কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে ডুবে এক পোশাক শ্রমিকে মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার দুপুরে উপজেলার চর সাদিপুর ইউনিয়নের সাদিপুর ঘাট এলাকায় এঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ছাকির প্রামাণিক (১৮)। তিনি চর সাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাবলু প্রামাণিকের ছেলে। তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন।
চর সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেছের আলী খাঁ পোশাক শ্রমিকের মৃত্যু সংবাদ নিশ্চিত করেন। তিনি জানান, ছাকির বন্ধুদের সাথে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে গিয়েছিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।