খেজুরের গুড় শীতের পিঠে-পুলির প্রধান উপকরণ। গাছ থেকে রসে পাওয়া সে একযুদ্ধ। প্রায় তিন সপ্তাহ চেষ্টার পর মেলে রস। সেই রস জ্বাল দিয়ে গুড় তৈরী হয়। শিশু গাছি রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুত করছে। কুষ্টিয়ার খোকসার বি-মির্জাপুর গ্রাম থেকে গাছ কাটার ছবিটি তোলা।
শেখ হাসিনার ভারতে অবস্থানের স্ট্যাটাস জানে না ঢাকা
দ্রোহ অনলাইন ডেস্ক
কী স্ট্যাটাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন সে সম্পর্কে স্পষ্ট ধারণা নেই বাংলাদেশের। ভারতের বিভিন্ন মিডিয়ায় সম্প্রতি খবর বের হয়েছে যে, তাকে সে দেশে ‘রেসিডেন্সি পারমিট’ দেওয়া হয়েছে। কোনো কোনো মিডিয়ায় বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। কোনো কোনো মিডিয়ায় বলা হয়েছে যে, তাকে ট্রাভেল পাশও দেওয়া হয়েছে। বিষয়টি সম্পর্কে বুধবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে জানতে চেয়েছিলেন। জবাবে উপদেষ্টা বলেন, ‘আমরাও আপনাদের মতো পত্রিকায় পড়েছি। এ ব্যাপারে আমাদের কী করার আছে!’
ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সুযোগ নেই। কারণ ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় না। তবে রেসিডেন্স পারমিট অনেককে দেওয়া হয়েছে। অতীতে আধ্যাত্মিক নেতা দালাই লামাসহ অনেকে ভারতে আশ্রয় নিয়েছেন। এসব বিষয়ে ভারত সরকার সিদ্ধান্ত নিয়ে তাদের আশ্রয় দেয়। শেখ হাসিনাকে ভারত প্রাথমিকভাবে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছিল। বাংলাদেশ সরকার ইতোমধ্যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে চিঠি দিয়েছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এরপর তিনি ভারতে আশ্রয় নেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচার বিশেষ ট্রাইব্যুনালে করা হচ্ছে। ট্রাইব্যুনাল তাকে আদালতে হাজির করার নির্দেশ দিলে সরকার তাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে ‘নোট ভারভাল’ পাঠায়।
জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো নোট ভারভালের জবাব এখনো ভারতের কাছ থেকে পাওয়া যায়নি।’
আরও পড়ুন – ভারতীয় বিএসএফ দুইদিনে ২ বাংলাদেশিকে হত্যা করল
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাংলাদেশের নোট ভারভাল পাওয়ার কথা স্বীকার করে বলেছেন, শেখ হাসিনার ব্যাপারে ভারতের অবস্থান অপরিবর্তিত আছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সম্প্রতি বাংলাদেশ সফরকালে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ জানায় বাংলাদেশ। বিষয়টি সম্পর্কে তিনি নোট নিয়েছেন বলে জানান পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।
আরও পড়ুন – প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া
ভারতীয় বিএসএফ দুইদিনে ২ বাংলাদেশিকে হত্যা করল
দ্রোহ অনলাইন ডেস্ক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একদিনের ব্যবধানে সুনামগঞ্জ ও হবিগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশিকে হত্যা করল।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে বিএসএফের গুলিতে সাইদুল ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় বিশ্বম্ভপুরের মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক হলেন- উপজেলা গামাইতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় সাইদুল ইসলাম অবৈধভাবে বাংলাদেশি সুপারি নিয়ে মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় বিএসএফ তাকে গুলি করে। পরে ২৮ ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা তাকে উদ্ধার করে। স্থানীয়রা তাকে প্রথমে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ড. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতন্তদের পর জানা যাবে কী ধরনের বুলেট শরীরে লেগেছে।
