কুমারখালীতে মাদকের আস্তানায় র‌্যাবের হানা

0
117
র‌্যাবের অীভযানে আটক মাদক কারবারি

কুমারখালী প্রতিনিধি

কুমারখালী শহরের চিহ্নিত মাদক আস্তানায় র‌্যাব অভিযান চালিয়ে ৬৬ লিটার চোলাই মদসহ সাদেক হোসেন (৬০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।

শনিবার দুপুরে কুমারখালী পাবলিক লাইব্রেরী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আটক সাদেক কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকার আজমত আলী শেখের ছেলে।

শনিবার সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া র‌্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।

আরো পড়ুন – কুষ্টিয়ায় আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য আটক

তিনি জানান, শনিবার দুপুরে কুমারখালী থানাধীন পাবলিক লাইব্রেরীর পাশে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ৬৬ লিটার চোলাই মদ (যাহার মূল্য আনুমানিক ৩৩ হাজার টাকা) সহ সাদেক হোসেন (৬০) গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে কুমারখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।