কুমারখালীর যুবক তৈরী করলো ডিজিটাল স্যানিটাইজার স্প্রে বুথ

0
181
Kumarkhaku (Kushtia) Pic- 18-06-2020-compressed
ডিজিটাল স্যানিটাইজার স্প্রে বুথ

কুমারখালী প্রতিনিধি

প্রাণঘাতি করোনা ভাইরাসের জীবানু থেকে শহর ও নিজেদের সুরক্ষিত রাখতে কুষ্টিয়ার কুমারখালীতে ডিজিটাল স্যানিটাইজার স্প্রে বুথ তৈরী করা হয়েছে। অত্যাধুনিক এই ডিজিটাল মেশিনটি উদ্ভাবন করে শহরে ব্যাপক সাড়া ফেলেছে কুমারখালীর আবু বক্কর সিদ্দিক।

করোনাকালীন পরিস্থিতিতে বাড়িতে অবসর সময় কাটানোর পাশাপাশি তৈরী করেছে এই ডিজিটাল স্যানিটাইজার বুথ।

সরেজমিন গিয়ে জানা গেছে, বৈশ্বিক ভাইরাস করোনা পরিস্থিতির কারণে গার্মেন্টেস বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরে আসে আবু বক্কর সিদ্দিক। কর্মহীন কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে করোনা ভাইরাসের জীবানু থেকে মানুষকে সুরক্ষিত রাখতে ডিজিটাল পদ্ধতিতে স্যানিটাইজার স্প্রে বুথ তৈরীর উদ্যোগ নেন।

প্রায় চারদিন সময় ব্যয় করে এ্যালটেক থাই সীট দিয়ে সাড়ে ৬ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ৩ ফুট প্রস্থ সাইজের একটি ঘর আকৃতির বুথ তৈরী করে সেখানে ম্যান ডিটেক্টর সেন্সর স্থাপন সহ বিদ্যুৎ চালিত ডিসি মটর স্থাপন করে। আর বুথের পাশেই একটি কন্টেইনারে রাখা হয়েছে স্যানিটাইজার।

মানুষ ওই বুথের প্রবেশ মুখে যাওয়া মাত্রই স্যানিটাইজার স্প্রে হতে থাকে। বুথের প্রবেশ মুখ দিয়ে ভিতরে ঢুকে গেলেই তার পুরো শরীরে স্যানিটাইজার স্প্রে করা হয়ে যাচ্ছে।

বর্তমানে এই ডিজিটাল স্যানিটাইজার স্প্রে বুথটি কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামে নিজের বসত বাড়ির গেটের সামনে স্থাপন করে রাখা হয়েছে। এলাকার মানুষ করোনা ভাইরাসের জীবানু হতে সুরক্ষিত থাকতে এই ডিজিটাল স্যাটিটাইজার বুথে প্রবেশ করছেন।

আরও পড়ুন

খোকসায় তিন জনের করোনা জয়

উদ্ভাবক আবু বক্কর সিদ্দিক বলেন, প্রথম বুথটি তৈরীর ব্যয় ২০ হাজার টাকা ছাড়িয়ে গেছে। কিন্তু এখন কেউ এটি নিতে চাইলে ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে তৈরী করে দেওয়া সম্ভব।
এদিকে, এলাকাবাসী আবু বক্কর সিদ্দিকের এই উদ্ভাবনকে করোনাকালীন পরিস্থিতিতে একটি সময়োপযোগী উদ্যোগ বলে মনে করছেন।