২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের করাইগড়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২০৯-এর কাছ থেকে আনুমানিক ২০-২২ গজ ভারতের অভ্যন্তরে গামারীতলা নামক স্থানে এক বাংলাদেশি সুপারি নিয়ে চোরাকারবারের উদ্দেশে প্রবেশ করেন। এ সময়ে ১৯৩ ব্যাটালিয়ন বিএসএফের করাইগড়া ক্যাম্পের টহল দল চোরাকারবারিকে লক্ষ্য করে ফায়ার করলে তার পেটে গুলি লাগে বলে গোয়েন্দা সূত্র এবং এলাকাবাসীর মাধ্যমে জানা যায়।
আরও পড়ুন – প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া
আগের দিন মঙ্গলবার হবিগঞ্জের চুনারুঘাটের পর এবার উপজেলার বাল্লা সীমান্তের বড়কিয়া এলাকায় জহুর আলী (৫০) নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও সীমান্তের ওপারের ভারতীয় লোকজন তাকে হত্যা করেছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। হত্যার পর ওই ব্যক্তির লাশ ভারতীয় পুলিশ উদ্ধার করে ত্রিপুরা রাজ্যের খোয়াই মহকুমা হাসপাতালে নিয়ে গেছে।
আরও পড়ুন – জানুয়ারিতেই আসছে পৌনে ২ লাখ টন চাল- উপদেষ্টার
প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া
দ্রোহ অনলাইন ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়েছে। সেখানে তিনি অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলবে সাবেক এ প্রধানমন্ত্রীর।
বুধবার (৮ জানুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন লন্ডনে সাংবাদিকদের এ তথ্য জানান।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলবে বলে জানান তিনি।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, হাসপাতালে ভর্তি করার পর খালেদা জিয়ার বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকদের তাদের প্রাথমিক কার্যকর শুরু করে দিয়েছেন। বৃহস্পতিবার থেকে তার যথাযথ চিকিৎসা শুরু করবেন তারা।
আরও পড়ুন – জানুয়ারিতেই আসছে পৌনে ২ লাখ টন চাল- উপদেষ্টার
তিনি আরও বলেন, খালেদা জিয়া যথেষ্ট হাসিখুশি রয়েছেন। তার মনোবল অনেক শক্ত। তিনি দীর্ঘ জার্নি করে আসার পরেও বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে না উঠে ছেলে তারেক রহমানের গাড়িতে করেই হাসপাতালে এসেছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আরও পড়ুন – কুমারখালী কৃষি অফিসে দুদকের অভিযান
জানুয়ারিতেই আসছে পৌনে ২ লাখ টন চাল- উপদেষ্টার
দ্রোহ অনলাইন ডেস্ক
জানুয়ারি মাসেই সরকারিভাবে এক লাখ ৭৫ হাজার টন চাল দেশে আসবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ চাল এলে বাজারে দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
বুধবার (৮ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান উপদেষ্টা।
ক্রমেই বাড়ছে চালের দাম- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আলী ইমাম মজুমদার বলেন, বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে আমনের ক্ষতি হয়েছে। আমরা চাল আমদানির ব্যবস্থা নিয়েছি। বেসরকারিভাবে চাল আমদানির জন্য শুল্ক প্রত্যাহার করা হয়েছে। ব্যবসায়ীদের চাল আমদানির জন্য উৎসাহিত করছি।
তিনি জানান, এরই মধ্যে ২ লাখ ৫০ হাজার টন চাল আমদানির জন্য দরপত্র চূড়ান্ত করা হয়েছে। মিয়ানমার থেকে জি-টু-জি (দুই দেশের সরকারের মধ্যে চুক্তি) ভিত্তিতে এক লাখ টন চাল আনা হবে। পাকিস্তান থেকে ৫০ হাজার টন চাল আনার বিষয়ে আলোচনা হচ্ছে।
চলতি মাসে সরকারিভাবে এক লাখ ৭৫ হাজার টন চাল আসবে জানিয়ে খাদ্য উপদেষ্টা বলেন, এ চাল এলে দাম কমবে বলে আশা করি।
আলী ইমাম মজুমদার আরও বলেন, চালের শুল্ক ছাড় দিয়েছি, ওএমএস কার্যক্রম চলছে, সেটি আরও জোরদার করা হবে। টিসিবির অধীনে প্রতি মাসে ৫০ হাজার টন চাল দেওয়া হচ্ছে। মার্চ থেকে শুরু হবে খাদ্যবান্ধব কর্মসূচি। এ কর্মসূচির অধীনে ৫০ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে।
আরও পড়ুন – খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মজুতবিরোধী আইন প্রয়োগে জেলা প্রশাসক ও ইউএনওদের নির্দেশনা দেওয়া হয়েছে। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারাও এ বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন।
আরও পড়ুন – কুমারখালী কৃষি অফিসে দুদকের অভিযান
তিনি বলেন, গত ৫ আগস্টের পর দায়িত্ব নিয়ে সরকার একটি বিধ্বস্ত প্রশাসন ব্যবস্থা পেয়েছে। এছাড়া পেয়েছে বিধ্বস্ত পুলিশ, বিধ্বস্ত স্বাস্থ্য ব্যবস্থা। এগুলো একটা সেটে আনতে সময় লাগে। বাই দিস টাইম এটা চলে এসেছে।
খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে
দ্রোহ অনলাইন ডেস্ক
চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পৌঁছানোর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৩টা) তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় বিমানবন্দরে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বেগম জিয়াকে স্বাগত জানান।
এ সময় সেখানে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সাত বছর পর মায়ের দেখা পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মাকে জড়িয়ে ধরেন তিনি। পুত্রবধূ ডা. জুবাইদাও দীর্ঘদিন পর শাশুড়িকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যে পৌঁছানোর পর বিমানবন্দরে কিছু সময় মতবিনিময় শেষে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার রাত সোয়া ৮টার পর খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরের উদ্দেশ্যে গুলশানের বাসা ফিরোজা থেকে রওয়ানা হয়। রাত ১০টা ৫৫ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছান। তাকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত পথে পথে বিএনপির নেতাকর্মীদের ঢল নামে। নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন ¯েøাগান দিয়ে দলের চেয়ারপারসনকে বিদায়ী শুভেচ্ছা জানান।
গাড়িতে খালেদা জিয়ার পাশে ছিলেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতিমা, প্রয়াত ভাই সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দারসহ আত্মীয়স্বজনরা তাকে বিদায় জানান।
বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর তার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন – কুমারখালী কৃষি অফিসে দুদকের অভিযান
দীর্ঘ সাড়ে সাত বছর পর লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেখা হয়েছে। লন্ডনে আরেক পুত্রবধূ জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন।
আরও পড়ুন – কুষ্টিয়ায় ৮ ইটভাটায় অভিযানে ১২ লাখ টাকা জরিমানা
চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য সবশেষ ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। এরপর দেশে ফিরে একাধিক দুর্নীতি মামলায় ২০১৮ সালের শুরু থেকেই কারাবাসে যান তিনি। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনবারের সাবেক এ প্রধানমন্ত্রী।
কুমারখালী কৃষি অফিসে দুদকের অভিযান
কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ক্ষতিয়ে দেখতে দুদক অভিযান চালিয়েছে।
বুধবার দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে কুমারখালী কৃষি অফিসে অভিযান চালানো হয়।
জানা গেছে, প্রাথমিক অনুসন্ধানে উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির সুপারিশকৃত অগ্রাধিকার তালিকা উন্নয়ন সহায়তা ব্যবস্থাপনা কমিটি কর্তৃক অনুমোদিত ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে উন্নয়ন সহায়তা (ভর্তুকী) কার্যক্রমের আওতায় প্রায় ৮ প্রকারের কৃষি যন্ত্র বিতরণে অসঙ্গতির প্রমাণ পেয়েছে দুদক।
উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় কুমারখালীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৮ প্রকারের যন্ত্র কৃষকদের মাঝে বিতরণ করে। যার মধ্যে- কম্বাইন হারভেস্টার (ধান/গম) ৬টি, রাইস ট্রান্সপ্লান্টার (ওয়াকিং) ৭টি, পাওয়ার প্রেসার ১১টি, মেইজ শেলার ৬টি, রিপার ৫টি, সিডার ৫টি, বেড প্লান্টার ১০টি ও পটেটো ডিগার ৭টি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক তারিক মাহমুদুল ইসলাম স্বাক্ষরিত (উপজলা কৃষি অফিসার কে দেওয়া) একটি পত্রের সূত্রে জানাগেছে, উল্লেখিত বরাদ্দকৃত কৃষি যন্ত্র ৩১/০১/২০২৩ তারিখের মধ্যে অনুমোদিত অগ্রাধিকার তালিকা মোতাবেক বিতরণের নির্দেশনা দেওয়া হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে উন্নয়ন সহায়তার (ভর্তুকি) মাধ্যমে যন্ত্র বিতরনে ব্যর্থ হলে প্রকল্প পরিচালককে পত্র মারফত অবহিত করতে হবে। প্রকল্প পরিচালক অনুমোদিত অগ্রাধিকার কৃষক তালিকার অপেক্ষমান তালিকা থেকে পুনরায় যন্ত্র বিতরণের ব্যবস্থা গ্রহণ করবেন।
এ ছাড়াও উন্নয়ন সহায়তার (ভর্তুকি) কৃষি যন্ত্র উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটি ও উপ পরিচালকের প্রতিনিধির উপস্থিতিতে এবং প্রকল্প কার্যালয় থেকে প্রেরিত উন্নয়ন সহায়তা প্রদান পদ্ধতি ও নির্দেশনা মোতাবেক বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
তা সত্তে¡ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমারখালীর সংশ্লিষ্ট কর্মকর্তারা পরস্পর যোগসাজশে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ভুয়া নাম ঠিকানাধারী ব্যক্তিদের মাঝে সরকারি কৃষি উন্নয়ন সহায়তার (ভর্তুকি) কৃষি যন্ত্র বিতরণ করেছেন।
এ প্রতিবেদকের উপস্থিতিতে দুদক কর্মকর্তারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সংরক্ষিত কৃষি যন্ত্র গ্রহণকারী কৃষক তালিকার একাধিক জনকে মুঠোফোনে কল করলে তাঁরা কোনো প্রকার কৃষি যন্ত্র গ্রহণ করেন নাই বলে জানান।
কৃষি উন্নয়ন সহায়তার (ভর্তুকি) কৃষি যন্ত্র বিতরণের কৃষক তালিকা তৈরি ও অনুমোদন সংক্রান্ত বিষয়ে জানতে সাবেক উপজেলা কৃষি অফিসার (বর্তমান অতিরিক্ত উপ পরিচালক চুয়াডাঙ্গা জেলা) কৃষিবিদ দেবাশীষ কুমার দাসের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আরও পড়ুন – কুষ্টিয়ায় ৮ ইটভাটায় অভিযানে ১২ লাখ টাকা জরিমানা
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাইসুল ইসলাম বলেন, আমি উপজেলা কৃষি অফিসার হিসেবে দায়িত্ব নিয়েছি মাত্র কয়েক দিন। তবে দুদক কর্মকর্তারা যে সকল কাগজ পত্র দেখতে চেয়েছেন তা দেখিয়েছি। আরো কিছু প্রয়োজনীয় তথ্য চেয়েছেন তাঁরা।
আরও পড়ুন – কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক নীল কমল পাল জানান, প্রাথমিক অনুসন্ধানে আমরা সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় অনুমোদিত কৃষক তালিকা বহির্ভূত ভুয়া নাম ঠিকানাধারী ব্যক্তিদের মাঝে সরকারি কৃষি উন্নয়ন সহায়তার (ভর্তুকি) অধিকাংশ কৃষি যন্ত্র বিতরণ করা হয়ে থাকতে পারে। এ বিষয়ে অধিকতর তদন্তে যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তাহলে দুদকের উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আাইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়ায় ৮ ইটভাটায় অভিযানে ১২ লাখ টাকা জরিমানা
কুষ্টিয়া ও কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলার ৮ টি ইট ভাটায় অভিযান চালিয়ে ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কুষ্টিয়া সদর উপজেলার ল²ীপুর ও হরিনারায়ণপুরে অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম ও কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট হাবিবুল বাসার। অভিযানে এনএসআর ব্রিকসকে ৩ লাখ, ফাইভ স্টারকে ২ লাখ, এএফএনআর ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার ও এইচএনআর ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে রিফাতুল ইসলাম বলেন, এসব ভাটায় পুনরায় কার্যক্রম পরিচালিত হলে পরবর্তীতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন – কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
অন্যদিকে কুমারখালী উপজেলায় চারটি ইট ভাটায় অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন – মহেশপুর সীমান্তে বিজিবির হাতে ২৪ জন আটক
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, ভাটার কার্যক্রমের পরিধি বিবেচনায় ইট প্রস্তুতকারক আইনে জরিমানা করা হয়েছে।
কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে বিতর্কিত আখ্যা দিয়ে অবিলম্বে বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির ত্যাগী ও পদবঞ্চিত নেতা-কর্মীরা।
বুধবার দুপুরে শহরের ইসলামিয়া কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মজমপুর রেল গেটে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে দাবী জানানো হয় বিগত ১৫ বছর আওয়ামী দুঃশাসনে নির্যাতিত নিষ্পেষিত নেতাদের বাদ দিয়ে জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। যারা এই কমিটিতে পদ পেয়েছেন তাদের দীর্ঘ ১৫ বছর আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এ কারণে অবিলম্বে আহ্বায়ক কমিটি বাতিল করে দলের ত্যাগী নেতাদের নিয়ে নতুন করে কমিটি গঠনের দাবি জানানো হয় সমাবেশ থেকে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামিমুল হাসান অপু, যুগ্ম সম্পাদক কাজল মজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, মেজবাউর রহমান পিন্টু, জেলা কৃষক দলের সাবেক সভাপতি গোলাম কোবিরসহ অন্যান্য নেতারা।
এর আগে গত সোমবার (৬ জানুয়ারি) সকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির পদ বঞ্চিত ও ত্যাগী নেতা কর্মীরা।
তিন দিনের এই কর্মসূচির মধ্যে ছিল আজ বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আগামী ১২ জানুয়ারি ঢাকায় বিএনপি’র কেন্দ্রীয় অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও অনশন এবং আগামী ১৬ জানুয়ারি কুষ্টিয়ায় অনশন ও বিক্ষোভ সমাবেশ।
আরও পড়ুন – মহেশপুর সীমান্তে বিজিবির হাতে ২৪ জন আটক
প্রসঙ্গত গত বছরের ৪ নভেম্বর কুষ্টিয়া জেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়। পরবর্তীতে কুষ্টিয়া জেলা বিএনপির ত্যাগী, পরীক্ষিত ও শেখ হাসিনার ১৬ বছরে কারা নির্যাতিত নেতা-কর্মীদের বাদ দিয়ে পূর্ণাঙ্গ ৩১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বিতর্কিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে নেতা কর্মীরা গত বছরের ০৬ নভেম্বর বিক্ষোভ মিছিল এবং গত ১৭ নভেম্বর মানববন্ধন কর্মসূচি পালন করেন।
আরও পড়ুন – এইচএসসি পরীক্ষা জুনের শেষ সপ্তাহে
মহেশপুর সীমান্তে বিজিবির হাতে ২৪ জন আটক
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ২৪ জনকে আটক করেছে মহেশপুর ব্যাটিলিয়ন (৫৮ বিজিবি)।
বুধবার (৮ জানুয়ারি) বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৫৮ বিজিবির বেশ কয়েকটি টহল দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রাতভর মহেশপুর উপজেলার বাঘাডাংগা, পলিয়ানপুর, জীবননগর এবং খোসালপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টার সময় ২৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ১৩ জন পুরুষ এবং ৫ জন শিশু রয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন – কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কমিটি বাতিলের দাবি
উল্লখ্য, চলতি জানুয়ারী মাসে ৮৯ জন এবং গত বছর ২ হাজার ৩১১ জনকে আটক করে ৫৮ বিজিবি। এদের মধ্যে বাংলাদেশি ২ হাজার ২৫৭ জন, ভারতীয় ৩৪ জন এবং রোহিঙ্গা ২০ জন রয়েছে।