আবারো নাসিমকে নিয়ে পোস্ট- রাবি শিক্ষক বরখাস্ত

0
126
Rabi-Dro-27-p-56
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে আবারো ফেসবুকে কটুক্তিমূলক পোষ্ট করেছিলেন রাবি শিক্ষক।

কটুক্তিমূলক পোষ্টের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করা হয় রাজশাহি বিশ্ববিদ্যালয় শিক্ষক কাজী জাহিদুর রহমানকে। এরপর’ই বিশ্ববিদ্যালয় থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

কাজী জাহিদুর রহমান নামের গ্রেফতারকৃত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

শনিবার উপাচার্য অধ্যাপক এম সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৯৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমান জানান।

প্রক্টর বলেন, এই সিন্ডিকেট সভায় শিক্ষক জাহিদুর রহমানেক সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও দেখুন প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ওএমএস পাচ্ছেন করোনায় ঘরবন্দীরা

মতিহার থানার সহকারী উপপরিদর্শক আসাদুজ্জামান বলেন, ১৭ জুন দিবাগত রাত ২টার দিকে রাবি শিক্ষককে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছিলেন । এর আগে শিক্ষক কাজী জাহিদুর রহমানের বিরুদ্ধে মতিহার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন রাজশাহী মহানগরের সাগরপাড়ার বাসিন্দা আইনজীবী তাপস কুমার সাহা।