এবার মাইক্রোসফটের নজরে টিকটকের ব্যবসায়

0
84
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মাইক্রোসফট এবার নজর দিয়েছে টিকটকের পুরো বৈশ্বিক ব্যবসায়। তারা টিকটকের ব্যবসা কেনার লক্ষ্যেই আলোচনা চালাচ্ছে ।

এর আগেই মাইক্রোসফট বলেছিল, টিকটকের উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ব্যবসা কেনার লক্ষ্য রয়েছে তাদের।

ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাইটড্যান্সের সঙ্গে দর কষাকষির সময় টিকটকের পুরো ব্যবসা কেনার কোনো প্রস্তাব দেয়নি মাইক্রোসফট। এই চুক্তির জন্য মাইক্রোসফট কী পরিমাণ অর্থ দিতে রাজী তা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

তবে, রয়টার্সকে বিভিন্ন সূত্র বলেছে বাইটড্যান্স নির্বাহীরা পুরো টিকটকের মূল্য ধরেছেন পাঁচ হাজার কোটি মার্কিন ডলারের বেশি।

আরও পড়ুন- খোকসায় জুয়াড়ি স্কুলশিক্ষকসহ ৭ জন আটক

ফিনান্সিয়াল টাইমস-এর প্রতিবেদন বলছে, ভারত এবং ইউরোপসহ অন্যান্য অঞ্চলের টিকটক ব্যবসাও এই চুক্তির আওতায় আনতে অনুসন্ধান চালাচ্ছে মাইক্রোসফট। টিকটকের মার্কিন কার্যক্রম বিক্রি করতে সময় বেঁধে দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ১৫ সেপ্টেম্বরের মধ্যে চুক্তি না হলে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে টিকটক সেবা।

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি