বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
Home Blog Page 36

প্রস্তুতি বটে

0

৫৩ তম জাতীয় শীতকালীন ক্রিড়া প্রতিযোগী আসন্ন। আবার স্কুলে স্কুলে চলতি মাসেই বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা শেষ করার নির্দেশনা এসেছে। জানুয়ারির তৃতীয় সপ্তাহ পার হলেও শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌচ্ছেনি। তাই আসন্ন ক্রিড়া প্রতিযোগীতার প্রস্তুতির ধুয়ো তুলে শিক্ষার্থীদের মাঠেই আটকে রাখতে মরিয়া স্কুল কর্তৃপক্ষ। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের “বালিশ বদল” খেলার প্রস্তুতির মহড়ার ছবিটি সোমবার সকালে তোলা।

আরও পড়ুন – কুমারখালীতে ভাই হত্যা মামলায় ভাই-ভাবিসহ গ্রেফতার ৪

কুমারখালীতে ভাই হত্যা মামলায় ভাই-ভাবিসহ গ্রেফতার ৪

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যানচালক ভাই হত্যা মামলায় ছোট ভাই, ভাবি, ভাগ্নেসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার গভীর রাতে উপজেলার পান্টি ইউনিয়নের দক্ষিণ মূলগ্রাম থেকে আসামিদেও গ্রেফতার করা হয়। সোমবার দুপুর ২ টার দিকে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

নিহত মজিবর রহমান শেখ উপজেলার পান্টি ইউনিয়নের দক্ষিণ মুলগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। গ্রেফতারকৃতরা হলেন নিহত মজিবরের ছোট ভাই মজনু শেখ (৫৫) ও তাঁর স্ত্রী সায়েরা খাতুন (৪৫), ভাগ্নে অমিত হাসান (৩৬) ও চাচা নাসির শেখ (৪৫)।

পুলিশ জানায়, বসতবাড়ির জমি এবং ২৫ হাজার পাওনা টাকার জেরে ২০২৪ সালের পহেলা নভেম্বর ভ্যানচালক মজিবর রহমানকে মারপিট করে রক্তাক্ত জখম করেন তার ভাই, ভাবিসহ স্বজনরা। এ ঘটনায় আহত হয়ে তিনি ৩ নভেম্বর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থেকে নিজবাড়িতে চলে যান। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১২ নভেম্বর মারা যান। এ ঘটনায় ১৩ নভেম্বর মজিবরের স্ত্রী শরিফা খাতুন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার বাদী শরিফা খাতুন বলেন, বসতবাড়ির জমি ও পাওনা টাকা চাওয়ার জেরে স্বামীকে হত্যা করেছে নিকটতম আত্মীয়রা। সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করেছি।

আরও পড়ুন – খোকসায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ বলেন, একটি হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

খোকসায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পৃথক পৃথক ভাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) বিকালে খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোকসা থানা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা পৌর বিএনপি’র আহ্বায়ক এ জেড জি রশিদ রেজা বাজু।

বক্তব্য রাখেন খোকসা পৌর বিএনপি’র সদস্য সচিব মোস্তফা শরিফ, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা সালাম লুলু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোকসা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক।

সদ্য ঘোষিত থানা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ খান রাজুর নেতৃত্বে তার নিজের কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার সন্ধ্যায় খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মার্কেটে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির আহবায়ক নাফিজ আহমেদ খান রাজু।

আলোচনা করেন থানা কৃষক দলের আহবায়ক রফিক মন্ডল, পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক কাজী এনামূল হোসান ডলার, পৌর বিএনপিরসাবেক অর্থ সম্পাদক এনামুল কবির, পৌর বিএনপির সিনিয়র আহবায়ক এবিএম হাফিজুল কবির ফারুক, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক এম আব্দুল্লাহ খান, আবু তালেব ডিগ্রী কলেজের সভাপতি সুনাম মোরশেদ, আমিরুল ইসলাম, আবুল কাশেম বাংলা, সবুজ মল্লিক, সোয়েব হাবিব, মিজান মন্ডল প্রমুখ।

