কুমারখালীতে দেড় হাজার কৃষককের মাঝে সার বিতরণ

0
73

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে উফশী আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির ল্েয এক হাজার ২০০ জন ধানচাষী ও ৪২০ জন পেঁয়াজ চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান।

ইউএনও বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাইসুল ইসলাম প্রমুখ।

এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাইসুল ইসলাম বলেন, ২০২২ – ২০২৩ অর্থবছরে উফশী আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির ল্েয কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ুদ্র ও প্রান্তিক পর্যায়ের এক হাজার ২০০ জন ধান ও ৪২০ জন পেঁয়াজ চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রত্যেক পেঁয়াজের চাষী এক কেজি করে বীজ ও ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার, পরিমানমত সুতা ও পলিথিন পাবেন। এছাড়াও পরিচর্যার জন্য দুই হাজার ৮০০ টাকার চেক পাবেন। প্রত্যেক ধানচাষী ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি করে পটাশ ও ড্যাপ সার পাবেন।