খোকসা উপজেলা পরিষদের উপনির্বাচন ২ নভেম্বর

0
128

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের উপনির্বাচনের তপশিল ঘোষনা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর এ উপনির্বাচনের ভোট গ্রহন হবে। ভোট হবে ইলেকট্রনিক্স ভোটিং মোশিনে (ইভিএমএ)। তফশিল ঘোনার পর থেকে উপনির্বাচনের আওয়ামী লীগের দলীয় মনোনয় নিয়ে রাজনৈতিক মহলে নানা হিসাব নিকাশ শুরু হয়েছে।

রবিবার বিকালে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তার তার ভেরিফাইড ফেসবুকে উপজেলা পরিষদের আসন্ন উপনির্বাচনের দিন তারিখ একটি কপি প্রকাশ করেন।

ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিল ৬ অক্টোবর, বৃহস্পতিবার। বাছায় ১০অক্টোবর, সোমবার। আপিল দাখিল ১১ থেকে ১৩ অক্টোবর ,মঙ্গল থেকে বৃহস্পতিবার। আপিল নিস্পত্তি ১৪-১৬ অক্টোবর, শুক্র থেকে রবিবার। প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, সোমবার। প্রতীক বরাদ্দ ১৮ অক্টোব, মঙ্গলবার। ভোট গ্রহন ২ নভেম্বরর, বুধবার, সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। উপজেলা নির্বাচনে ৯৬ হাজার ৪৯৭জন ভোটার ভোট দেবেন বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন- খোকসায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হরানারি অভিযোগ

আসন্ন উপনির্বাচরে আওয়ামী লীগেরে দলীয় নৌকা প্রতীক পেতে প্রায় আফ ডজন নেতা দৌড় ঝাপ শুরু করেছেন। এ ছাড়া সতন্ত্র প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।