প্রাণঘাতী করোনা চিকিৎসায় ভারতে ডেক্সামেথাসন ব্যবহারের অনুমতি

0
98

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণে অসুস্থ রোগীদের চিকিৎসায় ভারত সরকার ডেক্সামেথাসন ওষুধ ব্যবহারের অনুমতি দিয়েছে।

শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, অধিক ঝুঁকিতে থাকা করোনা রোগীদের জন্য মিথাইলপ্রেডনিসোলনের পরিবর্তে স্বল্পমূল্যের এই ওষুধ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

সম্প্রতি ব্রিটেনের বিজ্ঞানীরা এক গবেষণায় গুরুতর অসুস্থ করোনার রোগীদের ওপর ডেক্সামেথাসন প্রয়োগ করে উল্লেখযোগ্য সাফল্য পান। এরই প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ওষুধের উৎপাদন বাড়ানোর তাগিদ দেয়।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সংশোধিত গাইডলাইনে এই ওষুধ ব্যবহারে অনুমোদন দিয়েছে।

বিবিসি সূত্র জানায়, অক্সফোর্ড ইউনিভার্সিটির একদল গবেষক হাসপাতালে ভর্তি হওয়া প্রায় ২ হাজার করোনা রোগীর দেহে ডেক্সামেথাসনের পরীক্ষামূলক গবেষণা চালিয়েছেন। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ভেন্টিলেশনে থাকা রোগীদের ক্ষেত্রে মৃত্যুঝুঁকি ৪০ শতাংশ থেকে ২৮ শতাংশে কমে আসে। আর যেসব রোগীর অক্সিজেন গ্রহণের প্রয়োজন হয়, তাঁদের মৃত্যুঝুঁকি ২৫ শতাংশ থেকে ২০ শতাংশে কমে আসে।

আরও পড়ুন রাজবাড়ীতে নতুন করে আরও ৫৭ জনের করোনা শনাক্ত

ভারতজুড়ে একদিনের মধ্যে আরও ১৮ হাজার ৫৫২ জনের শরীরে করোনার সংক্রকণ শনাক্ত হয়েছে। এ অব্দি দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে ৫ লাখ ৮ হাজার ৯৫৩ জন। দেশটিতে মোট ১৫ হাজার ৬৮৫ জনের মৃত্যু হয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাসে।