করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ২২ হাজার ৬৬০ জন

0
137
Corona-Dro-24-p-6
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে এ পর্যন্ত প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ২২ হাজার ৬৬০ জনে। ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ৪৬২ জনের দেহে করোনা ভাইরাস রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। অপরদিকে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৩৭ জন।

বুধবার করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, দেশে ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৪৩৩টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এসব পরীক্ষায় নতুন করে ৩ হাজার ৪৬২ জনের দেহে করোনা ভাইরাস এর সংক্রমণ বিদ্যমান। এ অব্দি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ২২ হাজার ৬৬০ জন।

বুধবার সকাল ৮টা অব্দি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৭ জনের। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৫৮২ জনের মৃত্যু হলো। সর্বশেষ মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৮ জন পুরুষ এবং ৯ জন নারী। মৃত ব্যাক্তিদের মধ্যে হাসপাতালে ৩৪ জন ও বাড়িতে ৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

করোনা টেস্টের নামে স্বামী-স্ত্রীর প্রতারণা