আরও পড়ুন –  দৌলতপুরে বিএনপি নেতার বাড়ি থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রিয় পৌর মসজিদের ইমাম আব্দুর রাজ্জাক।

দৌলতপুরে বিএনপি নেতার বাড়ি থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় বিএনপি নেতার ছেলে ও স্ত্রীকে আটক করেছে যৌথবাহিনী।

রবিবার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীচর এলাকায় তার বাড়িতে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ভোরে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকতের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে তার বাড়ি থেকে ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ নগদ টাকা ও এক হাজার পিচ ইয়াবা বড়ি উদ্ধার করে যৌথবাহিনী। পরে লিয়াকতের স্ত্রী কাজল রেখা (৪৬) ও ছেলে আব্রাহাম লিংকনকে (২০) আটক করা হয়। লিয়াকত মেম্বার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। অবশ্য অভিযানের সময় তিনি বাড়িতে ছিলেন না।

স্থানীয়রা জানান, লিয়াকত মেম্বার বৈরাগীর চর এলাকা সহ আশেপাশের এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত। শুধু তাই-ই নয়, সে আশেপাশের জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ও অস্ত্রের ব্যবসা করে। অবৈধভাবে ভারত থেকে সিমান্ত দিয়ে অস্ত্র মাদক আনেন এবং দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করেন। দীর্ঘদিন ধরে তিনি মাদক ও অস্ত্র ব্যবসা করে আসছেন। ৫ আগস্টের পর থেকে সে আরও বেপরোয়া হয়ে ওঠে।

এছাড়াও লিয়াকত আলীর স্ত্রী কাজল রেখা শিক্ষকতার আড়ালে মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত। তার ছেলে আব্রাহাম লিংকনও তাদের ব্যবসার সাথে জড়িত। সে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিভাগে পড়ালেখা করে। লিয়াকত সারাদেশ ব্যাপী মাদক ও অস্ত্র ব্যবসা করে। ৫ আগষ্ট সরকার পতনের পর লিয়াকত তার বাড়ির সামনে লোক দেখানো গরুর ফার্ম করেন। ফার্মের আড়ালে অস্ত্র মাদক ব্যবসায় আরও জোর দেন।

অভিযোগের বিষয়ে কথা বলার জন্য লিয়াকত আলীর সাথে যোগাযোগ চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদ সরকার মঙ্গল বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। যদি এমন হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন – লাফিয়ে গড়াই পার

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, সেনাবাহিনী ও পুলিশের অভিযানে সাবেক ইউপি সদস্য লিয়াকতের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ নগদ টাকা ও এক হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় তার স্ত্রী ও ছেলেকে আটক করা হয়েছে। এবিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে।

লাফিয়ে গড়াই পার

0

গড়াই নদীর এ অংশ দিয়ে বছরের বেশীর ভাগ সময় পারা পারের নৌকা চলে। এ বছর একটু আগেই অংশটি পানি শুন্য হয়ে পরেছে। কিন্তু গড়াই নদী পানির প্রবাহ ঠিক রাখতে গত দুই দশকে ব্যয় করা হয়েছে হাজার কোটি টাকা। কিশোর দল গরু খাওয়ানোর ঘাস কাটতে যাওয়ার সময় লাফিয়ে গড়াই নদীর একাংশ পার হচ্ছে। কুষ্টিয়ার খোকসার হিজলাবট দ্বিপচর আবাসন প্রকল্পকে মূলভূমি থেকে বিচ্ছিন্ন করা গড়াই নদীর একাংশের ছবি এটি।

আরও পড়ুন – খোকসায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

খোকসায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার মিরপুর উপজেলার জামাতের কর্মী খোকন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে খোকসা উপজেলা জামায়াতে ইসলামী।

