদেহী কালী মূর্তি স্থাপন করা হয়। সন্ধ্যায় প্রথাগত আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে মাঘি আমাবশ্যার তৃথিতে বার্ষিক পূজার মূল আনুষ্ঠানিকতার শুরু হয়েছে। রাত ভোরে চলবে আরাধনা। বুধবার সন্ধ্যায় গড়াই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ পূজার মূল পর্ব শেষ হবে। কালীর বার্ষিক পূজা উপলক্ষে কয়েকশ দোকানী প্রসাধনি, পূজার সামগ্রী, সাঁখা-শিদুর, বাঁশ-বেত, লোহার সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন। পূজা উপলক্ষে আয়োজিত গ্রামীন মেলায় চলবে সপ্তমী পূজা পর্যন্ত।

ছ’শ বছরের ঐতিহ্যবাহী এ কালী পূজায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। পূজা মন্দিরে আধা কিলোমিটার আগেই পুলিশ চৌকি বসানো হয়েছে। পূজা মন্দিরে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পূজা মন্দির এলাকায় অসংখ্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন –কুষ্টিয়ায় বিপ্লবে আহতদের মানসিক ট্রমা নিরসনে কাউন্সিলিং সভা

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনূল ইসলাম জানান, কালী পূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে থানা পুলিশের সাথে জেলা থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান গুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। পূজা মন্দির ও আশেপাশের এলায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।

কুষ্টিয়ায় বিপ্লবে আহতদের মানসিক ট্রমা নিরসনে কাউন্সিলিং সভা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের মানসিক ট্রমা নিরসনে কাউন্সিলিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার সিভিল সার্জন মোঃ আকুল উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজানুর রহমান, কুষ্টিয়া জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলাম।

আরও পড়ুন – নির্মাণ শ্রমিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ এবং আহতদের যাচাই বাছাই কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ, কুষ্টিয়া বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজ আল মাসুম প্রমুখ। পরে কুষ্টিয়া জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছাসে ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন, জুলাই আগস্টের ছাত্র জনতা ঝিমিয়ে পড়লে হবে না। সদা জাগ্রত থাকতে হবে। যারা আহত ও পঙ্গুত্ববরণ করে মানসিক ট্রমায় ভুগছেন, তারা মানসিক ট্রমা থেকে বের হয়ে আসার জন্য চেয়ারফুল হতে হবে। তিনি আরো বলেন, সব জায়গাতে আমাদের শৃঙ্খলা প্রয়োজন। ব্যক্তিগত জীবনে আমরা এক কথা বলি, অথচ বাস্তবে তা করি না। যার যার যা দায়িত্ব, তাকে সেটা করতে হবে নিষ্ঠার সাথে।

নির্মাণ শ্রমিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে পানি শুন্য একটি পুকুর থেকে এক নির্মাণ শ্রমিকের ক্ষতবিক্ষত মরদেহ পুলিশ উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত মঈন উদ্দীন (৩০) উপজেলার ধলশা গ্রামের মৃত মাজেদ প্রামাণিকের ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।

পুলিশ সূত্র জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে কৃষকেরা গ্রামের মাঠে কাজ করতে গিয়ে শুকিয়ে যাওয়া একটি পুকুরের ভেতর এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন। তারা মিরপুর থানা পুলিশকে বিষয়টি জানায়। খবর ছড়িয়ে পড়লে গ্রামের মানুষ সেখানে ভিড় করে।

পরিবার সূত্র জানিয়েছে, মঈন উদ্দীন সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। সকালে জানতে পারেন তার লাশ পুকুরে পড়ে আছে । কেন কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা কেউ ধারণা করতে পারছে না।

আরও পড়ুন – খোকসায় পেঁয়াজের কালি রাস্তায় ফেলে দিচ্ছে কৃষক

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুর রহমান বলেন, মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের গোয়েন্দা শাখাও কাজ করছে। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের বিষয়টি বিষয়টি প্রক্রিয়াধীন।

