করোনায় বদলে গেলেন সজল

0
104
অভিনেতা সজল

দ্রোহ বিনোদন ডেস্ক

করোনা ভাইরাসের কারণে অনেক কিছু বদলে গেছে। সেই তালিকায় নাম লিখিয়েছেন নাট্যাভিনেতা আবদুন নূর সজলও।

নিজের অবয়ব বদলে ফেলেছেন। খুব বেশি কাজও করছেন না। নিজের মতো করেই অবসর সময় পার করছেন এ অভিনেতা। এরই ফাঁকে সম্প্রতি একটি ঈদের নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘জেনারেটর’।

শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এতে সজলের বিপরীতে অভিনয় করেছেন সারিকা। নাটকের গল্পে দেখা যাবে, সজল সুদর্শন যুবক। ভালো চাকরি করছেন। পারিবারিক মর্যাদাও সম্ভ্রান্ত। সব দিক থেকে বিয়ের বাজারে তার চাহিদা আছে। বিয়ের কনে দেখার জন্য যায় সারিকার বাড়িতে।

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি
আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)
আরও দেখুন- অনলাইন ক্লাস- তালগাছ (২)
প্রথম দেখাতেই তার পছন্দ হয়ে যায়। কিন্তু সারিকা তাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করে। সেই ব্যক্তিগত প্রশ্ন থেকেই বিচিত্র সমস্যার শুরু। ধীরে ধীরে সমস্যা বাড়তে থাকে। এ নিয়ে তার নাওয়া খাওয়া ঘুম সব শেষ। পাগলের মতো ঘুরছেন। একেবারেই এলোমেলো জীবন। এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘আমি সবসময়ই ভিন্নমাত্রার গল্পের নাটকে অভিনয় করি। এ নাটকটিও সে রকমই। গল্পের কিছু বিষয় এত ভালো যে দর্শক নাটকটি দেখে আনন্দ পাবেন।’ এটি ছাড়া ঈদে আরও কয়েকটি নাটকে অভিনয় করেছেন এ অভিনেতা। অন্যদিকে তার অভিনীত নাদের চৌধুরী পরিচালিত ‘জিন’ নামের একটি ছবিও মুক্তির অপেক্ষায় আছে।