বুধবার, ৭ মে, ২০২৫
Home Blog Page 686

করোনা উপসর্গ নিয়ে ভ্যানচালকের মৃত্যু

0
meherpur-dro-13-p9-compressed
ম্যাপে মেহেরপুর।

দ্রোহ অনলাইন ডেস্ক

মেহেরপুরে করোনা আক্রান্ত হয়ে পলাশ আহাম্মেদ (৬০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শনিবার জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তির পর পরই তিনি মারা যান।

মৃত পলাশ আহাম্মেদ গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের মৃত সাকের আলীর ছেলে।

মেহেরপুরের সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দীন জানান, মৃত ওই ব্যক্তি বেশ কিছু দিন যাবৎ হৃদরোগ ও এ্যাজমার সমস্যায় ভুগছিলেন। এর আগে তিনি অসুস্থ অবস্থায় গাংনী হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন। তিনি আরও জানান, এবার সুস্থ্ না হওয়ায় তার স্বজনরা সকালে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

তিনি আরো জানান, মৃত ওই ব্যক্তির জ্বর, ঠান্ডা, কাশি থাকায় তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে সেখানে নেওয়ার পর পরই তিনি মারা যান । সিভিল সার্জন জানান, মৃত ব্যক্তির দেহের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই সঙ্গে স্বাস্থ্য বিধি মেনে তাকে দাফন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, ইসলামী ফাউন্ডেশনের একটি টিম ও সহকারী কমিশনার ভুমি ইয়ানুর রহমানসহ গাংনী থানা পুলিশ করোনা উপসর্গ নিয়ে মৃত ওই ব্যক্তির মরদেহ দাফনের ব্যবস্থা করছে।

সোমবার পবিত্র ঈদুল ফিতর

0
Eid--Dro-23p-8-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সোমবারে ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নূরুল ইসলাম। এছাড়া সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এবারে পবিত্র রমজানের ৩০ টি রোজা পূর্ণ হচ্ছে। রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন।

সভায় ধর্ম সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪১ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। রোববার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। সোমবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ পরিস্থিতিতে ভিন্ন পরিবেশে এসেছে ঈদের বারতা। যেখানে দীর্ঘ এক মাস রোজা রাখার পর দেশের মুসলমানদের ঈদের আনন্দে মেতে ওঠার অপেক্ষায় থাকার কথা, সেখানে করোনা থেকে বাঁচতে লকডাউন ও সামাজিক দূরত্ব নিশ্চিতে দুই মাস ধরে কাটছে বন্দিদশায়।

করোনা শনাক্তে নতুন রেকর্ড, ২০ জনের মৃত্যু

0
Coronavirus-3-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে মহামারি করোনা ভাইরাস ২৪ ঘণ্টায় আরও ২০ জনের প্রাণ কেড়ে নিয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪৫২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন এক হাজার ৮৭৩ জন। এঅব্দি করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ হাজার ৭৮ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় আরও নয় হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের দিনের কিছু মিলিয়ে ১০ হাজার ৮৩৪টি নমুনার। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৮৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৩৪ হাজার ৬৭৫টি। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২ হাজার ৭৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২০ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫২ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন। দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এখন ছয় হাজার ৪৮৬ জনে।

যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও চারজন নারী আছেন। চট্টগ্রাম বিভাগের ৮জন, ঢাকা বিভাগের ৪ জন, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ২ জন এবং ১ জন করে আছে সিলেট ও খুলনা বিভাগে। ১৫ জন মারা গেছেন হাসপাতালে, বাসায় ৪ জন এবং হাসপাতালে আনার পথে মারা গেছেন একজন। বয়সের দিক থেকে ২১ থেকে ৩০ বছর বয়সী দুজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব আটজন, ষাটোর্ধ্ব তিনজন এবং সত্তরোর্ধ্ব একজন।

শনিবারের নিয়মিত হেলথ বুলেটিনে বলা হয়, করোনা রোগী শনাক্ত বিবেচনায় এখন পর্যন্ত দেশে সুস্থতার হার ২০ দশমিক ২২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪১ শতাংশ।

আজ সন্ধ্যায় জানা যাবে ঈদ কবে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে কবে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে তা জানা যাবে আজ শনিবার সন্ধ্যায়।

ঈদুল ফিতর রবিবার না সোমবার অনুষ্ঠিত হবে তার তারিখ নির্ধারণে আজ শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত হবে।

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শনিবার বাদ মাগরিব এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ। ইসলামিক ফাউন্ডেশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

সভায় ১৪৪১ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে। একমাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

সন্ধ্যায় দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে রোববার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে সোমবার।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সংবাদ পত্রে ঈদের ছুটি ৫ দিনের

0
Eid-dro-23-p-4-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

ঈদুল-ফিতরের ছুটিতে আগামী ২৫ থেকে ২৯ মে সংবাদপত্র প্রকাশিত হবে না।

ঈদ উপলক্ষে সংবাদপত্রে ২৪ থেকে ২৮ মে পর্যন্ত ছুটি চলবে বলে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) বুধবার জানিয়েছে।

তাই, ২৫ থেকে ২৯ মে কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না বলে নোয়াব সভাপতি একে আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সাধারণত দেশে ঈদ উপলক্ষে ছুটির কারণে তিন দিন সংবাদপত্র প্রকাশিত হয় না। এবারে করোনা প্রকোপে এই ছুটি দুই দিন বাড়ানো হল।

ইমাম মুয়াজ্জিনদের উপহারের টাকা তুলে দিলেন তথ্য প্রতিমন্ত্রী

0
Eid-upohar-Dro-23p6-compressed
মসজিদে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের টাকা দেওয়া হয়।

দ্রোহ অনলাইন ডেস্ক

জামালপুরের সরিষাবাড়ির পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মসজিদের ঈমাম, মুয়াজ্জিন ও খাদেমের হাতে ৫ হাজার টাকা করে ঈদ উপহার তুলে দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান।

প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, করোনার কারণে এবার তারাবিতে মুসল্লিরা সংখ্যা কম থাকায় আর্থিক সংকটে আছেন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা । এ বিষয়টি গভীর মমতা দিয়ে উপলব্ধি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব মসজিদে এ উপহার পাঠিয়েছেন। এ কর্মসূচির অংশ হিসেবে সরিষাবাড়ির ৫৮৩ মসজিদে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের টাকা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ সংগঠনের নেতাকর্মীরা।

আম্পানের প্রভাব কাটেনি ঝিনাইদহে বিদ্যুতে

0
Amfan-Dro-23-p-3-compressed
ঝড়ে ক্ষতিগ্রস্থ বিদ্যুতের লাইন।

দ্রোহ অনলাইন ডেস্ক

ঝিনাইদহে ঘুর্ণিঝড় আম্পান আঘাত হানার দুই দিন পার হয়ে গেলেও জেলার সিংহভাগ এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বুধবার সকালে দমকা হাওয়া শুরু হলে ঝিনাইদহ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। পরদিন বৃহস্পতিবার রাতে শহরের গুরুত্বপূর্ণ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। তবে গ্রামাঞ্চল এখনও অন্ধকারে ডুবে আছে।

জেলার বিদ্যুৎ বিতরণ সংস্থার কর্মকর্তারা বলেন, প্রলংয়কারী আম্পানের তান্ডবে পল্লী বিদ্যুতের প্রায় দু’শ পোল ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৩০টি পিলার ভেঙে পড়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে বৈদ্যতিক সংযোগ লাইন ছিঁড়ে যায়। কিছু কিছু এলাকায় বিদ্যুৎ লাইন সংস্কার কাজ চলছে। তবে কবে বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক হবে তা বলতে পারেনি স্থানীয় কর্মকর্তারা।

এস আলম গ্রুপের প্রয়াত পরিচালকের দাফন

0
SALOM-Dro-23-P1-compressed
ফাইল ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া এস আলম গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোরশেদুল আলমকে (৬৫) শুক্রবার গভীর রাতে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

পটিয়া পৌর সদরের ৪ নং ওয়ার্ডের নিজ পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে রাত ১০টা ৫০ মিনিটে আন্দরকিল্লাহ সরকারি জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে একটি অ্যাম্বুলেন্সযোগে তার মরদেহ চট্টগ্রাম শহর থেকে পটিয়ায় নিয়ে আসা হয়। এস আলম জামে মসজিদ কমপ্লেক্স চত্বরে সামাজিক দূরত্ব নিশ্চিত করে জানাযা অনুষ্ঠিত হয়।