খোকসায় পেঁয়াজের কালি রাস্তায় ফেলে দিচ্ছে কৃষক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার কৃষক তোরাপ আলী। সাত কাঠা জমিতে মূলকাটা পেঁয়াজ আবাদ করেছিলেন। দাম না পাওয়ায় ক্ষেত থেকে পেঁয়াজের কালি (ফুল) তুলে রাস্তায় ফেলে দিচ্ছেন। তার মত অনেক কৃষক পেঁয়াজের কালি রাস্তায় ফেলে দিচ্ছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর রেকর্ড পরিমানে ২৭৬৫ হেক্টর জমিতে শীতকালীন চারা পেঁয়াজ আবাদ হয়েছে। এর মধ্যে মূলকাটা পেঁয়াজ আবাদ হয়েছে ৩০ হেক্টর জমিতে। মূলকাটা পেঁয়াজের দুই রকম লাভ হয়। প্রথমে সবজি হিসেবে চড়া দামে পেঁয়াজের কালি (ফুল) বিক্রি করা যায়। দ্বিতীয়োত পেঁয়াজ বিক্রি হয় চাহিদার সাথে।

খোজ নিয়ে দেখা গেছে, গতকাল মঙ্গলবার স্থানীয় প্রধান বাজারে প্রতিকেজি পেঁয়াজের কালি বিক্রি হয়েছে ২০ টাকায়। কিন্তু কৃষক এককেজি কালি আড়তে বিক্রি করে পাচ্ছে ৫ টাকা। তার থেকে কেজি প্রতি আড়দারী কেটে নেওয়া হচ্ছে ২ টাকা। অনিন্ত্রিত আড়ৎদারীর কারণে কৃষক বাজারে ফসল নেওয়ায় অনিহা সৃষ্টি হয়েছে।

উপজেলার কাদিরপুর বিলের মাটির রাস্তা দিয়ে যাওয়ার সময় একাধিক পেঁয়াজের কালির স্তপ চোখে পরে। খোঁজ নিয়ে জানা গেছে এর পেছনের ইতিহাস। কৃষক তার অনিহার কারণেই পেঁয়াজের কালি রাস্তায় ফেলে দিচ্ছে। খুচরা বাজারে এর চাহিদাও রয়েছে।

কৃষক তোরাপ আলী। নিজের ক্ষেত থেকে পেঁয়াজের কালি তুলে এনে রাস্তায় স্তুপ করেছেন। তিনি জানান, ৭ কাঠা জমিতে মূল কাটা পেঁয়াজ আবাদ করেছিলেন। তিনি জমি থেকে পেঁয়াজের কালি তুলে রাস্তা ফিলে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান আড়তে পেঁয়াজের কালী ৫ টাকা কেজি (দুই আটি) বিক্রি হচ্ছে। তার থেকে দুই টাকা আড়ৎদারী দিতে হচ্ছে। ফলে কৃষকের পরিশ্রম বৃথা যাচ্ছে। তাই তার মত এই মাঠের অনেক কৃষক পেঁয়াজের কালি রাস্তায় ফেলে দিচ্ছেন। পেঁয়াজ নামার জন্য এখন আবার লোক দিয়ে কালি ভেঙ্গ রাস্তায় ফেলতে হচ্ছে।

আরও পড়ুন – ব্যাংকের ভিতর থেকে ভিক্ষুকের টাকা নিয়ে গেলো প্রতারক

উপজেলা কৃষি কর্মমর্তা আব্দুল্লাল নোমান বলেন, আড়দার শ্রেণির কারণে কৃষক ক্ষতিগ্রস্তু হচ্ছেন। কৃষিপন্য বিপণন ও মার্কেটি বিভাগ বাজার ব্যবস্থাপনা নিয়ে কাজ কওে থাকে। এ বিষয়ে কৃষি বিভাগের কিছু করার নাই।

ব্যাংকের ভিতর থেকে ভিক্ষুকের টাকা নিয়ে গেলো প্রতারক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় অগ্রণী ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নুরজাহান খাতুন (৬৫) নামে এক নারী ভিক্ষুকের ৯৩ হাজার টাকা নিয়ে পালিয়েছে এক প্রতারক। ব্যাংকের ভিতরেই এ প্রতারণার ঘটনা ঘটে।

রবিবার (২৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে অগ্রণী ব্যাংকের বড়বাজার শাখায় ওই বৃদ্ধা নারী টাকা জমা দিতে গিয়েছিলেন। ভুক্তভোগী নুরজাহান খাতুন শহরের মিলপাড়া চাউলের বর্ডার এলাকার মৃত ককিল উদ্দিন শেখের স্ত্রী। তিনি শহরের বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করেন।

