ঈশ্বরদীতে মেম্বরের বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ

0
116

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের সংরতি আসনের মহিলা মেম্বার এক প্রতিবন্ধী মহিলার কাছ থেকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেয়ার কথা বলে ৭ হাজার টাকা উৎকাচ নেওয়ার অভিযোগ উঠেছে । 4rabet

ভুক্তভোগি প্রতিবন্ধি নারী লাইলী আক্তার উপজেলার মুলাডুলি ইউনিয়নের সড়ইকান্দী নয়াপাড়া গ্রামের তাইজদ্দীনের স্ত্রী।

তিনি জানান, মুলাডুলি ইউনিয়ন এর ৪,৫,৬ নং মহিলা সংরতি আসনের মেম্বার পারভিন খাতুন প্রতিবন্ধী ভাতা কার্ড করে দেওয়ার কথা বলে কয়েক কিস্তিতে তার কাছ থেকে প্রায় ৭ হাজার টাকা হতিয়ে নিয়েছে। এখন আরো টাকার জন্য মহিলা মেম্বর তাকে হুমকী ধামকী দিয়েছে।

প্রতিবন্ধি নারী লাইলী আক্তার জানান, তার স্বামী দরিদ্র ভ্যান চালক। ভাতার কার্ডের আশায় তিনি ঋণ করে মহিলা মেম্বরকে টাকা দিয়েছেন।

মুলাডুলি ইউনিয়নের ৪,৫ ৬ নম্বর সংরতি মহিলা আসনের মেম্বার পারভিন খাতুনের সাথে কথা বলার জন্য ইউনিয়ন পরিষদে গেলে মহিলা মেম্বর সাংবাদিক দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। সাংবাদিকদের বিরুদ্ধে থানায় মামলা করবেন বলে হুমকীদেন।

মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেক মালিথার বলেন, আমার ইউনিয়ন পরিষদের কেউ যদি দুই নাম্বার কাজের সাথে যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে শাস্তিম‚লক ব্যাবস্থা নেওয়া হবে।