এস আলম পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ দেড় শতাধিক সদস্য মরহুমের জানাজায় অংশ নেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। মোজাহের আনোয়ার ও চেমন আরা বেগমের এই জ্যেষ্ঠ পুত্রের জানাজায় তার বাকি ছয় ভাইয়ের মধ্যে কেউই উপস্থিত থাকতে পারেননি। তবে মোরশেদুল আলমের দুই পুত্র মাহমুদুল আলম আকিব ও ফসিউল আলম, ভাগ্নে মোস্তান বিল্লাহ আদিল, এস আলম গ্রুপের চেয়ারম্যানের পিএস আকিজ উদ্দিন উপস্থিত ছিলেন।

পরিবারের মেজ সদস্য ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বর্তমানে পরিবারসহ সিঙ্গাপুরে অবস্থান করছেন। অপর চার ভাই মোরশেদুল আলমের সঙ্গেই করোনাভাইরাসে আক্রান্ত হন। গত ১৭ মে চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবের পরীক্ষায় সাইফুল আলম মাসুদের পরিবারের এই সদস্যরা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। তারা হলেন, এস আলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম, এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবু, ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ও এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম এবং এস আলম গ্রুপের পরিচালক ওসমান গণি। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন ওই পরিবারের ৩৬ বছর বয়সী এক নারীও।

করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে মোরশেদুল আলম তার অন্য চার ভাইয়ের সঙ্গে নগরীর সুগন্ধার বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু বৃহস্পতিবার বিকেলে মোরশেদুল আলমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ ওয়ার্ডে আগে থেকেই এস আলম পরিবারের আরেক সদস্য রাশেদুল আলম চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতে শয্যা না থাকায় তুলনামূলক ভাল অবস্থায় থাকা ছোট ভাই রাশেদুল আলমকে সরিয়ে মোরশেদুল আলমকে জায়গা করে দেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

ভার্চুয়াল সিদ্ধাত রবিবার সৌদিতে ঈদ

0
Ramadan-Eid-DRO-23-P 2-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

শুক্রবার সৌদি আরবে ১৪৪১ হিজরির পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় রবিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। দেশটির সুপ্রিম কোর্ট ঈদ উৎযাপনের এ ঘোষনা দিয়েছে বলে সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে গালফ নিউজ এ খবর নিশ্চিত করেছে।

সংযুক্ত আরব আমিরাত সরকারের চাঁদ দেখা কমিটি শুক্রবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে না পেয়ে দেশটির আইনমন্ত্রীর শরণাপন্ন হন। অবশেষে আইনমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকের পর রোববার ঈদ উদযাপনের এ সিদ্ধান্ত হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরেও শুক্রবার চাঁদ দেখা যায়নি। এ দেশগুলোতেও রোববার ঈদ উদযাপিত হবে।

করোনা মহামারির মধ্যে ঈদ উদযাপনে কড়াকড়ি আরোপ করেছে বিভিন্ন দেশ। সৌদি আরব ঈদের ছুটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করার ঘোষণা দিয়েছে।

অবেশেষে ৪৪ ঘন্টা পর বিদ্যুৎ এলো, বন্টন হচ্ছে রেশনিং পদ্ধতিতে

0
kushtia-droho22p1-compressed
প্রতিকী ছবি।

স্টাফ রিপোর্টার

জাতীয় গ্রীড লাইনের কুষ্টিয়ার বটতৈল সাব ষ্টেশনে অগ্নিকান্ডের ফলে খোকসা ও কুমাখালী এলাকায় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। প্রায় ৪৪ ঘন্টা পর আবার বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়েছে। তবে বিদ্যুৎ মিলছে রেশনিং পদ্ধতিতে।