সিসি ক্যামেরার ফুটেজে পর্যালোচনা করে দেখা যায়, সকালের দিকে নুরজাহান খাতুন ও তার মেয়ে দৃষ্টি প্রতিবন্ধী শাবানা খাতুন ব্যাংকের ভেতরে গিয়ে টাকা গুলো জমা দিতে নতুন ব্যাংক হিসাব খুলতে যান। এসময় ব্যাংক কর্মকর্তারা তার কাছ থেকে কয়েকটি টিপসই নেন। এক পর্যায়ে বেলা ১২ টার দিকে ব্যাংকের আসা এক প্রতারক। কৌশলে ভিক্ষারী বৃদ্ধা নুরজাহানের কাছ থেকে ৯৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় কালো রঙের সোয়েটার,নীল প্যান্ট ও কালো জুতা পরা ছিল ওই প্রতারকের।

ভুক্তভোগী নুরজাহান খাতুন বলেন, স্বামীর মৃত্যুর পর থেকেই মা মেয়ে একসঙ্গেই শহরের মিলপাড়া চাউলের বর্ডার এলাকায় থাকি। অনেকদিন ধরে ভিক্ষাবৃত্তি করে এই টাকাগুলো গুছিয়ে ছিলাম। আজ ব্যাংক নতুন অ্যাকাউন্ট খুলে সেই টাকাগুলো রাখার জন্যই মা মেয়ে সকালে ব্যাংকে আসি। এরপর ব্যাংক কর্মকর্তারা কয়েকটি টিপসই নেন। পাশে দাঁড়িয়ে থাকা ওই প্রতারক টাকা জমা দিতে বলে আমার কাছ থেকে ৯৩ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, শেষ সম্বল ওই জমানো টাকাও নিয়ে গেল প্রতারক। আমি পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি মানুষের কাছ থেকে নেওয়া ভিক্ষাবৃত্তি করে আমার এই গচ্ছিত টাকাগুলো উদ্ধারে কাজ করবেন। এই টাকাগুলো পেলে আমি আমার দৃষ্টি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে জীবন যাপন করতে পারবো। তাই ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের কাছে টাকাগুলো উদ্ধারে সহযোগিতা চাই।

অগ্রণী ব্যাংক কুষ্টিয়ার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো, আলমগীর হোসেন বলেন, বিষয়টি দুঃখজনক। তাৎক্ষণিকভাবে আমরা পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ এসে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে গেছে।

আরও পড়ুন – ব্যস্ত কৃষক

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান শিহাব বলেন, ভুক্তভোগী নুরজাহান খাতুন থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্তসহ চোরকে ধরতে পুলিশের টিম মাঠে কাজ করছে।

ব্যস্ত কৃষক

0

মাঘের শীত উপেক্ষা করে বরো ধান আবাদের জমি তৈরীতে ব্যস্ত সময় পারছে কৃষকের। সূর্য পাটে গেলেও কাজ ফুরাচ্ছে না। কৃষকের মতই সমাগত আঁধার উপেক্ষা করে ধবল বকের দল চাষ দেওয়া জমিতে খাবারে সন্ধ্যানে ব্যস্ত। কুষ্টিয়ার খোকসার মানিকাট গ্রামের মাঠ থেকে রবিবার সন্ধ্যায় ছবিটি তোলা।

আরও পড়ুন-দৌলতপুরের বিএনপি নেতাদের বিরুদ্ধে কলেজের গাছ বিক্রির অভিযোগ

দৌলতপুরের বিএনপি নেতাদের বিরুদ্ধে কলেজের গাছ বিক্রির অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর দুই বিএনপি নেতার বিরুদ্ধে কলেজের ৪টি মেহগনি গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কলেজের শিক্ষার্থীরা।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম নান্নু এবং আরেক সদস্য আলাউদ্দিন বাদলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শুক্রবার ছুটির দিনে কলেজের কাউকে না জানিয়ে ওই গাছ কেটে বিক্রি করে দিয়েছেন ওই নেতারা। এ নিয়ে এলাকার ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এদিকে রবিবার গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কলেজের শিক্ষার্থীরা।

কলেজ সূত্রে জানা গেছে, কলেজে নতুন ভবন নির্মাণের জন্য কলেজ কর্তৃপক্ষ ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সমন্বয়ে ৩৫ টি ছোট ছোট গাছ নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়। গত কয়েকদিন ধরে নিলামে বিক্রয় করা ওসব গাছ কাটা হয়। এই সুযোগে উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও বিএনপির সদস্য আরিফুল ইসলাম নানু মাস্টার এবং উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির আরেক সদস্য কলেজ কর্তৃপক্ষকে না জানিয়ে ৪টি গাছ বিক্রি করেন কাঠ ব্যবসায়ী হাবিব ও মোশারফ হোসেন মোশার কাছে। শুক্রবার সকালে বিএনপির ওই দুই নেতার উপস্থিতিতে গাছ চারটি কাটা হয়। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে সমালোচনার ঝড় ওঠে।

সূত্র আরও জানায়, নিলামের বাইরে ওই চারটি মেহগনি গাছের মূল্য প্রায় দুই লক্ষাধিক টাকা। কেউ বুঝতে পারবে না ভেবে নিলামের গাছের সাথে গাছ ৪টি বিক্রয় করেন ওই নেতারা।

নিলামের মাধ্যমে গাছ ক্রয় করেন স্থানীয় ব্যবসায়ী আলামিন। নিলামের বাইরে ৪টি গাছ কাটার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ছোট ছোট ৩৫ টি গাছ নিলামের মাধ্যমে ৩৫ হাজার টাকায় ক্রয় করি। ভ্যাট দিয়ে সর্বমোট ৪২ হাজার টাকা হয়। ৮ হাজার টাকা লাভে গাছগুলো (৩৫টি) ৫০ হাজার টাকায় কাঠ ব্যবসায়ী হাবিব ও মোশারফের কাছে বিক্রি করি। পরে যে চারটি বড় গাছ কাটা হয়েছে সেগুলো নিলামের চিহ্ন করা ৩৫টি গাছের মধ্যে ছিল না। এই গাছগুলো কেন কাটা হয়েছে তা আমার জানা নেই। তবে শুনেছি গাছ একটি ৬০ হাজার টাকার বিনিময়ে আরিফুল ইসলাম নান্নু ও আলাউদ্দিন বাদলের নিকট থেকে ক্রয় করা হয়েছে।

দৌলতপুর কলেজের পিয়ন আব্দুল জলিল জানান, নিলামে বিক্রয়কৃত গাছের সাথে অতিরিক্ত চারটি গাছ শুক্রবার কাঠ ব্যবসাী হাবিব ও মোশারফের লোকজন কেটে নিয়ে যায়। আরিফুল ইসলাম নান্নু ও আলাউদ্দিন বাদলের নির্দেশে গাছ কাটা হয়েছে বলে ব্যবসায়ীরা তাকে জানিয়েছেন। বিষয়টি কলেজের উপাধ্যক্ষ আব্দুস সালাম স্যারকে অবগত করেছি।
অতিরিক্ত গাছ কর্তনের বিষয়ে কাঠ ব্যবসায়ী হাবিব ও মোশারফ বলেন, কর্তৃপক্ষের নির্দেশে ওই ৪টি গাছ কাটা হয়েছে।

দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম জানান, অতিরিক্ত গাছ কর্তনের বিষয়টি আমি অবগত হয়েছি। ব্যক্তিগত কাজে আমি রাজশাহী রয়েছি। কলেজে যাওয়ার পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।

আরও পড়ুন – চোরাই মোটরসাইকেলসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, নিলামের মধ্যে বড় কোন গাছ কাটার সিদ্ধান্ত ছিল না। বিষয়টি শোনার পরপরই বনবিভাগের কর্মকর্তাকে পরিদর্শন করে এ বিষয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে। নিলামের বাইরে কোন গাছ কাটা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিশুর হাঁসি

0

ঝড়ে পড়া কলার মোচার খোলার ডালায় বুনো ফুল সাজিয়ে ঘরের পেছনের রেল লাইনের পাশে খেলায় মেতে উঠেছে শিশুরা। কুড়িয়ে পাওয়া প্রাকৃতিক খেলনায় ওদের খুশির অন্ত নেই। ক্যামেরা তাক করতেই ওদের আনন্দের মাত্রয় ঝলক খেলো গেলে প্রাণ খোলা হাঁসি। পোড়াদাহ- রাজবাড়ি রেল লাইনের খোকসার ধুসুন্ডা গ্রাম থেকে ছবি গুলো তোলা।

