কুমারখালীতে শিক্ষার্থীদের বাইসাইকেল উপহার দিলেন এমপি

0
93
MP-DROHO-11-P20

কুষ্টিয়া প্রতিনিধি

কুমারখালী উপজেলার মালিয়াট গ্রামের দশম শ্রেণীর স্কুল শিক্ষার্থী তমাকে প্রতিদিন তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে তেবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে যেতে হয়। আবার স্কুল শেষে ওই তিন কিলোমিটার পথ পাঁড়ি দিয়েই স্কুল থেকে বাড়ি ফিরতে হয়। তমার মত ওই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে এভাবেই মাইলের পর মাইল পথ পায়ে হেঁটে পড়াশোনা বিদ্যালয়ে যাওয়া-আসা করতে হয়।

শিক্ষার্থীদের প্রতিদিন পায়ে হেঁটে এভাবে কষ্ট স্বীকার করে স্কুলে যাওয়ার বিষয়টি জানতে পেরে এগিয়ে আসেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যরিস্টার সেলিম আলতাফ জর্জ।

শিক্ষার্থীদের কষ্ট লাঘবের জন্য শুক্রবার সকালে কুমারখালী পাবলিক লাইব্রেরীর সামনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এ রকম ৩০ জন হত দরিদ্র শিক্ষার্থীর হাতে নিজের টাকা দিয়ে কেনা বাইসেল তুলে দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এমপি ব্যরিস্টার সেলিম আলতাফ জর্জ। একই সাথে তিনি নিজস্ব অর্থায়নে উপজেলার ১১ টি স্কুলে বেঞ্চ প্রদান করেন।

অনুষ্ঠান শেষে দিনমজুর আবজাল হোসেন জানান, তারা মেয়েকে প্রতিদিন আড়াই কি.মি. পথ পায়ে হেঁটে স্কুলে যেতে হত। ওর কষ্ট দেখে খুব খারাপ লাগত। কিন্তু অভাবের সংসার। নুন আন্তে পান্তা ফুরায়। সেখানে টাকা দিয়ে কিভাবে সাইকেল কিনে দেব। এমপি সাহেব মেয়ের হাতে সাইকেল তুলে দিলেন। এখন থেকে ওর আর স্কুলে যেতে-আসতে কোন কষ্ট লাগবে না। আজ আমি বেজায় খুশি।

বাইসাইকেল ও বেঞ্চ প্রদানের সময় কুমারখালী পৌরসভার মেয়র সামসুজ্জামান অরুণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।