আধিপত্যবাদী পণ্য সরালো অ্যামাজন, গুগল, উইশ

0
84
আধিপত্যবাদী পণ্য সরালো অ্যামাজন, গুগল, উইশ

দ্রোহ অনলাইন ডেস্ক

শ্বেতাঙ্গ আধিপত্যবাদী পণ্য নিয়ে এখনও সমস্যায় রয়েছে অনলাইনে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি নিজেদের সাইট থেকে বর্ণবাদ সংশ্লিষ্ট পণ্য সরিয়েছে অ্যামাজন, গুগল এবং উইশ।

ইন্টারনেটে বড় খুচরা বিক্রেতা ওয়েবসাইটগুলোয় বর্ণবাদী পণ্যের প্রশ্নে তদন্ত করেছিল বিবিসি ক্লিক। ওই তদন্ত প্রতিবেদনে উঠে আসে অ্যামাজন, গুগলের মতো বড় প্রতিষ্ঠান সবগুলোর সাইটেই রয়েছে উগ্র শ্বেতাঙ্গবাদ সংশ্লিষ্ট পণ্য। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট বলছে ওই প্রতিবেদন প্রকাশের পর এ ধরনের পণ্যগুলো সরিয়ে দিয়েছে সবগুলো প্রতিষ্ঠান।

বর্ণবাদ সংশ্লিষ্ট পণ্যের তালিকায় ছিল পতাকা, হুড এবং অন্যান্য নিও নাৎসী এবং কু ক্লাক্স ক্ল্যান সামগ্রী।

তিনটি প্রতিষ্ঠানই জানিয়েছে, তাদের সাইটে বর্ণবাদী পণ্য নিষিদ্ধ। কিন্তু এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি কেউই। এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, “বুগালু” আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট সামগ্রীও সরিয়েছে প্রতিষ্ঠানগুলো। বুগালু হচ্ছে মার্কিন সরকার বিরোধী উগ্র দক্ষিণপন্থী আন্দোলন।

বড় রিটেইল সাইটগুলো যে বর্ণবাদী পণ্য তালিকাভুক্ত হওয়া ঠেকাতে পারছে না এবং ‘রেকমেন্ডেশন অ্যালগরিদম’ যে ওই সামগ্রীগুলোকে সামনে নিয়ে আসছে, তা সাম্প্রতিক ঘটনার মধ্য দিয়ে আরও একবার উঠে এলো সামনে।