কুষ্টিয়ায় শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত

0
124

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় শিশু সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রধান অতিথি থেকে কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন দৈনিক বাংলাদেশ বার্তা’র সম্পাদক আবদুর রশীদ চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন কুষ্টিয়া প্রেসকাবের সভাপতি আল মামুন সাগর ও মিরপুর প্রেসকাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার।

ইউনিসেফ’র সহযোগিতায় হ্যালো বিডি নিউজ ২৪ ডট কম’র উদ্যোগে দুই দিন ব্যাপী এ শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় জেলার বিভিন্ন শিা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সী ২০ জন শিশু শিার্থী অংশগ্র্রহণ করে। শুক্রবার সকালে শুরু হওয়া কর্মশালায় প্রশিক ছিলেন সাংবাদিক আফরিন মিম।

আরো পড়ুন – কুমারখালীতে মাদ্রাসার শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগ

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে ইউনিসেফ’র সহযোগিতায় bdnews24.com দেশব্যাপী ধারাবাহিকভাবে এ কর্মশালার আয়োজন করে আসছে।