খোকসায় করোনা কালে হতদরিদ্র শিশুরা পেল খাবার

0
394

নাজমুল হাসান

করোনা প্রার্দুভাবে ঘরবন্দী আশ্রয়ণ প্রকল্পের প্রায় দেড়’শ শিশু ও বিধবাদের মধ্যে একদিনের দুপুরের খাবার বিতরণ করেছে একটি সামাজিক সংগঠন।

Khoksa-Dro-19-p-2-compressed
দুঃস্থ শিশুদের মধ্যে খাবার পরিবেশন

করোনা প্রার্দুভাব শুরুর থেকে স্থানীয় জোনাকির আলো ও স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন নামের সংগঠন দুটি ঘরবন্দী মানুষের জন্য ত্রান সামগ্রী আবার কখনো রান্না করা খাবার পৌঁছে দিয়ে আসছে। এরই রাধাবাহিকতায় শুক্রবার দুপুরে খোকসার হিজলাকর আশ্রয়ণ প্রকল্পের হত দরিদ্র শিশু ও বিধবাদের মধ্যে খাবার পরিবেশন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে খোলা মাঠে তাদের বসানো হয়। এ দিনের খাবারে মধ্যে ছিল খিচুরি ভাত সাথে রান্না করা ডিম। খাবার পরিবেশন করা হয় একবার ব্যবহার যোগ্য প্লেট ও গ্লাসে।

জোনাকী আলো ফাউন্ডেশনের উদ্দ্যোগে দুঃস্থ শিশুদের খাবার পরিবেশনা

এ সময় সংগঠন দুটির কর্মকর্তা শাহারিয়ার মামুন, শাহিন হাসান, আদিত্য অনিক নাজমুল, ফারজানা সেতু, আল-আহসান মামুন, শাহারিয়ার নাজিম, শুভ, রুমানা, দিপঙ্কর, সাইদুল, শান্ত, সুমন, রাব্বী, মনা, রাকিব, নিশান, ভুমিহীন নেতা মজনু শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

শাক কুড়ানি শিশুকাল