প্রখ্যাত সাহিত্যিক নিমাই ভট্টাচার্যের পরলোক গমন

0
135
Nimai-Dro-p-15
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রখ্যাত সাহিত্যিক নিমাই ভট্টাচার্য এর পরলোক গমন। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার টালিগঞ্জের নিজ বাসভবনে ইহলোকের মায়া ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত রোগে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন প্রখ্যাত সাহিত্যিক।

১৯৩১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের মাগুরা জেলার শালিখা উপজেলার শরশুনা গ্রামে নিমাই ভট্টাচার্যের জন্ম। শৈশব কেটেছে বাংলাদেশের গ্রামের বাড়িতে। ১৯৪৮ সালে দেশভাগের পর তিনি চলে পাড়ি জমান কলকাতায়।

নিমাই ভট্টাচার্য তাঁর কর্মজীবন শুরু করেছিলেন সাংবাদিকতা দিয়ে। লোকসেবক পত্রিকার মাধ্যমে ১৯৫০ সালে শুরু হয় তাঁর সাংবাদিকতা জীবন। ১৯৬৩ সালে সাপ্তাহিক ‘অমৃত বাজার’ পত্রিকায় তাঁর লেখা প্রথম উপন্যাস প্রকাশিত হয়। সাংবাদিকতা জীবনের পাশাপাশি তিনি চলে আসেন সাহিত্য জীবনে।

নিমাই ভট্টাচার্য লিখেছেন ১৫০-এর বেশি উপন্যাস। তাঁর প্রখ্যাত উপন্যাস মেম সাহেব চলচ্চিত্রায়ন হয়। ওই ছবিতে উত্তমকুমার ও অপর্ণা সেন অভিনয় করেন।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ওএমএস পাচ্ছেন করোনায় ঘরবন্দীরা

নিমাই ভট্টাচার্যের উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে মিনিবাস, মাতাল, ইনকিলাব, ব্যাচেলর, কেরানী, রাজধানী এক্সপ্রেস, অ্যাংলো ইন্ডিয়ান, ডার্লিং, ইউর অনার, ককটেল, পথের শেষে, অষ্টাদশী, ডিপ্লোম্যাট, ম্যারেজ রেজিস্ট্রার, পিয়াসা, নাচনী । নিমাই ভট্টাচার্যের মৃত্যুতে কলকাতার সাহিত্য এবং সংস্কৃতি মহলে শোকের ছায়া নেমে এসেছে।