কুমারখালী পল্লী বিদ্যুতের জোনাল অফিস সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় জাতীয় গ্রীডের বটতৈল সাব ষ্টেশনের একাংশে আগুন ধরে একটি পাওয়ার ট্রান্সফরমার পুড়ে যায়। অপর একটি পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় কুমারখালী ও খোকসা উপজেলার বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। পলে দুই উপজেলার প্রায় লক্ষাধিক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরে। শুক্রবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কুষ্টিয়ার বটতৈল সাব ষ্টেশনে পুড়ে যাওয়া বিদ্যুতের ট্রান্সেফরমার মেরামত চলছিল। এ কারণে বটতৈল সাবষ্টেশন থেকে বিদ্যুৎ সঞ্চালন চালু করা সম্ভব হয়নি।

ঘুর্ণীঝড় আম্পান শুরু হওয়ার কিছু সময় আগে জাতীয় গ্রীডের বটতৈল সাব ষ্টেশন থেকে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। এর পর থেকে শুক্রবার বিকাল পৌনে ৪ টা পর্যন্ত প্রায় ৪৪ ঘন্টা বিদ্যুৎ না থাকায় জনজীবনের চরম বিপর্যয় নেমে আসে। বন্ধ হয়ে যায় জরুরী চিকিৎসা সেবা, উৎপাদন বন্ধ হয়ে যায় কলকারখানা গুলোতে।

অবশেষে শুক্রবার বিকাল পৌনে ৪ টার দিকে মিরপুর সাব ষ্টেশনের মাধ্যমে খোকসা উপজেলা সদর এবং ফরিদপুর জাতীয় গ্রীড থেকে বিদ্যুৎ নিয়ে কুমারখালী উপজেলা সদরের অধিক গুরুত্বপূর্ন এলাকায় বিদ্যুৎ সঞ্চালন শুরু করা হয়। তবে এখন রেশনিং পদ্ধতিতে দুই ঘন্টা পর এক ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানা গেছে।

কুমারখালী পল্লী বিদ্যুতের দায়িত্ব প্রাপ্ত ডিজিএম এবিএম মিজানুর রহমান জানান, পল্লী বিদ্যুৎ ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিশন কোম্পানি (ওজোপাডিকো) থেকে বিদ্যুৎ কিনে সরবরাহ করে। আম্পান ঝড় হানা দেওয়ার কিছু সময় আগে গ্রীড লাইনের বটতৈল সাব ষ্টেশনের একটি ট্রান্সফরমারের আগুন লেগে যায়। আংশিক ক্ষতি গ্রস্থ হয় আর একটি ট্রান্সফরমার। বিকল হয়ে যাওয় ট্রান্সফরমারটি আপাতত মেরামত করা হচ্ছে। পুড়ে যাওয়া ট্রান্সফরমারটি মেরামত করতে সময় লাগতে পারে। তাই সাব ষ্টেশনটি ঠিক না হওয়া পর্যন্ত আপাতত জেলা ব্যাপী রেশনিং সিষ্টেমে বিদ্যুত সরবরাহ করা হবে।

সর্বশেষ সংবাদ

খোকসায় অবৈধ কারেন্ট জাল বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার গড়াই নদীতে অভিযান চালিয়ে উদ্ধার করা অবৈধ কান্টে জাল ও চায়না দোয়ার পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী...

প্রতারণার অভিযোগে নারী চিকিৎসককে পুলিশে দিয়েছে জনতা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় চিকিৎসক শারমিন সুলতানার বিরুদ্ধে সরকারি চাকরি দেয়া, ঘর, জমি, ভাতা দেয়াসহ বিভিন্ন প্রলোভন দিয়ে প্রায় অর্ধ শতাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০...

কুমারখালীর পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ...

খোকসায় অবৈধ ড্রেজার ও বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমান

স্টাফ রিপোর্টার জনতার বাধায় গড়াই নদী থেকে অবৈধ বালি উত্তোলকারী ব্যবসায়ীর ড্রেজার ও নৌকা পিছু হটলো। তবে ব্যবসায়ী ও নৌকার মালিকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে...

বিএনপির অফিসে অগ্নি সংযোগের মামলায় দুই জন আটক

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার রাতের আঁধারে ওসমানপুর ইউনিয়ন বিএনপির অফিসে টাঙানো দলীয় প্রধানদের ছবিতে অগ্নি সংযোগের ঘটনায় দায়েকৃত মামলার দুই আসামিকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলেন...