লাফিয়ে গড়াই পার

0
52

গড়াই নদীর এ অংশ দিয়ে বছরের বেশীর ভাগ সময় পারা পারের নৌকা চলে। এ বছর একটু আগেই অংশটি পানি শুন্য হয়ে পরেছে। কিন্তু গড়াই নদী পানির প্রবাহ ঠিক রাখতে গত দুই দশকে ব্যয় করা হয়েছে হাজার কোটি টাকা। কিশোর দল গরু খাওয়ানোর ঘাস কাটতে যাওয়ার সময় লাফিয়ে গড়াই নদীর একাংশ পার হচ্ছে। কুষ্টিয়ার খোকসার হিজলাবট দ্বিপচর আবাসন প্রকল্পকে মূলভূমি থেকে বিচ্ছিন্ন করা গড়াই নদীর একাংশের ছবি এটি।

আরও পড়ুন – খোকসায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