খোকসা উপজেলা মডেল মসজিদ থেকে উপজেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলটি শুক্রবার বাদ আছর শুরু হয়। পরে স্থানীয় বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, খোকসা কুমারখালী আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো: আফজাল হোসেন, খোকসা উপজেলা জামাতের আমীর মোঃ নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আয়েন উদ্দিন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মতিউর রহমান নাটোরী, খোকসা পৌর জামায়াতের আমীর আব্দুল বারিক, উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ মাওলানা মুর্শিদ আলম, কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন, খোকসা উপজেলা শিবিরের সাবেক সভাপতি আব্দুল আলীম প্রমুখ।

আরও পড়ুন – ঝিনাইদহে নিখোঁজের যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজের যুবকের লাশ উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর সেপটিক ট্যাংক থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকালে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামে সোহেল হোসেনের বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত রুবেল হোসেন (৩০) সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামের পিন্টু মিয়ার ছেলে।

নিহতের চাচা জুয়েল হোসেন বলেন, গত শনিবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে গ্রামের একটি মুদি দোকান থেকে রুবেল বাড়ি ফিরছিল। তার বন্ধুরা সবাই বাড়ি চলে গেলেও সে বাড়িতে আসে না। তার পর থেকেই নিখোঁজ হয়। ইতোমধ্যে পরিবারের পক্ষ থেকে থানায় জিডিসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। সাতদিন পর শনিবার সকালে সোহেলের বাড়ির কাজ করছিল মিস্ত্রীরা। এসময় ওই বাড়ির পেছনে সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হলে টের পায় নির্মাণ শ্রমিকেরা। পরে ঢাকনা খুলে রুবেলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

নিহতের আর এক চাচা আলমগীর হোসেন জানান, গ্রামের মধ্যে রুবেলের মতো এমন ভালো ছেলে হয় না। আমরা বিশ্বাস করতে পারছি না রুবেলের কেউ শত্রু আছে। তাকে কেউ এভাবে খুন করতে পারে। তাকে যেই খুন করুক খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

আরও পড়ুন – রেলের সিগনাল হয় মশাল জ্বেলে

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, আমরা সংবাদ পাওয়া পর ঘটনাস্থলে আসি। এখানে এসে দেখতে পায় নির্মাণাধীন একটি ভবনের পাশে সেপটিক ট্যাংকের ভেতরে একটা লাশ উপুড় করে রাখা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তে হত্যার আসল রহস্য জানা যাবে।

রেলের সিগনাল হয় মশাল জ্বেলে

0

প্রতিটি ট্রেনের ষ্টেশনে প্রবেশের অনুমতি পত্র থাকে লোহার গোলায় বাঁধা টোকেনে সাথে। ষ্টেশনে প্রবেশের আগের মুহুত্যে ইঞ্জিনের চালকের হাতে গোলা না পৌচ্ছালে ট্রেন আর চলবে না। রেলের বিশেষ বাতি জ্বেলে রাতের আধারে ইঞ্জিনের চালকের সাথে যোগাযোগ রক্ষা করা হয়। কিন্তু এখন আর হাতে সিগনাল বাতির (বিশেষ বাতি) ব্যবস্থা নেই। তাই মশাল জ্বেলে একজন পুটার পোড়াদহ থেকে রাজবাড়ী গামী সাটেল ট্রেনের ইঞ্জিনের চালকের হাতে অনুমতি পত্রের গোলা পৌছানোর চেষ্টা করছেন। কুষ্টিয়া জেলা সদরের বড় ষ্টেশনে প্রবেশের মুখে বড়বাজার রেল ক্রসিংএ মশাল জ্বেলে গোলা দেবার চেষ্টা করছেন একজন পুটার পদমর্যাদার রেল কর্মচারী। দু’দিন আগে বৃহস্পতিবার রাতে ছবিটি তোলা।

সীমান্তের কাটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়েছে বিএসএফ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্যরেখায় দেওয়া কাঁটাতারের বেড়ায় ব্যবহার করা মদের বোতল ঝুলিয়ে দিয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে এই চিত্র দেখা গেছে। গত ৬ দিন আগে আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে ওই সীমান্তের শূন্যরেখার প্রায় এক কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে।

