খোকসায় যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বাষির্কী পালিত

0
164

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে খোকসা কালীবাড়ি রোড থেকে র‌্যালীটি শুরু করে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এসে শেষ হয়। পরে খোকসা প্রেসকাব হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, সাংবাদিক মুনসী লিটন, হুমায়ন কবির, রঞ্জন ভেমিক, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সাবেক সভপতি তাজবির আহম্মেদ রাজা প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যায়যায়দিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি তমা মুনসী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোকসা প্রেসকাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন। আলোচনা সভা ও র‌্যালীতে উপজেলা সর্বস্তরের সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন – কুষ্টিয়ায় দুটি হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড

আলোচনা সভায় শেষে পত্রিকাটির ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অতিথিরা কেক কাটেন।