করোনার ভুয়া সার্টিফিকেট কেলেঙ্কারিতে ডাঃ সাবরিনা গ্রেপ্তার

0
119
করোনার ভুয়া সাটিফিকেট কেলেঙ্কারিতে ডাঃ সাবরিনা গ্রেপ্তার

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাস পরীক্ষার ভুয়া সাটিফিকেট প্রদান এবং জালিয়াতির সাথে জড়িত থাকার অপরাধে বহুল আলোচিত জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডাঃ সাবরিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দুপুর ১টার দিকে হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক ডাঃ সাবরিনা আরিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল থেকে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের কার্যালয়ে জাতীয় ডেকে নেয়া হয়।

তবে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চিকিৎসকের কাছ থেকে সন্তোষজনক কোন উত্তর পাওয়া যায়নি বলে জানান তদন্তকারীরা।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হারুন অর রশিদ জানান, ২৩ জুন তেজগাঁও থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ডাঃ সাবরিনার স্বামী আরিফুল চৌধুরীসহ ৬ জনের বিরুদ্ধে জাল করোনা পরীক্ষার রিপোর্ট তৈরির অভিযোগে তেজগাঁও থানায় এ মামলাটি দায়ের করা হয়েছিল।

২৩ জুন এ মামলায় ডাঃ সাবরিনার স্বামী আরিফুল চৌধুরী, হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজিনা পাটোয়ারীসহ জেকেজি হেলথকেয়ারের অফিস থেকে ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

করোনার ভুয়া রিপোর্ট প্রদানের কেলেঙ্কারি প্রকাশ হবার পর থেকে আলোচনায় আসেন জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডাঃ সাবরিনা আরিফ চৌধুরী।

প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সাবরিনার স্বামী আরিফ চৌধুরীসহ ৬ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, জেকেজির প্রতারণার জন্য সাবরিনা দায়িত্ব এড়ানোর এখন আর কোন সুযোগ নেই কারণ জিজ্ঞাসাবাদে তার স্বামী আরিফ চৌধুরী প্রতিষ্ঠানটির সাথে এ চিকিৎসকের সর্ম্পকের বিষয়ে সব কিছু স্বীকার করেছেন।