বিজিবি সূত্র ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুর ১২ টায় ভারতের কোচবিহার রাজ্যের ৬ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফের ১০ থেকে ১২ জন সদস্য শূন্যরেখায় নির্মিত কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় আসেন। এসময় তারা শূন্যরেখায় নির্মিত কাঁটাতারে মদের ব্যহৃত কাচের বোতল ঝুলাতে শুরু করেন। বিষয়টি স্থানীয়রা দেখে বিজিবিকে খবর দেয়। দহগ্রাম আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দলের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে বোতল ঝুলাতে বিএসএফকে নিষেধ করে। বিএসএফ নিষেধ না মেনে বোতল ঝুলাতে থাকে। একপর্যায়ে কাজ শেষ করে চলে যায়।

দহগ্রাম সরকারপাড়া জব্বার আলী বলেন, ভারত একদম জিরো লাইনে কাঁটাতারের বেড়া দিয়েছে। আমাদের চলাচলেও সমস্যা হয়। আমরা আতঙ্কে আছি। তারপরও বেড়ায় বোতল ঝুলিয়ে দিয়েছে কাঁটাতারের বেড়ায়। এখন বোতলে কিছু রেখেছে কি-না এ নিয়ে আমরা আতঙ্কে আছি।

আরও পড়ুন – তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রংপুর-৫১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন বলেন, এটি নতুন কোন স্থাপনা নয়। বেড়াটি প্রটেকশনের জন্যই তারা বোতল ঝুলিয়েছে। যদি কেউ রাতের আঁধারে বেড়া তুলে নিয়ে যায় সেজন্য তারা কাজ করেছে। আসলে বিএসএফ শূন্যরেখায় বেড়া দিয়ে নিজেই টেনশনে আছে। এজন্য তারা এই প্রটেকশনটি ব্যবহার করেছেন।

তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শিশুপার্ক চত্বরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভা এলাকা থেকে বারোটি দলে ৪৮ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

কর্মশালায় অংশ নেওয়া তরুণ তরুণীরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের ভাবনা উপস্থাপন করেন। উপস্থাপনগুলো সকলের নজর কাড়ে।

এ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আশিকুজ্জামানের সঞ্চালনায় তারুণ্যের উৎসবে উপস্থিত ছিলেন, সরকারি কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আনদোলনের নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক কমিটির স্থানীয় নেতৃবৃন্দ সহ শিক্ষক-শিক্ষার্থী, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার পিএসই ্রপকল্পের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বুধবার বিকালে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা, ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।

আরও পড়ুন – ঝিনাইদহের জামায়াত নেতা হত্যা মামলার আসামি নিহত

সকালে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে বণার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে পৌর শিশুপার্ক চত্বে গিয়ে সমবেত হয়। এ উপলক্ষে বিকালে পৌর শিশুপার্ক চত্বরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সর্বশেষ সংবাদ

পদ্মা নদীতে টর্নেডোর ভিডিও ফেসবুকে ভাইরাল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি উপচে উপরে আকাশ পানে ওঠার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে (ভাইরাল) ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল)...

মাঠ থেকে এক কৃষকের লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামের মাঠ থেকে মোহাম্মদ আলী (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০ টার দিকে...

মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে হুজুর গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে এক মাদ্রাসা ছাত্রকে (১২) যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার হুজুর শেখ সাদী (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ( ২৯ এপ্রিল) দুপুরে তাকে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে খোকসা পৌর এলাকার প্রধান বাজারে পাটজাত...

মামলা হলেই গ্রেফতার নয় – আইন উপদেষ্টা

দ্রোহ অনলাইন ডেস্ক মামলা হলেই গ্রেফতার নয়। অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে দায়ের করা মামলার বস্তুনিষ্ঠতা আছে কি না- তা জানতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে...