কুমারখালীতে বাল্যবিয়ে ভেঙে দিল পুলিশ

0
123
KUMARKHILYI-DROHO-16-P6

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর গ্রামে বাল্যবিয়ে ভেঙে দিল পুলিশ।

বুধবার উপজেলার যদুবয়রা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বাল্য বিয়ে ভেঙে দেওয়ার ঘটনাটি ঘটেছে। তবে কনের পরিবারের অভিযোগ স্থানীয় চেয়ারম্যান ও তার সমর্থকদের বিয়ের দাওয়াত না দেয়ায় পুলিশ দিয়ে বিয়ে ভেঙে দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোবিন্দপুর গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীর সাথে একই ইউনিয়নের জোতমোড়া গ্রামের চাকরিজীবী ছেলের সঙ্গে পারিবারিকভাবে বিয়ের কথা ছিল। বিয়েতে ব্যাপক আয়োজন করা হয়। অর্ধশতাধিক বর যাত্রী নিয়ে হাতির পিঠে চড়ে বর আসবে। কিন্তু কনে অগ্রাপ্ত বয়স্ক হওয়ায় পুলিশ বিয়ের আয়োজন বন্ধ করে দেয়।

ছাত্রীর চাচা জানান, বিয়ে আগেই হয়েছিল। বুধবার ছিল আনুষ্ঠানিকতা। স্থানীয় চেয়ারম্যান পরিবারের সঙ্গে শক্রতা থাকায় পুলিশ দিয়ে অনুষ্ঠান ভেঙে দিয়েছে।

চেয়ারম্যান শরিফুল আলম বলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার ফোনের মাধ্যমে তিনি এলাকায় বাল্য বিয়ে হচ্ছে খবর পেয়েছেন।

কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে কাউকে না পেয়ে বিয়ে অনুষ্ঠান ভেঙে দিয়েছে।