 

আরও পড়ুন – চোরাই মোটরসাইকেলসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

 

চোরাই মোটরসাইকেলসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

0

রাজবাড়ি প্রতিনিধি

রাজবাড়ির বালিয়াকান্দিতে চোরাই মোটরসাইকেলসহ ১০ মামলার আসামি রানা শেখ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফ আল রাজিব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বেলা ১১টা নাগাদ বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিউনের বাসিন্দার মামুন হোসেন তার রেজিস্ট্রেশন বিহীন বাজাজ ডিসকভার মোটরসাইকেলটি বালিয়াকান্দি রেজিস্ট্রি অফিসে গলির সোলাইমানের হোটেলের সামনে রেখে একটি কম্পিউটারের দোকানে যান। এ সময় মোটরসাইকেল চোর চক্র সুযোগ বুঝে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় বেলা ২টার দিকে বালিয়াকান্দি থানায় একটা চুরির মামলা করে ভুক্তভোগী মামুন হোসেন। এর প্রেক্ষিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অতঃপর বিকালে পাইককান্দি গ্রামে একটা কীটনাশক ওষুধের দোকানের সামনে থেকে পুলিশ মোটরসাইকেলসহ রানা শেখকে আটক করে ।

আরও পড়ুন – বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত

এ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসামি রানা শেখের বিরুদ্ধে শুধু বালিয়াকান্দি উপজেলায় নয় বরং ফরিদপুর, রাজবাড়ি সদর, মাগুরা জেলাসহ বিভিন্ন এলাকায় ১০টি চুরির মামলা রয়েছে।

বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শনিবার (২৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে ফারুকী লিখেছেন, ‘বাংলা একাডেমী পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। পাশাপাশি এটাও বলা প্রয়োজন, যে আজব নীতিমালা এই ধরনের উদ্ভট এবং কোটারি পুরস্কারের সুযোগ করে দেয় সেগুলা দ্রæত রিভিউ করা আমাদের প্রথম কাজ।’

বাংলা একাডেমি কীভাবে পরিচালিত হবে বা কোন নীতিতে চলবে এই সব কিছুই দেখতে হবে বলে মনে করেন সংস্কৃতি উপদেষ্টা। পোস্টে তিনি আরও লেখেন, ‘একাডেমির আমূল সংস্কারের দিকে আমরা যাবো এখন। দেশের সংস্কার হবে, বাংলা একাডেমীর সংস্কার কেনো নয়?’

এর আগে ২৩ জানুয়ারি বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ দেওয়ার জন্য ১০ জন কবি ও লেখকের নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রস্তাবক কমিটি’র প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৪’-এর সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ অনুমোদন করে।

আরও্র পড়ুন – মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঘোষিত তালিকায় ছিলেন- কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

সর্বশেষ সংবাদ

মামলা হলেই গ্রেফতার নয় – আইন উপদেষ্টা

দ্রোহ অনলাইন ডেস্ক মামলা হলেই গ্রেফতার নয়। অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে দায়ের করা মামলার বস্তুনিষ্ঠতা আছে কি না- তা জানতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে...

ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান

দ্রোহ অনলাই ডেস্ক পাকিস্তানে ভারতের হামলা আসন্ন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছেন তিনি।...

মঙ্গলবার থেকে সারাদেশের সব পলিটেকনিকে টানা শাটডাউন ঘোষণা

দ্রোহ অনলাইন ডেস্ক ছয় দফা দাবিতে আন্দোলনরত কারিগরি ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এবার তারা সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি দিয়েছেন। মঙ্গলবার (২৯...

পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজের আট ঘন্টা পর নদী থেকে স্কুলছাত্র মো.আল আমিনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত আটটার দিকে...

খোকসায় শ্রেণি কক্ষ ও পথে হামলায় আহত দুই ছাত্র হাসপালে ভর্তি

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ায় খোকসায় স্কুলের শ্রেণি কক্ষে ও বাড়ি ফেরার পথে দফায় দফায় হামলায় আহত দুই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার...